বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা চাইতে যাওয়ায় প্রতিপক্ষ কাঁচি দিয়ে খুঁচিয়ে মেহেদী হাসান নিয়ন (৩৫) নামের এক যুবককে খুন করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের পালশা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। নিহত মেহেদী হাসান নিয়ন ওই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পালশা দক্ষিণপাড়া গ্রামের এছাহাক আলীর স্ত্রী খুরশিদা বেগম ও তাঁর ছেলে স্বাধীন হোসেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, বালুভরা ইউনিয়নের পালশা উত্তরপাড়া গ্রামের মেহেদী হাসান নিয়ন একই গ্রামের দক্ষিণপাড়ার এছাহাক আলীর কাছে ৯০ হাজার টাকায় জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছিল। জমি বন্ধক নেওয়ার সময় মেহেদী হাসান জমির মালিক এছাহাককে বলেছিলেন কখনো জমি বিক্রি করলে তাঁকে যেন অবগত করা হয়। সম্প্রতি ওই জমি মেহেদী হাসানকে না জানিয়ে এছাহাক আলী অন্যত্র বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। বিষয়টি জানার পর মেহেদী হাসান ও তাঁর ভগ্নিপতিসহ সকাল সাড়ে ৬টার দিকে এছাহাকের বাড়িতে যান। এ সময় মেহেদী হাসান জমি বন্ধকের পাওনা টাকা ফেরত চান। এছাহাক আলী টাকা পরে দেবে বলে তাঁকে সাফ জানিয়ে দেয়।
এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে এছাহাক তাঁর স্ত্রী, ছেলে আসমাউল হুমায়ন ও ছোট ছেলে স্বাধীনকে ডাক দিলে তাঁরা কাঁচি দিয়ে মেহেদী হাসানের পেটের নিচে আঘাত করেন। আঘাতের ফলে মেহেদী হাসানের রক্তক্ষরণ শুরু হয়। পরে তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান মারা যান।
স্থানীয়রা বলেন, আজ সকাল ৯টার দিকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিয়নের মৃত্যু হয়। নিয়নকে কাঁচি দিয়ে আঘাত করেন একই গ্রামের এছাহাক আলী ও তাঁর বড় ছেলে আসমাউল হক ওরফে হুমায়ন (২৬) এবং ছোট ছেলে স্বাধীন হোসেন (২৪)।
নিহতের বোন ইসমত আরা বলেন, ৫ বছর আগে আমার ভাই ৯০ হাজার টাকা দিয়ে এছাহাক আলীর জমি বন্ধক নেন এবং চাষাবাদ করে আসছেন। কিছুদিন হল সেই জমি বিক্রয় করবে বলে আমার ভাই জানতে পেরে বন্ধকের টাকা ফেরত চান। সেই টাকা ফেরত চাইতে গেলে তাঁরা আমার ভাইকে মারধর করে কাঁচি দিয়ে আঘাত করে হত্যা করেছেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, জমি বন্ধকের টাকা নিয়ে প্রতিপক্ষের হামলায় মেহেদী হাসান নিহত হয়েছেন। নিহতের বাবা মোকলেছুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় খুরশিদা বেগম ও স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর পলাতক দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা চাইতে যাওয়ায় প্রতিপক্ষ কাঁচি দিয়ে খুঁচিয়ে মেহেদী হাসান নিয়ন (৩৫) নামের এক যুবককে খুন করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের পালশা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। নিহত মেহেদী হাসান নিয়ন ওই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পালশা দক্ষিণপাড়া গ্রামের এছাহাক আলীর স্ত্রী খুরশিদা বেগম ও তাঁর ছেলে স্বাধীন হোসেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, বালুভরা ইউনিয়নের পালশা উত্তরপাড়া গ্রামের মেহেদী হাসান নিয়ন একই গ্রামের দক্ষিণপাড়ার এছাহাক আলীর কাছে ৯০ হাজার টাকায় জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছিল। জমি বন্ধক নেওয়ার সময় মেহেদী হাসান জমির মালিক এছাহাককে বলেছিলেন কখনো জমি বিক্রি করলে তাঁকে যেন অবগত করা হয়। সম্প্রতি ওই জমি মেহেদী হাসানকে না জানিয়ে এছাহাক আলী অন্যত্র বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। বিষয়টি জানার পর মেহেদী হাসান ও তাঁর ভগ্নিপতিসহ সকাল সাড়ে ৬টার দিকে এছাহাকের বাড়িতে যান। এ সময় মেহেদী হাসান জমি বন্ধকের পাওনা টাকা ফেরত চান। এছাহাক আলী টাকা পরে দেবে বলে তাঁকে সাফ জানিয়ে দেয়।
এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে এছাহাক তাঁর স্ত্রী, ছেলে আসমাউল হুমায়ন ও ছোট ছেলে স্বাধীনকে ডাক দিলে তাঁরা কাঁচি দিয়ে মেহেদী হাসানের পেটের নিচে আঘাত করেন। আঘাতের ফলে মেহেদী হাসানের রক্তক্ষরণ শুরু হয়। পরে তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান মারা যান।
স্থানীয়রা বলেন, আজ সকাল ৯টার দিকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিয়নের মৃত্যু হয়। নিয়নকে কাঁচি দিয়ে আঘাত করেন একই গ্রামের এছাহাক আলী ও তাঁর বড় ছেলে আসমাউল হক ওরফে হুমায়ন (২৬) এবং ছোট ছেলে স্বাধীন হোসেন (২৪)।
নিহতের বোন ইসমত আরা বলেন, ৫ বছর আগে আমার ভাই ৯০ হাজার টাকা দিয়ে এছাহাক আলীর জমি বন্ধক নেন এবং চাষাবাদ করে আসছেন। কিছুদিন হল সেই জমি বিক্রয় করবে বলে আমার ভাই জানতে পেরে বন্ধকের টাকা ফেরত চান। সেই টাকা ফেরত চাইতে গেলে তাঁরা আমার ভাইকে মারধর করে কাঁচি দিয়ে আঘাত করে হত্যা করেছেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, জমি বন্ধকের টাকা নিয়ে প্রতিপক্ষের হামলায় মেহেদী হাসান নিহত হয়েছেন। নিহতের বাবা মোকলেছুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় খুরশিদা বেগম ও স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর পলাতক দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুরের শ্রীপুরে মামা শ্বশুরের বাড়ি থেকে স্মৃতি রানী সরকার নামে এক গৃহবধূর গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারালো দা ও এক জোড়া জুতাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কাব্য সরকারকে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন
২ দিন আগেসাত দিন আগে বিয়ে হয় সৌদি আরব প্রবাসী যুবক সোহান আহমদের (২৩)। হাত থেকে মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে নিহত হয়েছেন এ যুবক। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সীমান্তে অবস্থিত ইনাতগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয় সোহান আহমদের। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
২ দিন আগেঅপরাধের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদারে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ সোমবার এক বার্তায় পুলিশের সকল ইউনিট প্রধানকে এ নির্দেশ দেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ দিন আগেরাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পল্লবী থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম ফারাহ দীবা। সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান পল্লবী থানার পরির্দশক (তদন্ত) আদ
৩ দিন আগে