কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৮: ৪৮
Thumbnail image
কাবরেরা-বাটলারকে রেখে দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান! বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হিসেবে পিটার বাটলার আর জাতীয় দলের জন্য হাভিয়ের কাবরেরাকেই রেখে দিয়েছে বাফুফে। আজ ফেডারেশন ভবনের সামনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাদের সঙ্গে চুক্তির বিষয়টি জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

নতুন চুক্তি অনুযায়ী জামাল-মোরসালিনদের কোচ হিসেবে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন কাবরেরা। অন্যদিকে বাটলার সাবিনাদের দায়িত্বে থাকবেন ২০২৬ সালের ৩১ ডিসেম্বর অবধি। এ বিষয়ে বাবু বলেন, ‘বাফুফে সভাপতি সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। নতুন চুক্তি অনুযায়ী প্রায় দুই বছরের জন্য মেয়েদের কোচ হিসেবে থাকবেন বাটলার। আর কাবরেরা জাতীয় দলের দায়িত্ব পালন করবেন আগামী বছরের এপ্রিল পর্যন্ত।’

এর আগে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর বাটলার ও কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হয়। চুক্তি নবায়ন নিয়ে বাফুফে তখন স্পষ্ট করে কিছু জানায়নি। তবে এই দুজনের বদলি খুঁজেও শেষ পর্যন্ত যোগ্য কাউকে না পাওয়ায় তাদেরই লম্বা সময়ের জন্য রেখে দিয়েছে ফেডারেশন।

মূলত মেয়েদের ২০২৬ সাফকে সামনে রেখেই বাটলারকে দায়িত্ব দিয়েছে বাফুফে। তার আগে জুনে তাদের এশিয়ান কাপের বাছাই। সেটির প্রস্তুতিও যাতে ভালো হয় সে জন্য সাফজয়ী এই কোচের আস্থা বাফুফের। এ দিকে গত তিন বছর জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা কাবরেরা সেভাবে সফল না হলেও দলের সামগ্রিক উন্নতির জন্য তাঁকে আরেকবার সুযোগ দিল ফেডারেশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত