কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পুলিশের সামনেই সন্ত্রাসী কায়দায় দরপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ড্রেনে ফেলে দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। ঠিকাদারকে মারধর করে দরপত্রের ১০ / ১২টি নথি ড্রেনে ফেলেন তাঁরা। এ ঘটনায় মেয়রের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ঠিকাদার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন বলেন, ‘কুষ্টিয়া পৌরসভার ইতিহাসে এই প্রথম এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় আমরা দুঃখিত এবং লজ্জিত। বিষয়টি দেখার জন্য পৌরসভার পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।’
আজ বৃহস্পতিবার পৌনে ১টায় কুষ্টিয়া পৌরসভার মেয়র কার্যালয়ের বারান্দায় রক্ষিত টেন্ডার বাক্সে দরপত্র ফেলতে যান ইব্রাহিম হোসেন নামে এক ঠিকাদার। এ সময় তাঁর ওপর হামলা এবং তাঁর হাতে থাকা দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ইব্রাহিম হোসেন জানান, দুপুরের দিকে কুষ্টিয়া পৌর ভবনের দোতলায় রাখা টেন্ডার বাক্সে দরপত্রের নথিপত্র ফেলতে যান তিনি। এ সময় শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকীর নেতৃত্বে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফিল উদ্দিন, শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিব কোরাইশী, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফেরদৌস খন্দকার, জুয়েলসহ ২০-২৫ জন পুলিশের সামনেই সবকটি নথি ছিনিয়ে নেন। তাঁরা পে অর্ডারসহ সমস্ত নতিপত্র ছিঁড়ে ফেলেন। এ সময় কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এ ঘটনায় পুনরায় দরপত্র আহ্বানসহ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া পৌরসভার মেয়র বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী ইব্রাহিম হোসেন।
পৌরসভা সূত্রে জানা যায়, চলতি বছরের হাটবাজার ইজারা দেওয়ার জন্য গত ২৫ জানুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। ৬টি বাজারের ইজারা নেওয়ার জন্য দরপত্র কেনেন ইব্রাহিম হোসেন ও তাঁর কয়েকজন সহযোগী। আজ দুপুর ১২টার দিকে ইব্রাহিম হোসেন দরপত্র নিয়ে মেয়রের কার্যালয়ে যান। সেখানে ইব্রাহিমের কাছে দরপত্র দেখতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা মানব চাকী, আওয়ামী লীগ নেতা আফিল উদ্দিন, ছাত্রলীগ নেতা হাসিব ও ফেরদৌস। ইব্রাহিম অপারগতা প্রকাশ করলে মারধর করে তাঁর কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য থাকলেও তাঁরা নির্বিকার ছিলেন।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিব কোরাইশী বলেন, দরপত্র জমা দেওয়ার সময় তিনি কাউকে বাধা দেননি। তিনি বলেন, ‘একটি দরপত্র জমা দেওয়ার জন্য সেখানে গিয়েছিলাম। জমা দেওয়া শেষে আবার চলে আসি। এ ঘনায় আমি বা আমার কোনো লোকজন জড়িত নয়।’
এ বিষয়ে কথা বলার জন্য শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকীর ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।
জানতে চাইলে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘পুলিশের উপস্থিতিতে এ ধরনের সন্ত্রাসী ঘটনা খুবই দুঃখজনক, যারাই এ ঘটনায় জড়িত থাক, তাঁদের আইনের আওতায় আনার দাবি করছি।’
কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিন উদ্দিন বলেন, ‘আজ দুপুরে পৌরসভার মেয়র কার্যালয়ের সামনে দরপত্র ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী দরদাতা ইব্রাহিম হোসেন নামে একজন লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি পৌর কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে দেখছে। যারাই এর সঙ্গে জড়িত থাক, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পৌরসভার পক্ষ থেকে মৌখিক ভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে লিখিতভাবে বলা হবে।’
ঘটনার বিষয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন খান বলেন, ‘পৌরসভায় টেন্ডার ছিনতাইয়ের ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়ায় পুলিশের সামনেই সন্ত্রাসী কায়দায় দরপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ড্রেনে ফেলে দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। ঠিকাদারকে মারধর করে দরপত্রের ১০ / ১২টি নথি ড্রেনে ফেলেন তাঁরা। এ ঘটনায় মেয়রের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ঠিকাদার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন বলেন, ‘কুষ্টিয়া পৌরসভার ইতিহাসে এই প্রথম এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় আমরা দুঃখিত এবং লজ্জিত। বিষয়টি দেখার জন্য পৌরসভার পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।’
আজ বৃহস্পতিবার পৌনে ১টায় কুষ্টিয়া পৌরসভার মেয়র কার্যালয়ের বারান্দায় রক্ষিত টেন্ডার বাক্সে দরপত্র ফেলতে যান ইব্রাহিম হোসেন নামে এক ঠিকাদার। এ সময় তাঁর ওপর হামলা এবং তাঁর হাতে থাকা দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ইব্রাহিম হোসেন জানান, দুপুরের দিকে কুষ্টিয়া পৌর ভবনের দোতলায় রাখা টেন্ডার বাক্সে দরপত্রের নথিপত্র ফেলতে যান তিনি। এ সময় শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকীর নেতৃত্বে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফিল উদ্দিন, শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিব কোরাইশী, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফেরদৌস খন্দকার, জুয়েলসহ ২০-২৫ জন পুলিশের সামনেই সবকটি নথি ছিনিয়ে নেন। তাঁরা পে অর্ডারসহ সমস্ত নতিপত্র ছিঁড়ে ফেলেন। এ সময় কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এ ঘটনায় পুনরায় দরপত্র আহ্বানসহ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া পৌরসভার মেয়র বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী ইব্রাহিম হোসেন।
পৌরসভা সূত্রে জানা যায়, চলতি বছরের হাটবাজার ইজারা দেওয়ার জন্য গত ২৫ জানুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। ৬টি বাজারের ইজারা নেওয়ার জন্য দরপত্র কেনেন ইব্রাহিম হোসেন ও তাঁর কয়েকজন সহযোগী। আজ দুপুর ১২টার দিকে ইব্রাহিম হোসেন দরপত্র নিয়ে মেয়রের কার্যালয়ে যান। সেখানে ইব্রাহিমের কাছে দরপত্র দেখতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা মানব চাকী, আওয়ামী লীগ নেতা আফিল উদ্দিন, ছাত্রলীগ নেতা হাসিব ও ফেরদৌস। ইব্রাহিম অপারগতা প্রকাশ করলে মারধর করে তাঁর কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য থাকলেও তাঁরা নির্বিকার ছিলেন।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিব কোরাইশী বলেন, দরপত্র জমা দেওয়ার সময় তিনি কাউকে বাধা দেননি। তিনি বলেন, ‘একটি দরপত্র জমা দেওয়ার জন্য সেখানে গিয়েছিলাম। জমা দেওয়া শেষে আবার চলে আসি। এ ঘনায় আমি বা আমার কোনো লোকজন জড়িত নয়।’
এ বিষয়ে কথা বলার জন্য শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকীর ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।
জানতে চাইলে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘পুলিশের উপস্থিতিতে এ ধরনের সন্ত্রাসী ঘটনা খুবই দুঃখজনক, যারাই এ ঘটনায় জড়িত থাক, তাঁদের আইনের আওতায় আনার দাবি করছি।’
কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিন উদ্দিন বলেন, ‘আজ দুপুরে পৌরসভার মেয়র কার্যালয়ের সামনে দরপত্র ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী দরদাতা ইব্রাহিম হোসেন নামে একজন লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি পৌর কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে দেখছে। যারাই এর সঙ্গে জড়িত থাক, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পৌরসভার পক্ষ থেকে মৌখিক ভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে লিখিতভাবে বলা হবে।’
ঘটনার বিষয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন খান বলেন, ‘পৌরসভায় টেন্ডার ছিনতাইয়ের ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে মামা শ্বশুরের বাড়ি থেকে স্মৃতি রানী সরকার নামে এক গৃহবধূর গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারালো দা ও এক জোড়া জুতাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কাব্য সরকারকে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন
২ দিন আগেসাত দিন আগে বিয়ে হয় সৌদি আরব প্রবাসী যুবক সোহান আহমদের (২৩)। হাত থেকে মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে নিহত হয়েছেন এ যুবক। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সীমান্তে অবস্থিত ইনাতগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয় সোহান আহমদের। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
২ দিন আগেঅপরাধের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদারে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ সোমবার এক বার্তায় পুলিশের সকল ইউনিট প্রধানকে এ নির্দেশ দেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ দিন আগেরাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পল্লবী থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম ফারাহ দীবা। সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান পল্লবী থানার পরির্দশক (তদন্ত) আদ
৩ দিন আগে