Ajker Patrika

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৫ জেলের কারাদণ্ড

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৫: ৪৫
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৫ জেলের কারাদণ্ড

পটুয়াখালী দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় পাঁচ জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে উপজেলার তেঁতুলিয়া নদী ও বুড়াগৌরঙ্গ নদে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও দুটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এ অভিযান চালান। তিনি আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন—পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ধানদি গ্রামের সেকান্দার মৃধার ছেলে মো. ফারুখ মৃধা (৪০), স্বপন মৃধা (৩৮), নিমদি গ্রামের আবুল রাঢ়ীর ছেলে মো. স্বপন রাঢ়ী (২৫), দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের মোজাফফর চৌকিদারের ছেলে ফিরোজ চৌকিদার (২৫) ও সহিদ হোসেন মোল্লার ছেলে মো. জলিল চৌকিদার (৩০)। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইলিশ অভয়াশ্রমে দুই মাসের নিষেধাজ্ঞা চলাকালীন তৃতীয় দিনে নৌ পুলিশ ফাঁড়ি ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালায়। তেঁতুলিয়া নদী ও বুড়াগৌরঙ্গ নদে মাছ ধরার সময় পাঁচ জেলেকে আটক করা হয়। এ সময় জব্দ করা ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অধিদপ্তর দশমিনা ক্ষেত্র সহকারী মো. মিলন বিশ্বাস, নৌপুলিশ ফাঁড়ি উপপুলিশ পরিদর্শক (এসআই) আল মামুনসহ সঙ্গীয় ফোর্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত