Ajker Patrika

মেঘনা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 
ফারুক হোসেন। ছবি: সংগৃহীত
ফারুক হোসেন। ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ বুধবার মেঘনা নদীর গজারিয়া অংশের তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ফারুক হোসেন (২০) নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

ফারুকের বাবা আতিক হোসেন বলেন, ‘ফারুক ভালো সাঁতার জানত না। আশা তো ছেড়ে দিয়েছি, এখন লাশটি পাওয়ার অপেক্ষায় আছি।’

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইনচার্জ আবুল খায়ের বলেন, ঢাকা থেকে পাঁচ সদস্যের ডুবুরি দল এবং সোনারগাঁয়ের সাতজনের উদ্ধার টিম দীর্ঘ ২ ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। পরে রাত হওয়ায় অভিযান বন্ধ রেখেছে। আগামীকাল আবার উদ্ধার অভিযান শুরু করবে বলে জানান তিনি।

এ ব্যাপারে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহাবুব আলম বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে, কার্যক্রম অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

ট্রেনের এক আসন পেতে কিনতে হচ্ছে ৬ টিকিট, প্রশাসনের অভিযান

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

মামলার ভয় দেখিয়ে ইউপি সদস্যের কাছ থেকে এসি, টাকা নেন ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত