আদর্শ নেতা হতে চাইলে

মুসাররাত আবির
Thumbnail image
সাইমন সিনেক। ছবি: সংগৃহীত

সাইমন সিনেক বিখ্যাত মোটিভেশনাল বক্তা, লেখক ও নেতৃত্ব বিশেষজ্ঞ। যিনি তাঁর বিখ্যাত বই ‘স্টার্ট উইথ হোয়াই’-এর জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাঁর বিখ্যাত টেড টক ‘হাউ গ্রেট লিডারস ইন্সপায়ার অ্যাকশন’ এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা টেড টকগুলোর একটি। এ লেখায় তাঁর বিখ্যাত কয়েকটি বক্তৃতার সংকলন তুলে ধরা হলো।

আপনি কি মহান বা মহৎ নেতা হতে চান? তাহলে আপনাকে অবশ্যই অন্যের প্রতি সহানুভূতির মাধ্যমে এই যাত্রা শুরু করতে হবে। নেতৃত্ব মানে নিজেকে নির্ভুল প্রমাণ করা নয়, বরং এমন পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ আপনাকে নির্দ্বিধায় বলতে পারে, ‘আমি জানি না কী করতে হবে।’

পৃথিবীর এই অশান্ত সময়ে পুরোনো ধারার নেতৃত্ব কোনো কাজে আসে না। কারণ, এখন নেতৃত্ব দেওয়া মানে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া নয়, বরং অধীনস্থদের দায়িত্ব নেওয়াও এর অন্তর্ভুক্ত। নেতৃত্ব দেওয়ার সময় আপনাকে সব সময় সফল হতে হবে না, এমনকি সব সময় নেতৃত্বও দিতে হবে না; বরং দায়িত্ব নেওয়া এবং অন্যদের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতার পরিচায়ক।

সত্যিকারের নেতা কে?

নেতা মানে সেই ব্যক্তি নন, যিনি অন্যদের থেকে উচ্চ পদে আছেন। নেতা সেই ব্যক্তি, যিনি তাঁর পাশে থাকা মানুষদের যত্ন নিতে জানেন। যিনি প্রথম ঝুঁকি নিতে সাহস করেন, প্রথম অজানার পথে পা বাড়ান এবং প্রয়োজন হলে প্রথমে নিজের ব্যর্থতা মেনে নেন।

এটা নেতৃত্বের মূল সৌন্দর্য। কারণ, যখন একজন সঠিক কাজ করেন, অন্যরা তাঁকে অনুসরণ করেন। তাই নেতা হওয়ার জন্য ক্ষমতার প্রয়োজন নেই, প্রয়োজন সাহস ও সহানুভূতি।

নেলসন ম্যান্ডেলার শিক্ষা

নেলসন ম্যান্ডেলা ছিলেন নেতৃত্বের এক বিশেষ উদাহরণ। তাঁকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, ‘আপনি কীভাবে মহান নেতা হতে শিখলেন?’ তিনি উত্তরে বলেছিলেন, ‘আমি বাবার সঙ্গে আমাদের গ্রামের সভায় যেতাম। সেখানে দুটি বিষয় লক্ষ করতাম—এক. তাঁরা সব সময় গোল হয়ে বসতেন; দুই. বাবা সবার শেষে কথা বলতেন।’

এ শিক্ষা থেকে তিনি বুঝেছিলেন, নেতৃত্ব দেওয়া মানে শুধু কথা বলা নয়; সবার কথা শোনা, তাদের ভাবনাগুলোর প্রতি গুরুত্ব দেওয়া, তারপর নিজের মত প্রকাশ করা। এতে একদিকে মানুষ অনুভব করে, তাদের কথা শোনা হয়েছে। অন্যদিকে আপনি সবার দৃষ্টিভঙ্গি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

সাহসের প্রকৃত উৎস

নেতৃত্বে সাহস অপরিহার্য। কিন্তু সাহস আসে কোথা থেকে? আসলে সাহস ভেতরের কোনো শক্তি নয়, এটি আসে সম্পর্ক থেকে। আপনি যখন জানেন, কেউ আপনার পাশে আছে, কেউ আপনার প্রতি বিশ্বাস রাখে; তখনই সাহস অর্জন করা সহজ হয়। সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে এটি দেখা যায়। তাঁরা বলেন, ‘আমি ঝুঁকি নিয়েছি। কারণ, আমি জানি, সহযোদ্ধারা আমার জন্য ঠিক একই কাজ করতেন।’ এই সম্পর্ক ও বিশ্বাসই সাহসের মূল ভিত্তি।

অনুবাদ: মুসাররাত আবির

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত