Ajker Patrika

 ১ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৫: ৩৮
 ১ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক

এক বছরের সাজা এড়াতে ২৭ বছর পালিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন নেত্রকোনার পূর্বধলার তরিকুল ইসলাম (৪৮) নামের এক আসামি। গতকাল শনিবার নেত্রকোনা সদর থেকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়।

আজ রোববার দুপুরে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তরিকুল ইসলাম পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের ইছুলিয়া গ্রামের শেরু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ১৯৯৫ সালে কেন্দুয়ায় চুরির ঘটনায় তাঁর নামে মামলা করা হয়। ১৯৯৯ সালে চুরির মামলায় নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত তরিকুল ইসলামকে এক বছরের সাজা দেন। তার অনুপস্থিতেই এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার আগে থেকেই তিনি পলাতক ছিলেন। এক বছরের সাজা এড়াতে ২৭ বছর ছদ্মবেশে পালিয়ে বেরিয়েছেন দেশের বিভিন্ন স্থানে। ফেরি করে বিক্রি করতেন বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী।

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত