সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুষ্কৃতকারীরা। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুজনকে আটক করে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের পোদ্দার বাড়ি শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
আটক ফুরশাইল গ্রামের মো. আলমের ছেলে রিফাত (২১) জানান, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানের নির্দেশে তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন। এ সময় সঙ্গে ছিলেন ফুরশাইল গ্রামের সিরাজুল ব্যাপারীর ছেলে সমিত ব্যাপারী (১৯) ও কাজীরবাগ গ্রামের জাকির হোসেনের ছেলে তুহিন (২০)।
সিরাজদিখান থানায় পুলিশ না থাকায় রাতেই সেনাবাহিনীর সঙ্গে ইউপি সদস্যরা যোগাযোগ করে বিষয়টি জানান। আজ শনিবার বেলা ১১টার দিকে মালখানগর ইউনিয়ন পরিষদে সেনা সদস্যরা আসেন। কিন্তু আটককৃতরা রাতেই জিম্মাদারদের কাছ থেকে পালিয়ে যান।
মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, বিএনপির বদনাম করতে আওয়ামী লীগ নানা ভাবে পাঁয়তারা করছে। আমরা মন্দির পাহারা দিই, আর তারা গভীর রাতে ঘটনা ঘটাতে চেষ্টা করে।
মালখানগর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. জামান বলেন, সেনাবাহিনী এসেছিল, দুষ্কৃতকারীরা পালিয়েছে। আমরা সজাগ আছি, যাতে করে আর কোনো দুষ্কৃতকারী সন্ত্রাস নাশকতা করতে না পারে।
এ বিষয়ে মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সাড়া দেননি।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুষ্কৃতকারীরা। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুজনকে আটক করে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের পোদ্দার বাড়ি শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
আটক ফুরশাইল গ্রামের মো. আলমের ছেলে রিফাত (২১) জানান, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানের নির্দেশে তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন। এ সময় সঙ্গে ছিলেন ফুরশাইল গ্রামের সিরাজুল ব্যাপারীর ছেলে সমিত ব্যাপারী (১৯) ও কাজীরবাগ গ্রামের জাকির হোসেনের ছেলে তুহিন (২০)।
সিরাজদিখান থানায় পুলিশ না থাকায় রাতেই সেনাবাহিনীর সঙ্গে ইউপি সদস্যরা যোগাযোগ করে বিষয়টি জানান। আজ শনিবার বেলা ১১টার দিকে মালখানগর ইউনিয়ন পরিষদে সেনা সদস্যরা আসেন। কিন্তু আটককৃতরা রাতেই জিম্মাদারদের কাছ থেকে পালিয়ে যান।
মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, বিএনপির বদনাম করতে আওয়ামী লীগ নানা ভাবে পাঁয়তারা করছে। আমরা মন্দির পাহারা দিই, আর তারা গভীর রাতে ঘটনা ঘটাতে চেষ্টা করে।
মালখানগর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. জামান বলেন, সেনাবাহিনী এসেছিল, দুষ্কৃতকারীরা পালিয়েছে। আমরা সজাগ আছি, যাতে করে আর কোনো দুষ্কৃতকারী সন্ত্রাস নাশকতা করতে না পারে।
এ বিষয়ে মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সাড়া দেননি।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৩ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৩ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫