Ajker Patrika

স্থলবন্দরে ট্যাক্স জালিয়াতি, ৫ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
স্থলবন্দরে ট্যাক্স জালিয়াতি, ৫ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল স্থলবন্দরে ৫০০ টাকা মূল্যের ভ্রমণ কর ও বন্দরের ৫৩ টাকা করের (ট্যাক্স) কপি জালিয়াতির ঘটনায় পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বন্দরের নিরাপত্তা কর্মীরা। আজ শুক্রবার ভারতে প্রবেশের সময় বন্দরের টার্মিনাল থেকে তাঁদের আটক করা হয়। 

বন্দরের নিরাপত্তা সুপারভাইজার হানিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ ভারতীয় নাগরিক চেকপোস্টে পৌঁছে তাদের পূর্বপরিচিত এক যুবককে ভ্রমণ ও বন্দর ট্যাক্স কাটতে পাসপোর্ট ও টাকা দেয়। তারা পাসপোর্ট ও ট্যাক্স কপি নিয়ে ভারত যাওয়ার জন্য টার্মিনালে গেলে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। পরে সোনালী ব্যাংক ও বন্দরের কর্মীরা ট্যাক্সের কপি পরীক্ষা–নিরীক্ষা করলে জালিয়াতি ধরা পড়ে। এ ঘটনায় পাঁচ ভারতীয় নাগরিককে আইনি ব্যবস্থার জন্য আটক করা হয়।’ 

ভারতীয় পাসপোর্ট যাত্রী বিশ্বনাথ জানান, তারা ভারতীয় বিভিন্ন পণ্য এনে চেকপোস্টে জীবন নামে এক যুবকের দোকানে বিক্রি করেন। ওই দোকানদার যুবককে তারা আটটি পাসপোর্ট দিয়ে ভ্রমণ ও বন্দর ট্যাক্স কাটতে বলেন। তবে জীবন জাল ট্যাক্স দেওয়ায় বন্দর কর্তৃপক্ষ তাদের আটক করে মামলা দেয়। 

অভিযুক্ত দোকানদার জীবন দাস জানান, তিনি তাদের কাছ থেকে ভারতীয় পণ্য কেনা-বেচা করেন।’ তবে ট্যাক্স জালিয়াতির ঘটনার সঙ্গে তার কোন সম্পর্ক নেই। 

বেনাপোল সোনালী ব্যাংকের (ক্যাশ) সিনিয়র কর্মকর্তা আক্তারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ট্যাক্স জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত