শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের গুলিতে নিহত ফরিদ হত্যা মামলার আসামি ইমরানকে (২৫) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার পল্লি বিদ্যুৎ অফিস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইমরান উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মোশারফ হোসেন মনসুরের ছেলে।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্যমতে, গত ২১ মে রাতে আনসার টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ফরিদ নামের এক কলেজছাত্র গুলিতে নিহত হন। সেই মামলার এজাহার নামীয় আসামি ইমরান। তাঁকে ধরতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পরে তাঁর দেওয়া তথ্য মতে, তাঁর বাসার ওয়ারড্রপ থেকে একটি পিস্তল, দুটি তাজা গুলি, একটি ম্যাগাজিন জব্দ করা হয়। অভিযানের সময় তাঁর কাছ থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএইচ এম লুৎফুল কবির বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা রুজু হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
উল্লেখ্য, গত ২১ মে (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার আনসার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের গুলির ঘটনায় ফরিদ নামে এক কলেজছাত্র নিহত হন।
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের গুলিতে নিহত ফরিদ হত্যা মামলার আসামি ইমরানকে (২৫) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার পল্লি বিদ্যুৎ অফিস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইমরান উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মোশারফ হোসেন মনসুরের ছেলে।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্যমতে, গত ২১ মে রাতে আনসার টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ফরিদ নামের এক কলেজছাত্র গুলিতে নিহত হন। সেই মামলার এজাহার নামীয় আসামি ইমরান। তাঁকে ধরতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পরে তাঁর দেওয়া তথ্য মতে, তাঁর বাসার ওয়ারড্রপ থেকে একটি পিস্তল, দুটি তাজা গুলি, একটি ম্যাগাজিন জব্দ করা হয়। অভিযানের সময় তাঁর কাছ থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএইচ এম লুৎফুল কবির বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা রুজু হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
উল্লেখ্য, গত ২১ মে (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার আনসার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের গুলির ঘটনায় ফরিদ নামে এক কলেজছাত্র নিহত হন।
গাজীপুরের শ্রীপুরে মামা শ্বশুরের বাড়ি থেকে স্মৃতি রানী সরকার নামে এক গৃহবধূর গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারালো দা ও এক জোড়া জুতাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কাব্য সরকারকে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন
২ দিন আগেসাত দিন আগে বিয়ে হয় সৌদি আরব প্রবাসী যুবক সোহান আহমদের (২৩)। হাত থেকে মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে নিহত হয়েছেন এ যুবক। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সীমান্তে অবস্থিত ইনাতগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয় সোহান আহমদের। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
২ দিন আগেঅপরাধের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদারে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ সোমবার এক বার্তায় পুলিশের সকল ইউনিট প্রধানকে এ নির্দেশ দেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ দিন আগেরাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পল্লবী থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম ফারাহ দীবা। সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান পল্লবী থানার পরির্দশক (তদন্ত) আদ
৩ দিন আগে