Ajker Patrika

কেন্দুয়ায় নিজের শরীরে আগুন দিলেন নারী

কেন্দুয়া (নেত্রকোনা )প্রতিনিধি
কেন্দুয়ায় নিজের শরীরে আগুন দিলেন নারী

নেত্রকোনার কেন্দুয়ায় এক নারী (২৫) নিজের শরীরে আগুন লাগিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আগুনে তাঁর শরীরের বিভিন্ন অংশের ৩০  ভাগেরও বেশি পুড়ে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রামে।

থানা-পুলিশ,চিকিৎসক,পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামের ওই নারীর আগে বিয়ে হলেও পারিবারিক অশান্তির কারণে তা বেশি দিন টেকেনি। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন। দুদিন আগে তিনি বাড়িতে আসেন। এ অবস্থায় আগে থেকেই পাশের আটিগ্রামের দেলোয়ার হোসেন দেলু নামে এক বিবাহিত যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। এক জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ওই যুবকের বাড়িতে যান। একপর্যায়ে সেখানে ওই নারী নিজের শরীরে কেরোসিন ঢেলে দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেন। এতে তাঁর মুখ-মণ্ডল,দুই হাত ও পেটসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।  পরে তাঁকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জোনাঈদ আফ্রাদ ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ হাসপাতালে ছুটে যান।

এদিকে আজ বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় এএসপি জোনাঈদ আফ্রাদ ও ওসি কাজী শাহনেওয়াজও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা.সৈয়দ মো.আবদুল্লাহ গালিব জোবায়ের জানান,আগুনে ওই নারীর মুখমণ্ডল,দুই হাত ও পেটসহ শরীরের বিভিন্ন অংশের ৩০ ভাগেরও বেশি পুড়ে গেছে। এ ছাড়া তাঁর মুখের ভেতরেও ক্ষত দেখা গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান,এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত