নীলফামারী প্রতিনিধি
স্বেচ্ছাসেবী সংগঠনের নামে এক কেজি আটার বিনিময়ে দরিদ্র মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ছবি সংগ্রহ করেছে একটি চক্র। সংগৃহীত এনআইডি ব্যবহার করে জুয়ার বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে তারা। এরপর অনলাইন জুয়াড়িদের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেসব অ্যাকাউন্ট বিক্রি করে।
অন্যের এনআইডির ছবি দিয়ে বিভিন্ন জুয়ার ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে বিক্রির এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে নীলফামারী সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাঁরা নীলফামারীর সদরে জনকল্যাণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন নামে একটি সংগঠনের সদস্য বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের আরাজি রামকলা গ্রামের রোস্তম আলীর ছেলে মিজানুর রহমান মান্নু (২৪), ভবেশ রায়ের ছেলে রাগর রায় (২২) ও জিয়ারুল রহমানের ছেলে জাকির (১৯) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মধ্যপাড়া গ্রামের মজিদুল ইসলামের ছেলে শয়ন মিয়া (২৫)।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, চক্রের সদস্যরা বিভিন্ন এলাকায় গিয়ে জনকল্যাণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের নামে মাসব্যাপী জনসেবার কথা বলে মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ করে। এর বিনিময়ে তাঁদের হাতে তুলে দেওয়া হয় এক কেজি আটার প্যাকেট। এনআইডি কার্ডের তথ্য দিয়ে বিভিন্ন জুয়ার সাইটে অ্যাকাউন্ট তৈরি করে চক্রটি। পরে অ্যাকাউন্টগুলো অনলাইন জুয়াড়িদের কাছে বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন তাঁরা। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
ওসি বলেন, মূলত ওয়েবসাইটগুলোতে গ্রাহককে লোভ দেখিয়ে জুয়া খেলতে বাধ্য করা হয়। লেনদেন করে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) গোলাম সবুর বলেন, ‘মানুষের ব্যক্তিগত ও গোপনীয় তথ্য প্রচার, প্রকাশ ও হস্তান্তরের মাধ্যমে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। ব্যক্তিগত তথ্য হস্তান্তরের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে পারে। তাই প্রলোভনে পড়ে গোপনীয় তথ্য অন্য কারও কাছে হস্তান্তর না করার জন্য সচেতন হতে হবে।’
স্বেচ্ছাসেবী সংগঠনের নামে এক কেজি আটার বিনিময়ে দরিদ্র মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ছবি সংগ্রহ করেছে একটি চক্র। সংগৃহীত এনআইডি ব্যবহার করে জুয়ার বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে তারা। এরপর অনলাইন জুয়াড়িদের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেসব অ্যাকাউন্ট বিক্রি করে।
অন্যের এনআইডির ছবি দিয়ে বিভিন্ন জুয়ার ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে বিক্রির এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে নীলফামারী সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাঁরা নীলফামারীর সদরে জনকল্যাণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন নামে একটি সংগঠনের সদস্য বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের আরাজি রামকলা গ্রামের রোস্তম আলীর ছেলে মিজানুর রহমান মান্নু (২৪), ভবেশ রায়ের ছেলে রাগর রায় (২২) ও জিয়ারুল রহমানের ছেলে জাকির (১৯) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মধ্যপাড়া গ্রামের মজিদুল ইসলামের ছেলে শয়ন মিয়া (২৫)।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, চক্রের সদস্যরা বিভিন্ন এলাকায় গিয়ে জনকল্যাণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের নামে মাসব্যাপী জনসেবার কথা বলে মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ করে। এর বিনিময়ে তাঁদের হাতে তুলে দেওয়া হয় এক কেজি আটার প্যাকেট। এনআইডি কার্ডের তথ্য দিয়ে বিভিন্ন জুয়ার সাইটে অ্যাকাউন্ট তৈরি করে চক্রটি। পরে অ্যাকাউন্টগুলো অনলাইন জুয়াড়িদের কাছে বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন তাঁরা। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
ওসি বলেন, মূলত ওয়েবসাইটগুলোতে গ্রাহককে লোভ দেখিয়ে জুয়া খেলতে বাধ্য করা হয়। লেনদেন করে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) গোলাম সবুর বলেন, ‘মানুষের ব্যক্তিগত ও গোপনীয় তথ্য প্রচার, প্রকাশ ও হস্তান্তরের মাধ্যমে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। ব্যক্তিগত তথ্য হস্তান্তরের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে পারে। তাই প্রলোভনে পড়ে গোপনীয় তথ্য অন্য কারও কাছে হস্তান্তর না করার জন্য সচেতন হতে হবে।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪