নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
ছয় মাস আগে স্বামীকে বাঁচাতে একটি কিডনি দিয়েছিলেন ববিতা আক্তার (৩৭)। এরপর স্বামী মোটামুটি সুস্থই আছেন। কিন্তু তাঁকে প্রাণ দিতে হলো ছিনতাইকারীর হাতে।
ববিতা আক্তার আশুলিয়ার বাইপাইল এলাকার মণ্ডল পাড়া মহল্লার নাদিম মণ্ডলের স্ত্রী। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ ছিনতাইকারীর কবলে ববিতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে মেয়ে নুসরাত আক্তারের (৪) আবদার রাখতে রাতের খাবার খেতে ছেলে সাজু মণ্ডলকে (১৯) সঙ্গে নিয়ে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার একটি রেস্টুরেন্টে যান ববিতা। সেখান থেকে রাত ৯টার দিকে ছেলে–মেয়েকে নিয়ে রিকশাযোগে বাসায় ফেরার পথে পলাশবাড়ী এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। দুই ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে তার কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে ববিতা রিকশা থেকে সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত ১২টার দিকে তিনি মারা যান।
মঙ্গলবার হাসপাতালে ববিতার ভাতিজা আরজু মীর (৩০) জানান, ছয় মাস আগে তাঁর ফুফু ববিতা আক্তার ফুপা নাদিম মণ্ডলকে একটি কিডনি দেন। ফুপা এখন সুস্থ আছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনার পর ববিতা আক্তারের দেবর কাদের হৃদয় বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেছেন। মামলার পর ওসমান (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাঁর ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।
ছয় মাস আগে স্বামীকে বাঁচাতে একটি কিডনি দিয়েছিলেন ববিতা আক্তার (৩৭)। এরপর স্বামী মোটামুটি সুস্থই আছেন। কিন্তু তাঁকে প্রাণ দিতে হলো ছিনতাইকারীর হাতে।
ববিতা আক্তার আশুলিয়ার বাইপাইল এলাকার মণ্ডল পাড়া মহল্লার নাদিম মণ্ডলের স্ত্রী। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ ছিনতাইকারীর কবলে ববিতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে মেয়ে নুসরাত আক্তারের (৪) আবদার রাখতে রাতের খাবার খেতে ছেলে সাজু মণ্ডলকে (১৯) সঙ্গে নিয়ে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার একটি রেস্টুরেন্টে যান ববিতা। সেখান থেকে রাত ৯টার দিকে ছেলে–মেয়েকে নিয়ে রিকশাযোগে বাসায় ফেরার পথে পলাশবাড়ী এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। দুই ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে তার কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে ববিতা রিকশা থেকে সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত ১২টার দিকে তিনি মারা যান।
মঙ্গলবার হাসপাতালে ববিতার ভাতিজা আরজু মীর (৩০) জানান, ছয় মাস আগে তাঁর ফুফু ববিতা আক্তার ফুপা নাদিম মণ্ডলকে একটি কিডনি দেন। ফুপা এখন সুস্থ আছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনার পর ববিতা আক্তারের দেবর কাদের হৃদয় বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেছেন। মামলার পর ওসমান (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাঁর ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫