পাওনা টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডা, সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থীকে মারধর

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৮: ৪৯
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৯: ২১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–৩ আসনের বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত তালুকদার মকবুল হোসেন (কাঁঠাল) প্রতীকের প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। 

আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে তালুকদার মকবুল হোসেন (৫০), তাঁর চাচাতো ভাই ফয়জুল মিয়া (২৩) ও মাহিদুর (২০) আহত হয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে মইজপুর গ্রামের বিএনপি নেতা মাসুক আলী তাঁর ছোট ভাই তাজুল ইসলামকে কাতার পাঠানোর জন্য বিজেপি প্রার্থী তালুকদার মকবুল হোসেনকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা দিয়েছিলেন। পাওনা টাকা নিয়ে আজ শুক্রবার মইজপুর জামে মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তালুকদার মকবুলের সঙ্গে মাসুক আলীর কথা-কাটাকাটির হয়। একপর্যায়ে হাতাহাতিতে তালুকদার মকবুল হোসেনসহ তাঁর দুই চাচাতো ভাই আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে পাওনা টাকার বিষয়টি অস্বীকার করে তালুকদার মকবুল হোসেন বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই আমি কেন নির্বাচন করছি, বিএনপি নির্বাচন বর্জন করেছে, এ কথা বলে বিএনপি নেতা মাসুক আলীর নেতৃত্বে কয়েকজন আমাকে মারধর করা হয়। এ সময় আমাকে রক্ষায় এগিয়ে এলে আমার চাচাতো ভাই ফয়জুল মিয়াকে মারধর করে। ঘটনাটি আমি জগন্নাথপুর থানা-পুলিশকে অবহিত করেছি।’

অভিযুক্ত মাসুক আলী বলেন, ‘ওনার কাছে আমার টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা চাইতে গেলে কথা-কাটাকাটি হয়েছে। মারধর কিংবা হামলার ঘটনা ঘটেনি।’

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘চাচা–ভাতিজার মধ্যে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এটি রাজনৈতিক কোনো বিষয় নয়। আমরা ওই প্রার্থীকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত