বিজ্ঞপ্তি
সনি-র্যাংগ্স নামে বহুলভাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেড, বেগম রোকেয়া সরণি, মিরপুর-১০, ঢাকায় (মেট্রোরেল পিলার নং ২৬৬) নতুন আঙ্গিকে ‘র্যাংগ্স ইলেকট্রনিকস-মিরপুর-১০’ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করল।
এখানে এলেই ক্রেতা এক্সপেরিয়েন্স করতে পারবেন সনির আধুনিক প্রযুক্তির ‘ব্রাভিয়া এক্সআর’ প্রসেসর সমৃদ্ধ OLED TV, 4K Google TV; Sony Alpha Camera, লেন্স ও অ্যাকসেসরিজ; সনি হোম অডিও ও ভিডিও সিস্টেম।
পাশাপাশি থাকছে অফিশিয়াল LG 4K UHD, NanoCel এবং OLED টিভি; AI Inverter রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের ও অফিশিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে Whirlpool, Electrolux, Kelvinator, Rangs, Phlipsসহ বিশ্বমানের ইলেকট্রনিকস ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই স্টোরে। উদ্বোধন উপলক্ষে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট, ফ্রি গিফটসহ আরও অনেক চমক।
র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস বিনাস হোসেন এবং সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের সম্মানিত ব্রাঞ্চ হেড, মি. রিকি লুকাস যৌথভাবে ‘র্যাংগ্স ইলেকট্রনিকস, মিরপুর-১০’ শোরুমের উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ ও র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেড বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ক্রেতা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মি. রিকি লুকাস বলেন, ‘র্যাংগ্স ইলেকট্রনিকস ৪০ বছর ধরে বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর এবং র্যাংগ্স ও সনির এই যাত্রা অফিশিয়াল সনি পণ্যকে বাংলাদেশের ক্রেতার কাছে পছন্দের শীর্ষে নিয়ে গেছে। এই আস্থা ও ভালোবাসার সম্পর্ক সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আমার দৃঢ়বিশ্বাস।’
একই সঙ্গে তিনি সকল ক্রেতাকে সনি এক্সপেরিয়েন্স জোন এ এসে বিশ্বমানের অফিশিয়াল সনি ব্রাভিয়া এক্স আর ওলেড, আলফা ক্যামেরা ও সনি সাউন্ড সিস্টেম এক্সপেরিয়েন্স করার অনুরোধ জানান।
৪০ বছর ধরে র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সঙ্গে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্য বাংলাদেশে বাজারজাত করে আসছে।
সনি-র্যাংগ্স নামে বহুলভাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেড, বেগম রোকেয়া সরণি, মিরপুর-১০, ঢাকায় (মেট্রোরেল পিলার নং ২৬৬) নতুন আঙ্গিকে ‘র্যাংগ্স ইলেকট্রনিকস-মিরপুর-১০’ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করল।
এখানে এলেই ক্রেতা এক্সপেরিয়েন্স করতে পারবেন সনির আধুনিক প্রযুক্তির ‘ব্রাভিয়া এক্সআর’ প্রসেসর সমৃদ্ধ OLED TV, 4K Google TV; Sony Alpha Camera, লেন্স ও অ্যাকসেসরিজ; সনি হোম অডিও ও ভিডিও সিস্টেম।
পাশাপাশি থাকছে অফিশিয়াল LG 4K UHD, NanoCel এবং OLED টিভি; AI Inverter রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের ও অফিশিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে Whirlpool, Electrolux, Kelvinator, Rangs, Phlipsসহ বিশ্বমানের ইলেকট্রনিকস ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই স্টোরে। উদ্বোধন উপলক্ষে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট, ফ্রি গিফটসহ আরও অনেক চমক।
র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস বিনাস হোসেন এবং সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের সম্মানিত ব্রাঞ্চ হেড, মি. রিকি লুকাস যৌথভাবে ‘র্যাংগ্স ইলেকট্রনিকস, মিরপুর-১০’ শোরুমের উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ ও র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেড বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ক্রেতা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মি. রিকি লুকাস বলেন, ‘র্যাংগ্স ইলেকট্রনিকস ৪০ বছর ধরে বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর এবং র্যাংগ্স ও সনির এই যাত্রা অফিশিয়াল সনি পণ্যকে বাংলাদেশের ক্রেতার কাছে পছন্দের শীর্ষে নিয়ে গেছে। এই আস্থা ও ভালোবাসার সম্পর্ক সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আমার দৃঢ়বিশ্বাস।’
একই সঙ্গে তিনি সকল ক্রেতাকে সনি এক্সপেরিয়েন্স জোন এ এসে বিশ্বমানের অফিশিয়াল সনি ব্রাভিয়া এক্স আর ওলেড, আলফা ক্যামেরা ও সনি সাউন্ড সিস্টেম এক্সপেরিয়েন্স করার অনুরোধ জানান।
৪০ বছর ধরে র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সঙ্গে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্য বাংলাদেশে বাজারজাত করে আসছে।
শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসার পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশ দিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করে গতকাল রোববার প্রজ্ঞাপন জ
৬ ঘণ্টা আগেনভেম্বরের প্রথম ২৩ দিনে প্রবাসীরা ১৭৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ধারাবাহিক বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স ২.২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
৮ ঘণ্টা আগেতৈরি পোশাকশিল্পের বার্ষিক মজুরি বৃদ্ধি নিয়ে মালিকপক্ষ ৬ শতাংশ ও শ্রমিকপক্ষ ১৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। আলোচনার অগ্রগতি হয়নি, ২৮ নভেম্বর চতুর্থ বৈঠক হবে।
৮ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকার নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থি নীল দল। ১৫টি পদের মধ্যে ৯টিতে জয়লাভ করে তারা। বিএনপি-জামায়াত সমর্থিত সবুজ দল থেকে ১টি এবং স্বতন্ত্র হলুদ দল ৫টি পদে বিজয়ী হয়েছে।
৯ ঘণ্টা আগে