Ajker Patrika

ছাগল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
ছাগল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

দিনাজপুরের হিলিতে ছাগল চুরির অভিযোগে আরিফ ও সৌরভ নামে দুই কিশোরকে গাছে বেঁধে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে পুলিশ বলছে, ঘটনাটি জানার পর তারা ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকের জিম্মার দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নাজমুল নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নাজমুল প্রাথমিকভাবে দায় স্বীকার করেছেন। 

নির্যাতিত আরিফ ও সৌরভ জানায়, সকাল ১১টার দিকে তারা মোটরসাইকেল নিয়ে হিলি মোল্লা বাজারে ঘুরতে যায়। রাস্তার পাশে বাইক থামিয়ে রাস্তায় বসে পড়ে। বসার জায়গার কাছে একটি ছাগল ছিল, তারা ছাগলটিকে গাছের পাতা খাওয়াচ্ছিল। পরে বাইক নিয়ে হিলিতে আসার পথে তাদের আটক করা হয়। আটকের পর স্থানীয় কয়েকজন যুবক অভিযোগ করেন, তাঁরা ছাগল চুরি করে পালাচ্ছিল। এরপর তাদের আম গাছের সঙ্গে ঝুলিয়ে পেটানো হয়। 

হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ অভিযোগ নিয়ে এরই মধ্যে অভিযান চালিয়েছে। অভিযানে সন্ধ্যায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত