রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। এই স্টেশন থেকে যাতায়াত করা যাত্রীদের অভিযোগ, কালোবাজারেই বেশিরভাগ টিকিট বিক্রি হয়। নির্ধারিত মূল্যের চেয়ে তিনগুণ দামে টিকিট বিক্রি হয় কালোবাজারে। রেল স্টেশনের কর্মচারীরা এসব টিকিট কালোবাজারে বিক্রি করেন। তবে স্টেশনমাস্টার এস এম শওকত আলী জানান, কাউন্টার ছাড়া অন্য কোথাও কোনো টিকিট পাওয়ার সুযোগ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে সৈয়দপুরে ট্রেনের টিকিটের চাহিদা সারাবছর ধরেই থাকে। এই উপজেলা ছাড়াও পাশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের যাত্রীরাও এই রুটে যাতায়াত করেন। এখান থেকে ঢাকা, খুলনা, রাজশাহী রুটে ৫টি আন্তনগর ও একটি মেইল ট্রেন চলাচল করে। প্রতিদিন এই স্টেশনে প্রতিদিন ২৩৩টি টিকিট বিক্রি হয়।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সৈয়দপুর স্টেশনে ঘুরে দেখা গেছে, ঢাকাগামী আন্তনগর নীলসাগার এক্সপ্রেস ও রাজশাহীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। প্রতিটি লাইনেই প্রথম ৩০ জন যাত্রী টিকিট পাওয়ার পরই জানানো হয় টিকিট শেষ। এতে লাইনে দাঁড়ানো যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
ইমরান হোসেন নামের ঢাকাগামী আরেক যাত্রী বলেন, ‘কাউন্টের টিকিট পাইনি। এরপর স্টেশনের এক কর্মচারীর কাছ থেকে একজনের খোঁজ পাই। মোবাইল ফোনে কল দিয়ে ৫টি টিকিট চাইতেই দিতে ওই ব্যক্তি দিতে রাজি হয়ে যান। স্টেশনের পাশের সৈয়দপুর প্লাজা থেকে তিনি টিকিট সংগ্রহের কথা বলেন। প্রতিটি ৪০০ টাকার হলেও তিনি আমার কাছ থেকে ১ হাজার ১০০ টাকা রেখেছেন।’
নাম প্রকাশ না করার শর্তে সৈয়দপুর রেলস্টেশনের একজন কর্মকর্তা বলেন, এ স্টেশনে কালোবাজারির সঙ্গে তিনজন আরএনবি, দুজন বুকিং সহকারী ও স্টেশনের একজন কর্মকর্তা জড়িত আছেন। প্রতিদিন বরাদ্দের চার ভাগের তিন ভাগই টিকিট কালোবাজারিতে যায়। প্রতিটি টিকিট থেকে যদি গড়ে ১০০ টাকাও বেশি নেওয়া হয়, তাহলে প্রতিমাসে ৭ লাখ টাকা এই স্টেশন থেকেই কালোবাজারিরা হাতিয়ে নেয়।
স্টেশনমাস্টার এস এম শওকত আলী বলেন, একটি টিকিটের বিপরীতে ৫০ থেকে ৬০ জনের চাহিদা থাকে। তাই লাইনে দাঁড়িয়েও অনেকেই টিকিট পাচ্ছেন না। তবে টিকিট অন্য কোথাও কোনো পাওয়ার সুযোগ নেই।
নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। এই স্টেশন থেকে যাতায়াত করা যাত্রীদের অভিযোগ, কালোবাজারেই বেশিরভাগ টিকিট বিক্রি হয়। নির্ধারিত মূল্যের চেয়ে তিনগুণ দামে টিকিট বিক্রি হয় কালোবাজারে। রেল স্টেশনের কর্মচারীরা এসব টিকিট কালোবাজারে বিক্রি করেন। তবে স্টেশনমাস্টার এস এম শওকত আলী জানান, কাউন্টার ছাড়া অন্য কোথাও কোনো টিকিট পাওয়ার সুযোগ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে সৈয়দপুরে ট্রেনের টিকিটের চাহিদা সারাবছর ধরেই থাকে। এই উপজেলা ছাড়াও পাশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের যাত্রীরাও এই রুটে যাতায়াত করেন। এখান থেকে ঢাকা, খুলনা, রাজশাহী রুটে ৫টি আন্তনগর ও একটি মেইল ট্রেন চলাচল করে। প্রতিদিন এই স্টেশনে প্রতিদিন ২৩৩টি টিকিট বিক্রি হয়।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সৈয়দপুর স্টেশনে ঘুরে দেখা গেছে, ঢাকাগামী আন্তনগর নীলসাগার এক্সপ্রেস ও রাজশাহীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। প্রতিটি লাইনেই প্রথম ৩০ জন যাত্রী টিকিট পাওয়ার পরই জানানো হয় টিকিট শেষ। এতে লাইনে দাঁড়ানো যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
ইমরান হোসেন নামের ঢাকাগামী আরেক যাত্রী বলেন, ‘কাউন্টের টিকিট পাইনি। এরপর স্টেশনের এক কর্মচারীর কাছ থেকে একজনের খোঁজ পাই। মোবাইল ফোনে কল দিয়ে ৫টি টিকিট চাইতেই দিতে ওই ব্যক্তি দিতে রাজি হয়ে যান। স্টেশনের পাশের সৈয়দপুর প্লাজা থেকে তিনি টিকিট সংগ্রহের কথা বলেন। প্রতিটি ৪০০ টাকার হলেও তিনি আমার কাছ থেকে ১ হাজার ১০০ টাকা রেখেছেন।’
নাম প্রকাশ না করার শর্তে সৈয়দপুর রেলস্টেশনের একজন কর্মকর্তা বলেন, এ স্টেশনে কালোবাজারির সঙ্গে তিনজন আরএনবি, দুজন বুকিং সহকারী ও স্টেশনের একজন কর্মকর্তা জড়িত আছেন। প্রতিদিন বরাদ্দের চার ভাগের তিন ভাগই টিকিট কালোবাজারিতে যায়। প্রতিটি টিকিট থেকে যদি গড়ে ১০০ টাকাও বেশি নেওয়া হয়, তাহলে প্রতিমাসে ৭ লাখ টাকা এই স্টেশন থেকেই কালোবাজারিরা হাতিয়ে নেয়।
স্টেশনমাস্টার এস এম শওকত আলী বলেন, একটি টিকিটের বিপরীতে ৫০ থেকে ৬০ জনের চাহিদা থাকে। তাই লাইনে দাঁড়িয়েও অনেকেই টিকিট পাচ্ছেন না। তবে টিকিট অন্য কোথাও কোনো পাওয়ার সুযোগ নেই।
গাজীপুরের শ্রীপুরে মামা শ্বশুরের বাড়ি থেকে স্মৃতি রানী সরকার নামে এক গৃহবধূর গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারালো দা ও এক জোড়া জুতাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কাব্য সরকারকে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন
২ দিন আগেসাত দিন আগে বিয়ে হয় সৌদি আরব প্রবাসী যুবক সোহান আহমদের (২৩)। হাত থেকে মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে নিহত হয়েছেন এ যুবক। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সীমান্তে অবস্থিত ইনাতগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয় সোহান আহমদের। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
২ দিন আগেঅপরাধের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদারে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ সোমবার এক বার্তায় পুলিশের সকল ইউনিট প্রধানকে এ নির্দেশ দেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩ দিন আগেরাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পল্লবী থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম ফারাহ দীবা। সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান পল্লবী থানার পরির্দশক (তদন্ত) আদ
৩ দিন আগে