মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের আবু বকর (৩৫) নামে এক যুবককে পুরুষাঙ্গ কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে । গত শুক্রবার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের নইমুদ্দিন মিজি বাড়িতে ডেকে এনে শাহজাহান নামে এক ব্যক্তি ও তাঁর স্ত্রী শারমিন এ ঘটনা ঘটান। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বকরকে পাশের বিলে নিয়ে গিয়ে তাঁর হাত-পা বেঁধে পুরুষাঙ্গ কেটে ফেলেন এবং হত্যার চেষ্টা করেন শাহজাহান ও তাঁর স্ত্রী শারমিন । এ সময় আবু বকরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। আহত আবু বকরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে স্বামী-স্ত্রী পালিয়ে যান। পরে আবু বকরকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বহরী গ্রামের একাধিক ব্যক্তি এবং ওই ওয়ার্ডের মেম্বার কামাল গাজী জানান, শাহজাহান দীর্ঘদিন প্রবাসে থাকার পর চার-পাঁচ মাস আগে দেশে আসেন। আবু বকরদের সঙ্গে ডিঙ্গাভাঙ্গা গ্রামের শাহজাহান মিজিদের দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছে।
ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান বলেন, ‘আমার ইউনিয়নে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, ছেলেটা যেন সুস্থ হয়ে যায়।’
মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের আবু বকর (৩৫) নামে এক যুবককে পুরুষাঙ্গ কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে । গত শুক্রবার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের নইমুদ্দিন মিজি বাড়িতে ডেকে এনে শাহজাহান নামে এক ব্যক্তি ও তাঁর স্ত্রী শারমিন এ ঘটনা ঘটান। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বকরকে পাশের বিলে নিয়ে গিয়ে তাঁর হাত-পা বেঁধে পুরুষাঙ্গ কেটে ফেলেন এবং হত্যার চেষ্টা করেন শাহজাহান ও তাঁর স্ত্রী শারমিন । এ সময় আবু বকরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। আহত আবু বকরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে স্বামী-স্ত্রী পালিয়ে যান। পরে আবু বকরকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বহরী গ্রামের একাধিক ব্যক্তি এবং ওই ওয়ার্ডের মেম্বার কামাল গাজী জানান, শাহজাহান দীর্ঘদিন প্রবাসে থাকার পর চার-পাঁচ মাস আগে দেশে আসেন। আবু বকরদের সঙ্গে ডিঙ্গাভাঙ্গা গ্রামের শাহজাহান মিজিদের দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছে।
ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান বলেন, ‘আমার ইউনিয়নে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, ছেলেটা যেন সুস্থ হয়ে যায়।’
মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
গাজীপুরের শ্রীপুরে মামা শ্বশুরের বাড়ি থেকে স্মৃতি রানী সরকার নামে এক গৃহবধূর গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারালো দা ও এক জোড়া জুতাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কাব্য সরকারকে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন
২ দিন আগেসাত দিন আগে বিয়ে হয় সৌদি আরব প্রবাসী যুবক সোহান আহমদের (২৩)। হাত থেকে মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে নিহত হয়েছেন এ যুবক। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সীমান্তে অবস্থিত ইনাতগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয় সোহান আহমদের। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
২ দিন আগেঅপরাধের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদারে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ সোমবার এক বার্তায় পুলিশের সকল ইউনিট প্রধানকে এ নির্দেশ দেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ দিন আগেরাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পল্লবী থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম ফারাহ দীবা। সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান পল্লবী থানার পরির্দশক (তদন্ত) আদ
৩ দিন আগে