আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ভারতে ভুল করে অনুপ্রবেশের অপরাধে সাজা খেটে আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন হৃদয় বসু নামে এক বাংলাদেশি যুবক। আজ শনিবার বিকেলে ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে দেশে ফেরেন ওই যুবক।
এ সময় ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনারের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দেশে ফেরত আসা বাংলাদেশি ওই যুবক বাগেরহাটের চিতলমারী উপজেলার কুড়মুড়ি গ্রামের রঞ্জিত বসুর ছেলে।
হৃদয় বসু জানান, চলতি বছরের জানুয়ারি মাসে পরিবারের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়। পরে খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্তপথে নিজের অজান্তেই ভুল করে সীমানা অতিক্রম করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হন।
পরে আদালত তাঁকে রাজ্যের উদয়পুর অবজারভেশন হোমে পাঠায়। পরবর্তীকালে ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের সহযোগিতায় তাঁর স্বজনের খোঁজ বের করা হয়।
পরে বাংলাদেশের সহকারী হাইকমিশন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে। এ যোগাযোগের ভিত্তিতে সাত মাস পর আজ শনিবার বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে হৃদয়কে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রূহি, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ মো. খাইরুল আলম ছাড়াও ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতে ভুল করে অনুপ্রবেশের অপরাধে সাজা খেটে আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন হৃদয় বসু নামে এক বাংলাদেশি যুবক। আজ শনিবার বিকেলে ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে দেশে ফেরেন ওই যুবক।
এ সময় ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনারের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দেশে ফেরত আসা বাংলাদেশি ওই যুবক বাগেরহাটের চিতলমারী উপজেলার কুড়মুড়ি গ্রামের রঞ্জিত বসুর ছেলে।
হৃদয় বসু জানান, চলতি বছরের জানুয়ারি মাসে পরিবারের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়। পরে খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্তপথে নিজের অজান্তেই ভুল করে সীমানা অতিক্রম করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হন।
পরে আদালত তাঁকে রাজ্যের উদয়পুর অবজারভেশন হোমে পাঠায়। পরবর্তীকালে ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের সহযোগিতায় তাঁর স্বজনের খোঁজ বের করা হয়।
পরে বাংলাদেশের সহকারী হাইকমিশন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে। এ যোগাযোগের ভিত্তিতে সাত মাস পর আজ শনিবার বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে হৃদয়কে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রূহি, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ মো. খাইরুল আলম ছাড়াও ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে