মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজারে আগুন লেগে ১৯টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোরে এই আগুনের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, শহরের পুরান বাজারে শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে সৌরভ হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই কাপড়, গার্মেন্টস, কসমেটিকস, সেনেটারিসহ ১৯টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
বিসমিল্লাহ কসমেটিকসের মালিক মো. স্বপন বলেন, ‘আমার দোকানে বিভিন্ন ধরনের কসমেটিকস ও চায়না ব্যাগ ছিল। সব পুড়ে গেছে। এতে আমার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।’
চায়না ব্যাগ হাউজের মালিক মো. জুয়েল মোল্লা বলেন, ‘আমার সব পুড়ে গেছে। এতে আমার ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
সুমন ভ্যারাইটিসের মালিক সুমন মুন্সি বলেন, ‘আমার দোকানের কসমেটিকসসহ সব মালামাল পুড়ে গেছে। আমার ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে করে আমিসহ পুরো পরিবার পথে বসে গেছি।’
নাম না প্রকাশে কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘এটা জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। এখানে বড় মসজিদে একটা পুকুর ছিল। তাও কয়েক বছর আগে ভরাট করা হয়েছে। সেটা ভরাট করার সময় আমরা বণিক সমিতিকে জানিয়েছিলাম। তারা কোনো গুরুত্ব দেয়নি। আজ পুকুরটি থাকলে এত ক্ষতি হতো না।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, বাণিজ্যিক এলাকা পুরানবাজার পানি সরবরাহ করতে দেরি হওয়ার আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পুকুর-ডোবা ভরাট হওয়াই এর অন্যতম কারণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মাদারীপুরে প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজারে আগুন লেগে ১৯টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোরে এই আগুনের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, শহরের পুরান বাজারে শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে সৌরভ হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই কাপড়, গার্মেন্টস, কসমেটিকস, সেনেটারিসহ ১৯টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
বিসমিল্লাহ কসমেটিকসের মালিক মো. স্বপন বলেন, ‘আমার দোকানে বিভিন্ন ধরনের কসমেটিকস ও চায়না ব্যাগ ছিল। সব পুড়ে গেছে। এতে আমার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।’
চায়না ব্যাগ হাউজের মালিক মো. জুয়েল মোল্লা বলেন, ‘আমার সব পুড়ে গেছে। এতে আমার ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
সুমন ভ্যারাইটিসের মালিক সুমন মুন্সি বলেন, ‘আমার দোকানের কসমেটিকসসহ সব মালামাল পুড়ে গেছে। আমার ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে করে আমিসহ পুরো পরিবার পথে বসে গেছি।’
নাম না প্রকাশে কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘এটা জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। এখানে বড় মসজিদে একটা পুকুর ছিল। তাও কয়েক বছর আগে ভরাট করা হয়েছে। সেটা ভরাট করার সময় আমরা বণিক সমিতিকে জানিয়েছিলাম। তারা কোনো গুরুত্ব দেয়নি। আজ পুকুরটি থাকলে এত ক্ষতি হতো না।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, বাণিজ্যিক এলাকা পুরানবাজার পানি সরবরাহ করতে দেরি হওয়ার আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পুকুর-ডোবা ভরাট হওয়াই এর অন্যতম কারণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ ঘণ্টা আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
০৯ মার্চ ২০২৫