Ajker Patrika

এতিমদের চাল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন মাদ্রাসার সুপার 

প্রতিনিধি, লোহাগড়া (নড়াইল) 
আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৫: ০২
এতিমদের চাল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন মাদ্রাসার সুপার 

এতিমদের চাল বাজারে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন নড়াইলের লোহাগড়ার রামপুর দরগা শরিফ এতিমখানা ও মাদ্রাসার সুপার শরিফ আরিফুজ্জামান হিলালী। গত সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার রামপুর দরগা শরিফ এতিমখানা ও মাদ্রাসার শিশুদের খাওয়ার জন্য নড়াইল জেলা প্রশাসক গত ৩০ জুন সরকারের গ্রাজুয়েটি রিলিফ (জিআর) প্রকল্প থেকে ৫০০ কেজি চাল বরাদ্দ দেন। প্রতিষ্ঠানের সুপার মাওলানা শরিফ আরিফুজ্জামান হিলালী ওই চাল সম্প্রতি লোহাগড়া খাদ্যগুদাম থেকে উত্তোলন করে এতিমখানায় নিয়ে যান। তিনি সেখান থেকে ২৭০ কেজি (৯ বস্তা) চাল গত সোমবার লোহাগড়া বাজারে বিক্রি করার জন্য নিয়ে এলে বাজারে কঠোর লকডাউনে টহলরত পুলিশ জিজ্ঞাসাবাদ করলে শরিফ আরিফুজ্জামান হিলালী ওই চাল মাদ্রাসার বলে স্বীকার করেন। তখন পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা চালসহ সুপারকে আটকের নির্দেশ দেন।

এ সময় দোষ স্বীকার করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভিন ভ্রাম্যমাণ আদালতে ওই মাদ্রাসা সুপারের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং উদ্ধার চাল রামপুর দরগা শরিফ এতিমখানা ও মাদ্রাসার এতিমদের মাঝে ফেরত দেন।

প্রতিষ্ঠানের সুপার মাওলানা শরিফ আরিফুজ্জামান হিলালী জানান, এতিম ছাত্রদের অন্যান্য খরচ মেটানোর জন্য কমিটির সঙ্গে আলোচনা করে বরাদ্দ করা চাল থেকে কিছু চাল বিক্রি করার জন্য বাজারে আনা হয়েছিল।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভিন বলেন, সুপারের স্বীকারোক্তি মোতাবেক ভ্রাম্যমাণ আদালত ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। উদ্ধার হওয়া চাল এতিমদের মাঝে ফেরত দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত