প্রতিনিধি
কেন্দুয়া (নেত্রকোনা): কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় বোরো মৌসুমের ধান কাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত দশ দিনে দুইটি ইউনিয়ন থেকে অন্তত ১৫টি গরু চুরি গেছে।
ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরো মৌসুমের ধান কাটা শেষ হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরু চোরের উপদ্রব বেড়েছে। গত দশ দিনে উপজেলার মাস্কা ও চিরাং ইউনিয়ন থেকে অন্তত ১৫টি গরু চুরি হয়ে গেছে। এর মধ্যে গত বুধবার রাতে উপজেলার মাস্কা ইউনিয়নের বালিজুড়ামাইজ পাড়া গ্রামের সোহেল মিয়ার ছোট-বড় মিলিয়ে চারটি গরু চুরি যায়। এ ছাড়া ৬ জুন রাতে একই ইউনিয়নের পানগাঁও গ্রামের নুরুল হকের একটি ষাঁড়, দুটি গর্ভবতী গাভি ও দুটি বকনা বাছুরসহ পাঁচটি গরু চুরি হয়ে গেছে।
একইভাবে ১ জুন রাতে উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের কৃষকের সেলিম আহমেদের গোয়ালঘর থেকে দুটি গাভি, একটি বকনা বাছুর ও দুটি ষাঁড় বাছুর চুরি গেছে। চুরি যাওয়া মোট পাঁচটি গরু দাম প্রায় দুই লাখ টাকা।
মাস্কা ও চিরাং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, অনেক কষ্টে গরু লালনপালন করেন তাঁরা। চোর গোয়ালঘর খালি করে নিয়ে গেছে। তাঁদের পথে বসিয়ে দিয়েছে গরু চোরেরা। নিরুপায় হয়ে গরু চুরি ঠেকাতে রাত জেগে এখন গোয়ালঘর পাহারা দিচ্ছেন তাঁরা।
উপজেলার মাস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘এরই মধ্যে আমার ইউনিয়নেই একাধিক কৃষকের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। এলাকার কৃষকেরা এখন চরম আতঙ্কে আছেন। এ অবস্থায় কৃষকদের স্বার্থে গরু চুরি রোধ এবং চোরদের ধরতে থানা-পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি জানাচ্ছি।’
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় সড়কে থানা-পুলিশের টহলের পাশাপাশি বিভিন্ন যানবাহনেও তল্লাশি জোরদার করা হচ্ছে। এ ছাড়া গ্রামাঞ্চলে গ্রাম পুলিশের পাহারা জোরদারেরও নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দুয়া (নেত্রকোনা): কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় বোরো মৌসুমের ধান কাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত দশ দিনে দুইটি ইউনিয়ন থেকে অন্তত ১৫টি গরু চুরি গেছে।
ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরো মৌসুমের ধান কাটা শেষ হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরু চোরের উপদ্রব বেড়েছে। গত দশ দিনে উপজেলার মাস্কা ও চিরাং ইউনিয়ন থেকে অন্তত ১৫টি গরু চুরি হয়ে গেছে। এর মধ্যে গত বুধবার রাতে উপজেলার মাস্কা ইউনিয়নের বালিজুড়ামাইজ পাড়া গ্রামের সোহেল মিয়ার ছোট-বড় মিলিয়ে চারটি গরু চুরি যায়। এ ছাড়া ৬ জুন রাতে একই ইউনিয়নের পানগাঁও গ্রামের নুরুল হকের একটি ষাঁড়, দুটি গর্ভবতী গাভি ও দুটি বকনা বাছুরসহ পাঁচটি গরু চুরি হয়ে গেছে।
একইভাবে ১ জুন রাতে উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের কৃষকের সেলিম আহমেদের গোয়ালঘর থেকে দুটি গাভি, একটি বকনা বাছুর ও দুটি ষাঁড় বাছুর চুরি গেছে। চুরি যাওয়া মোট পাঁচটি গরু দাম প্রায় দুই লাখ টাকা।
মাস্কা ও চিরাং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, অনেক কষ্টে গরু লালনপালন করেন তাঁরা। চোর গোয়ালঘর খালি করে নিয়ে গেছে। তাঁদের পথে বসিয়ে দিয়েছে গরু চোরেরা। নিরুপায় হয়ে গরু চুরি ঠেকাতে রাত জেগে এখন গোয়ালঘর পাহারা দিচ্ছেন তাঁরা।
উপজেলার মাস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘এরই মধ্যে আমার ইউনিয়নেই একাধিক কৃষকের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। এলাকার কৃষকেরা এখন চরম আতঙ্কে আছেন। এ অবস্থায় কৃষকদের স্বার্থে গরু চুরি রোধ এবং চোরদের ধরতে থানা-পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি জানাচ্ছি।’
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় সড়কে থানা-পুলিশের টহলের পাশাপাশি বিভিন্ন যানবাহনেও তল্লাশি জোরদার করা হচ্ছে। এ ছাড়া গ্রামাঞ্চলে গ্রাম পুলিশের পাহারা জোরদারেরও নির্দেশ দেওয়া হয়েছে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫