এক দিনের জন্য বিমানের টিকিটে ১৫ শতাংশ ছাড়

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ১০
Thumbnail image

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইনস। আগামীকাল বিমানের সব অভ্যন্তরীণ রুটসহ দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের টিকিটের মূল ভাড়ার ওপর এ ছাড় দেবে সংস্থাটি। 

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, অভ্যন্তরীণ রুটসহ দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের যাত্রীরা শিডিউলে থাকা যেকোনো দিনের টিকিট ২৭ সেপ্টেম্বর কিনলে, এই ছাড় পাবেন। 

আরও বলা হয়, বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার ১৩৬৩৬, মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট www.biman-airlines.com থেকে টিকিট কিনলে এ ছাড় পাওয়া যাবে। ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকিট কেনার ক্ষেত্রে প্রমো কোড ‘BIMANWTD 24’ ব্যবহার করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত