Ajker Patrika

দ্বিতীয়বারের মতো ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা’ পাচ্ছেন দেশে-বিদেশে সফল ২০ নারী

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৭: ০০
দেশ ও প্রবাসের বিভিন্ন অঙ্গনের সফল ও প্রতিষ্ঠিত ২০ নারী ব্যক্তিত্বকে প্রদান করা হবে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা-২০২৫ ’। ছবি: সংগৃহীত
দেশ ও প্রবাসের বিভিন্ন অঙ্গনের সফল ও প্রতিষ্ঠিত ২০ নারী ব্যক্তিত্বকে প্রদান করা হবে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা-২০২৫ ’। ছবি: সংগৃহীত

দেশ ও প্রবাসের বিভিন্ন অঙ্গনের সফল ও প্রতিষ্ঠিত ২০ নারী ব্যক্তিত্বকে প্রদান করা হবে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা-২০২৫ ’। আসন্ন নারী দিবসকে সামনে রেখে আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকার ওয়েস্টিন হোটেলে স্বপ্নজয়ী নারী সম্মাননার দ্বিতীয় আসর বসবে। সেই সঙ্গে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজনেস এশিয়া ম্যাগাজিন।

আয়োজক সূত্রে জানা গেছে, নারী দিবসের এই আয়োজনে একই সঙ্গে বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রকাশিত দুটি বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হবে। বিশেষ প্রকাশনা দুটি হচ্ছে—দেশের নানা সেক্টরে মেধা, প্রজ্ঞা, নেতৃত্বগুণ আর সাফল্য দিয়ে আলো ছড়ানো ১০০ নারীকে নিয়ে বাংলাদেশ নারী বাংলাদেশ লিডিং উইমেন এবং প্রবাসে নানা সেক্টরে সফল শীর্ষ ১০০ নারীকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজকেরা প্রত্যাশা করছেন, দেশ ও প্রবাস থেকে বিভিন্ন অঙ্গনের প্রায় সহস্রাধিক নারী অতিথির অংশগ্রহণে মুখরিত হবে এবারের আয়োজন।

উল্লেখ্য, গত বারের আয়োজনে দেশ ও প্রবাসের অর্ধ সহস্রাধিক নারী অতিথি অংশ নিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত