Ajker Patrika

ঈদের দিন ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার নববধূ, সাবেক প্রেমিক কারাগারে

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৬: ৫৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঈদের দিন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুর রহমান (১৮) উপজেলার মুরাইল গ্রামের বাসিন্দা। গতকাল রাতে উপজেলার এলাংখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর অপর সহযোগী এক যুবক পলাতক রয়েছেন।

এর আগে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। তিন মাস আগে ভুক্তভোগীর বিয়ে হয়েছে বলে জানা গেছে। বিয়ের পর থেকে প্রেমিকের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, ঈদের দিন ঘুরতে যাওয়ার কথা বলে আব্দুর রহমান ভুক্তভোগীকে (১৮) মুরাইলচর শফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী অজ্ঞান হয়ে পড়লে তাঁকে পাশের এক বাড়ি নিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। জ্ঞান না ফিরলে পাশের মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

পরদিন সকাল ৯টার দিকে বোয়ালমারী থানার পুলিশ খবর পেয়ে মোহাম্মদপুর হাসপাতাল থেকে ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের সহযোগী রাতুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ বুধবার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর ও আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

ট্রেনের এক আসন পেতে কিনতে হচ্ছে ৬ টিকিট, প্রশাসনের অভিযান

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

মামলার ভয় দেখিয়ে ইউপি সদস্যের কাছ থেকে এসি, টাকা নেন ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত