Ajker Patrika

সিগারেট পানকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১৪: ৪২
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের হাজীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্বপাড়ার মধ্যে রাত ১০টায় শুরু হওয়া সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।

সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাবিব, রিয়াদ, নাইম, আলাউদ্দিন, সবুজ ও রাব্বি। তাঁদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চাঁদপুরের হাজীগঞ্জে পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে সিগারেট পান করাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রথমে পুলিশ গিয়ে সংঘর্ষ ঠেকাতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম গিয়ে রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, পৌর এলাকার রান্ধুনীমুড়া ডিগ্রি কলেজ মাঠে গত সোমবার বিকেলে সিগারেট খাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়রের মধ্যে কথাকাটাকাটি হয়। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তামিম ইসলাম বলেন, রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক আজকের পত্রিকাকে বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুর রহমান

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত