Ajker Patrika

কেন্দুয়ায় গত ১০ দিনে ১৫ গরু চুরি

প্রতিনিধি
কেন্দুয়ায় গত ১০ দিনে ১৫ গরু চুরি

কেন্দুয়া (নেত্রকোনা): কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় বোরো মৌসুমের ধান কাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত দশ দিনে দুইটি ইউনিয়ন থেকে অন্তত ১৫টি গরু চুরি গেছে।

ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরো মৌসুমের ধান কাটা শেষ হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরু চোরের উপদ্রব বেড়েছে। গত দশ দিনে উপজেলার মাস্কা ও চিরাং ইউনিয়ন থেকে অন্তত ১৫টি গরু চুরি হয়ে গেছে। এর মধ্যে গত বুধবার রাতে উপজেলার মাস্কা ইউনিয়নের বালিজুড়ামাইজ পাড়া গ্রামের সোহেল মিয়ার ছোট-বড় মিলিয়ে চারটি গরু চুরি যায়। এ ছাড়া ৬ জুন রাতে একই ইউনিয়নের পানগাঁও গ্রামের নুরুল হকের একটি ষাঁড়, দুটি গর্ভবতী গাভি ও দুটি বকনা বাছুরসহ পাঁচটি গরু চুরি হয়ে গেছে।

একইভাবে ১ জুন রাতে উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের কৃষকের সেলিম আহমেদের গোয়ালঘর থেকে দুটি গাভি, একটি বকনা বাছুর ও দুটি ষাঁড় বাছুর চুরি গেছে। চুরি যাওয়া মোট পাঁচটি গরু দাম প্রায় দুই লাখ টাকা।

মাস্কা ও চিরাং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, অনেক কষ্টে গরু লালনপালন করেন তাঁরা। চোর গোয়ালঘর খালি করে নিয়ে গেছে। তাঁদের পথে বসিয়ে দিয়েছে গরু চোরেরা। নিরুপায় হয়ে গরু চুরি ঠেকাতে রাত জেগে এখন গোয়ালঘর পাহারা দিচ্ছেন তাঁরা।

উপজেলার মাস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘এরই মধ্যে আমার ইউনিয়নেই একাধিক কৃষকের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। এলাকার কৃষকেরা এখন চরম আতঙ্কে আছেন। এ অবস্থায় কৃষকদের স্বার্থে গরু চুরি রোধ এবং চোরদের ধরতে থানা-পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি জানাচ্ছি।’

কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় সড়কে থানা-পুলিশের টহলের পাশাপাশি বিভিন্ন যানবাহনেও তল্লাশি জোরদার করা হচ্ছে। এ ছাড়া গ্রামাঞ্চলে গ্রাম পুলিশের পাহারা জোরদারেরও নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত