Ajker Patrika

রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় মো. সাগর (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে ওই শিশুর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার থানায় মামলা করা হয়।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) শাফায়েত মো. মুকুল বলেন, গত ২৮ মার্চ অভিযুক্ত ব্যক্তির বাসায় ওই শিশুকে ধর্ষণ করা হয়। পরে কাউকে না বলতে ভয়ভীতি দেখান ওই যুবক। শিশুটি গতকাল তার বাবা–মায়ের কাছে ঘটনা খুলে বলে। গতকাল রাতেই থানায় এসে শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেন। পরে অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করা হয়।

এসআই আরও বলেন, শিশুটির শারীরিক পরীক্ষার জন্য আজ দুপুরে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। অভিযুক্ত সাগরকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

ট্রেনের এক আসন পেতে কিনতে হচ্ছে ৬ টিকিট, প্রশাসনের অভিযান

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

মামলার ভয় দেখিয়ে ইউপি সদস্যের কাছ থেকে এসি, টাকা নেন ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত