Ajker Patrika

লভ্যাংশ না দিলে ৯ কোম্পানির পরিচালকদের ২৮ কোটি টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ২২: ৫৮
লভ্যাংশ না দিলে ৯ কোম্পানির পরিচালকদের ২৮ কোটি টাকা জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি বিধি অনুযায়ী বিনিয়োগকারীদের মাঝে ঘোষিত লভ্যাংশ বিতরণ করেনি। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে লভ্যাংশ বিতরণের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তা না হলে কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালকদের ২৮ কোটি ৩৯ লাখ টাকা জরিমানা করা হবে।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৩০ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত লভ্যাংশ বিধি মোতাবেক বণ্টন না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানিকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ প্রদান করতে হবে, অন্যথায় ইস্যুয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যাতিত) প্রত্যেককে ব্যক্তিগত তহবিল থেকে উল্লেখিত অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে কোম্পানির নাম ও প্রত্যেক পরিচালককে কত টাকা করে জরিমানা করা হবে, তা উল্লেখ করা হয়েছে। পরিচালকদের সংখ্যা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় ২৮ কোটি ৩৯ লাখ টাকা।

তথ্যমতে, সাফকো স্পিনিংয়ের ৩ তিন পরিচালককে ২০ লাখ করে ৬০ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ১ মনোনীতসহ ৪ পরিচালককে ১৩ লাখ করে ৫২ লাখ টাকা, লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের ১ জন মনোনীতসহ ৫ পরিচালককে ২ কোটি ৩৫ লাখ করে ১১ কোটি ৭৫ লাখ টাকা, অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ জন পরিচালককে ৪৭ লাখ টাকা করে ১ কোটি ৮৮ লাখ টাকা, মামুন অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেডের ৪ জনকে ১৩ লাখ করে ৫২ লাখ টাকা, কৃষিবিদ ফিড লিমিটেডের ৯ জনকে ১০ লাখ করে ৯০ লাখ টাকা, কৃষিবিদ সিড লিমিটেডের ৭ জনকে ১০ লাখ করে ৭০ লাখ টাকা, বিডি পেইন্টস লিমিটেডের চার পরিচালককে ৯৭ লাখ করে ৩ কোটি ৮৮ লাখ টাকা এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৪ জনকে ১ কোটি ৯১ লাখ করে ৭ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা গুণতে হবে।

এর আগে গত ১ অক্টোবরে ৯২৯ তম কমিশন সভায় ঘোষিত লভ্যাংশ বণ্টন না করায় অ্যাডভেন্ট ফার্মাকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় বিএসইসি। এই সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ না করলে প্রত্যেককে ৪ লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

এদিকে গত সভায় দুই সিকিউরিটিজ হাউসকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) ঘাটতি থাকার কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে প্রুডেনশাল ক্যাপিটাল লিমিটেডকে ৫ লাখ টাকা এবং এনএলআই সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা অর্থদন্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ধরনের ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে দণ্ডিত করার সিদ্ধান্তও নেওয়া হয় বলে জানিয়েছে বিএসইসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত