নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

নওগাঁ প্রতিনিধি
Thumbnail image

নওগাঁর পোরশা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা তিনটি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার রাতে গরুগুলো আটক করা হয়।

আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান। গতকাল শনিবার রাত সাড়ে ৩টার দিকে গরুগুলো আটক করা হলেও চোরাকারবারিরা পালিয়ে যায়।

লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নীতপুর বিওপির সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে তিনজন চোরাকারবারি তাদের কাছে থাকা গরুগুলো ফেলে রেখে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দল তিনটি গরু আটক করে ক্যাম্পে নিয়ে আসে। যার মূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা।

আটক ভারতীয় গরুগুলো নজিপুর কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত