Ajker Patrika

এক হাজার কলাগাছ হত্যা

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৪: ২৮
এক হাজার কলাগাছ হত্যা

রংপুরের পীরগাছায় দিন দিন মানুষের সঙ্গে মানুষের শত্রুতা বাড়ছে। এতে বলি হচ্ছে জমির ফসল। গত বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক আলতাফ হোসেনের এক হাজার কলাগাছ প্রতিবেশী কয়েক ব্যক্তি কেটে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ওই কৃষকের ১১ জন প্রতিবেশীকে।

কৃষক আলতাফ হোসেনের দাবি, এ ঘটনায় তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর উপজেলার পশ্চিম ব্রাহ্মণীকুণ্ডা গ্রামে ঘটনাটি ঘটেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ছাওলা ইউনিয়নের দামুস্বর (গুচ্ছগ্রাম) গ্রামের আলতাফ হোসেন ২০২০ সালে পার্শ্ববর্তী পশ্চিম ব্রাহ্মণীকুণ্ডা গ্রামের দেলোয়ার হোসন তুহিনের নিজ নামের জমি তিন বছরের জন্য লিখিতভাবে ইজারা নিয়ে কলাগাছ রোপণ করেন। কিন্তু পূর্বশত্রুতার জের ধরে এতে বাধা দেন প্রতিবেশী আফছার আলী ও তাঁর লোকজন। এ নিয়ে বিবাদ চলাকালে গত বৃহস্পতিবার গভীর রাতে আফছার আলী লোকজন নিয়ে আলতাফ হোসেনের প্রায় এক হাজার রোপণ করা কলাগাছ কেটে সাবাড় করে দেয়।

কৃষক আলতাফ হোসেন বলেন, ‘আমি কয়েক দিন আগে কলাখেত পরিচর্যা করতে গেলে আসামিরা আমার আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে। আমি এই টাকা দিতে অস্বীকার করলে তাঁরা আমার ক্ষতি করবে বলে হুমকি দেয়। এক রাতেই আমার সর্বনাশ করে ফেলেছে তাঁরা। অনেক আশা নিয়ে জমি লিজ নিয়ে চাষাবাদ করেছি। এখন সব শেষ। আমি তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, এ বিষয়ে ১১জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত