প্রতিনিধি, গুলশান
রাজধানীর ভাটারার সাঈদ নগরের একটি বাসায় জাল নোট তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার (১২ জুলাই) সকাল ১০টায় জাল নোটের কারখানায় অভিযান চালিয়ে জাল নোট তৈরির যন্ত্র, বিপুল সরঞ্জামসহ প্রায় ৪৩ লাখ টাকার জালনোট উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযানে কারখানা থেকে ১০০০ ও ৫০০ টাকা মূল্যমানের প্রায় ৪৩ লাখ তৈরি করা জাল নোট ও তা তৈরির প্রচুর পরিমাণ উপকরণ জব্দ করা হয়েছে। জব্দকৃত উপকরণের মধ্যে বাংলাদেশ ব্যাংকের লোগো সংবলিত বিশেষ কাগজ রয়েছে। যা দিয়ে অন্তত এক কোটি জাল নোট তৈরি করা যেতো বলে দাবি করেছেন গোয়েন্দারা।
গোপন সংবাদের ভিত্তিতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়ে সোমবার সকাল থেকেই ওই বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। অভিযানে চক্রের দলনেতা আব্দুর রহিম শেখ ও তার স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিন সহযোগী গার্মেন্টস পণ্য ব্যবসায়ী হেলাল খান, আনোয়ার হোসেন ও ইসরাফিল আমিনকেও গ্রেপ্তার করা হয়।
ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, স্বামী-স্ত্রী মিলে পারিবারিকভাবে একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরির মিনি কারখানা বানিয়েছিল রহিম ও ফাতেমা দম্পতি। শুধুমাত্র একটি প্রিন্টার দিয়ে লাখ লাখ জাল টাকা ছাপাচ্ছিলো তাঁরা। আব্দুর রহিম ও তাঁর স্ত্রী কারখানাটি পরিচালনা করতেন। বাকিরা তাঁদের সহযোগী হিসেবে কাজ করতেন।
তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে জাল টাকা খুচরা এবং পাইকারি বাজারে বিক্রি করছিলেন। তবে ঈদকে কেন্দ্র করে তাঁদের কার্যক্রম আরও বাড়তে থাকে। গত তিন বছর ধরে ঈদসহ অন্যান্য উৎসবের সময় জাল টাকা তৈরির কাজে নিয়োজিত থেকে বিপুল পরিমাণে টাকা বাজারে ছেড়েছে চক্রটি।
উপ-কমিশনার জানান, ফাতেমা বেগম ২০১৯ সালে হাতিরঝিল এলাকার একটি বাসায় জাল টাকা তৈরি সময় সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিল। তবে ওই সময় তাঁর স্বামী রহিম পালিয়ে যান। এর আগেও তাঁরা বেশ কয়েকবার জাল টাকা কেনা-বেচায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান মশিউর রহমান।
রাজধানীর ভাটারার সাঈদ নগরের একটি বাসায় জাল নোট তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার (১২ জুলাই) সকাল ১০টায় জাল নোটের কারখানায় অভিযান চালিয়ে জাল নোট তৈরির যন্ত্র, বিপুল সরঞ্জামসহ প্রায় ৪৩ লাখ টাকার জালনোট উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযানে কারখানা থেকে ১০০০ ও ৫০০ টাকা মূল্যমানের প্রায় ৪৩ লাখ তৈরি করা জাল নোট ও তা তৈরির প্রচুর পরিমাণ উপকরণ জব্দ করা হয়েছে। জব্দকৃত উপকরণের মধ্যে বাংলাদেশ ব্যাংকের লোগো সংবলিত বিশেষ কাগজ রয়েছে। যা দিয়ে অন্তত এক কোটি জাল নোট তৈরি করা যেতো বলে দাবি করেছেন গোয়েন্দারা।
গোপন সংবাদের ভিত্তিতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়ে সোমবার সকাল থেকেই ওই বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। অভিযানে চক্রের দলনেতা আব্দুর রহিম শেখ ও তার স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিন সহযোগী গার্মেন্টস পণ্য ব্যবসায়ী হেলাল খান, আনোয়ার হোসেন ও ইসরাফিল আমিনকেও গ্রেপ্তার করা হয়।
ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, স্বামী-স্ত্রী মিলে পারিবারিকভাবে একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরির মিনি কারখানা বানিয়েছিল রহিম ও ফাতেমা দম্পতি। শুধুমাত্র একটি প্রিন্টার দিয়ে লাখ লাখ জাল টাকা ছাপাচ্ছিলো তাঁরা। আব্দুর রহিম ও তাঁর স্ত্রী কারখানাটি পরিচালনা করতেন। বাকিরা তাঁদের সহযোগী হিসেবে কাজ করতেন।
তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে জাল টাকা খুচরা এবং পাইকারি বাজারে বিক্রি করছিলেন। তবে ঈদকে কেন্দ্র করে তাঁদের কার্যক্রম আরও বাড়তে থাকে। গত তিন বছর ধরে ঈদসহ অন্যান্য উৎসবের সময় জাল টাকা তৈরির কাজে নিয়োজিত থেকে বিপুল পরিমাণে টাকা বাজারে ছেড়েছে চক্রটি।
উপ-কমিশনার জানান, ফাতেমা বেগম ২০১৯ সালে হাতিরঝিল এলাকার একটি বাসায় জাল টাকা তৈরি সময় সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিল। তবে ওই সময় তাঁর স্বামী রহিম পালিয়ে যান। এর আগেও তাঁরা বেশ কয়েকবার জাল টাকা কেনা-বেচায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান মশিউর রহমান।
গাজীপুরের শ্রীপুরে মামা শ্বশুরের বাড়ি থেকে স্মৃতি রানী সরকার নামে এক গৃহবধূর গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারালো দা ও এক জোড়া জুতাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কাব্য সরকারকে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন
২ দিন আগেসাত দিন আগে বিয়ে হয় সৌদি আরব প্রবাসী যুবক সোহান আহমদের (২৩)। হাত থেকে মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে নিহত হয়েছেন এ যুবক। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সীমান্তে অবস্থিত ইনাতগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয় সোহান আহমদের। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
২ দিন আগেঅপরাধের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদারে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ সোমবার এক বার্তায় পুলিশের সকল ইউনিট প্রধানকে এ নির্দেশ দেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩ দিন আগেরাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পল্লবী থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম ফারাহ দীবা। সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান পল্লবী থানার পরির্দশক (তদন্ত) আদ
৩ দিন আগে