মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী অমর সরকার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঋণ করে জুয়া খেলার পর জুয়ার দেনা পরিশোধের জন্য তাঁকে হত্যা করেছেন দোকানের কর্মচারী জয় বিশ্বাস অনিক (২২) ও তাঁর সহযোগী হৃদয় সূত্রধর (২২)।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার বলেন, অনিক ও হৃদয় দুজনই বন্ধু। অনিক বর্তমানে এই দোকানের কর্মচারী হিসেবে কাজ করলেও হৃদয় গত এক বছর আগে একই দোকানের কর্মচারী হিসেবে কাজ করেছিলেন। তাঁরা আইপিএল ও বিপিএলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে জুয়া খেলতেন। এতে তাঁরা প্রায় আড়াই লাখ টাকার মতো দেনায় পড়ে যান। এই ঋণ পরিশোধের জন্য তাঁরা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। দুজনই জানতেন তাঁদের দোকানের মালিক রাতে বিভিন্ন স্বর্ণালংকার ও টাকাপয়সা নিয়ে বাসায় ফেরেন, যা বিক্রি করে কয়েক লাখ টাকা পাওয়া যেতে পারে।
মিলন মাহমুদ বলেন, গত সোমবার রাতে দোকান বন্ধ করে আত্মীয়ের বাসায় যান অমর সরকার। সঙ্গে তাঁর কর্মচারী অনিকও ছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে হৃদয় অমর সরকারের গলায় ছুরি দিয়ে আঘাত করেন। পরে অনিক ও হৃদয় মিলে তাঁর মৃত্যু নিশ্চিত করেন।
পুলিশ সুপার আরও বলেন, ওই দিন রাতে চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় স্বর্ণ ব্যবসায়ী অমর ভক্ত সরকারের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর কর্মচারী অনিককে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অনিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পরে তাঁর সহযোগী হৃদয় সূত্রধরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ৪০ ভরি লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ ১৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি, রক্তমাখা হ্যান্ডগ্লাভস, নিহতের স্বর্ণালংকার রাখার কাপড়ের হতব্যাগ দুটি উদ্ধার করা হয়েছে। আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায়, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, ইন্সপেক্টর তদন্ত মো. মফিজুল ইসলামসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী অমর সরকার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঋণ করে জুয়া খেলার পর জুয়ার দেনা পরিশোধের জন্য তাঁকে হত্যা করেছেন দোকানের কর্মচারী জয় বিশ্বাস অনিক (২২) ও তাঁর সহযোগী হৃদয় সূত্রধর (২২)।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার বলেন, অনিক ও হৃদয় দুজনই বন্ধু। অনিক বর্তমানে এই দোকানের কর্মচারী হিসেবে কাজ করলেও হৃদয় গত এক বছর আগে একই দোকানের কর্মচারী হিসেবে কাজ করেছিলেন। তাঁরা আইপিএল ও বিপিএলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে জুয়া খেলতেন। এতে তাঁরা প্রায় আড়াই লাখ টাকার মতো দেনায় পড়ে যান। এই ঋণ পরিশোধের জন্য তাঁরা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। দুজনই জানতেন তাঁদের দোকানের মালিক রাতে বিভিন্ন স্বর্ণালংকার ও টাকাপয়সা নিয়ে বাসায় ফেরেন, যা বিক্রি করে কয়েক লাখ টাকা পাওয়া যেতে পারে।
মিলন মাহমুদ বলেন, গত সোমবার রাতে দোকান বন্ধ করে আত্মীয়ের বাসায় যান অমর সরকার। সঙ্গে তাঁর কর্মচারী অনিকও ছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে হৃদয় অমর সরকারের গলায় ছুরি দিয়ে আঘাত করেন। পরে অনিক ও হৃদয় মিলে তাঁর মৃত্যু নিশ্চিত করেন।
পুলিশ সুপার আরও বলেন, ওই দিন রাতে চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় স্বর্ণ ব্যবসায়ী অমর ভক্ত সরকারের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর কর্মচারী অনিককে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অনিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পরে তাঁর সহযোগী হৃদয় সূত্রধরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ৪০ ভরি লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ ১৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি, রক্তমাখা হ্যান্ডগ্লাভস, নিহতের স্বর্ণালংকার রাখার কাপড়ের হতব্যাগ দুটি উদ্ধার করা হয়েছে। আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায়, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, ইন্সপেক্টর তদন্ত মো. মফিজুল ইসলামসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ।
গাজীপুরের শ্রীপুরে মামা শ্বশুরের বাড়ি থেকে স্মৃতি রানী সরকার নামে এক গৃহবধূর গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারালো দা ও এক জোড়া জুতাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কাব্য সরকারকে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন
২ দিন আগেসাত দিন আগে বিয়ে হয় সৌদি আরব প্রবাসী যুবক সোহান আহমদের (২৩)। হাত থেকে মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে নিহত হয়েছেন এ যুবক। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সীমান্তে অবস্থিত ইনাতগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয় সোহান আহমদের। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
২ দিন আগেঅপরাধের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদারে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ সোমবার এক বার্তায় পুলিশের সকল ইউনিট প্রধানকে এ নির্দেশ দেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩ দিন আগেরাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পল্লবী থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম ফারাহ দীবা। সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান পল্লবী থানার পরির্দশক (তদন্ত) আদ
৩ দিন আগে