আনিসুল ইসলাম নাঈম
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন শেষ হলো গত ৩০ নভেম্বর। কম সময়ে ভালো প্রস্তুতি নিতে হলে সাজেশনভিত্তিক পড়াশোনা করতে হবে। প্রিলিমিনারিতে কলেজ লেভেলের পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি ও পরামর্শ দিয়েছেন ৩৬তম বিসিএসের কৃষি ক্যাডার কৃষিবিদ এম এ মান্নান।
প্রিলিমিনারিতে মোট ১০০টি প্রশ্নের জন্য ১০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। বাংলাতে ২৫ নম্বর, ইংরেজিতে ২৫ নম্বর, গণিতে ২৫ নম্বর, সাধারণ জ্ঞান ও বিজ্ঞানে ২৫ নম্বর। সময় ৬০ মিনিট। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। প্রিলিতে ১০০-এর মধ্যে ৪০ নম্বর পেলেই প্রিলিমিনারি পাস।
বাংলা প্রস্তুতি
বাংলাতে ২৫ নম্বরের মধ্যে বেশির ভাগ প্রশ্ন আসে ব্যাকরণ থেকে। তবে ২-৩টি প্রশ্ন সাহিত্য থেকেও থাকতে পারে। আর বাকি সব প্রশ্ন ব্যাকরণ থেকে আসবে। সুতরাং ব্যাকরণ ভালো করে পড়তে হবে। বিশেষ করে সাজেশনের প্রথম কয়েকটি। বিগত ৬-১৭তম নিবন্ধনে সমাস থেকে মোট প্রশ্ন এসেছে ৩৮টি। ১৮তম নিবন্ধনে সমাস থেকে প্রশ্ন থাকবে ৩টি। ভাষা বা ভাষারীতি থেকে মোট প্রশ্ন এসেছে ৩৫টি। ১৮তম নিবন্ধনে ভাষা বা ভাষারীতি থেকে প্রশ্ন থাকবে ৩টি। সমার্থক শব্দ থেকে মোট প্রশ্ন এসেছে ৩০টি। ১৮তম নিবন্ধনে সমার্থক শব্দ থেকে প্রশ্ন থাকবে ২-৩টি। বাগ্ধারা থেকে বিগত পরীক্ষায় মোট প্রশ্ন এসেছে ২৫টি। এবার বাগ্ধারা থেকে প্রশ্ন থাকবে ২টি। শুদ্ধিকরণ থেকে বিগত পরীক্ষায় মোট প্রশ্ন এসেছে ২৪টি। এবার শুদ্ধিকরণ থেকে প্রশ্ন থাকবে ২টি। শব্দ থেকে প্রশ্ন থাকবে ২টি। বিরাম চিহ্ন থেকে প্রশ্ন থাকবে ১টি। সন্ধি থেকে প্রশ্ন থাকবে ১টি। কারক থেকে ১টি, বিপরীত শব্দ থেকে ১টি প্রশ্ন থাকবে।
গণিত প্রস্তুতি
গণিতে ২৫ নম্বরের মধ্যে পাটিগণিত থেকে ৭টি, বীজগণিত থেকে ৯টি, জ্যামিতি থেকে ৯টি প্রশ্ন থাকবে। পাটিগণিত থেকে ৬-১৭তম নিবন্ধনে সংখ্যার ধারণা থেকে মোট প্রশ্ন এসেছে ৩২টি। সংখ্যার ধারণা অধ্যায় থেকে প্রতিবছর ২টি করে প্রশ্ন থাকে। এরপর লসাগু বা গসাগু থেকে ৬-১৭তম নিবন্ধনে মোট প্রশ্ন এসেছে ১৬টি। লসাগু বা গসাগু থেকে প্রতিবছর ১টি করে প্রশ্ন থাকে। এ ছাড়া ঐকিক নিয়ম, শতকরা, সুদ-কষা থেকে ১টি করে প্রশ্ন থাকবে। গড় এবং লাভ-ক্ষতি অংশটিও একটু দেখে রাখতে হবে। বীজগণিত অংশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে সূচক বা লগ থেকে। সূচক বা লগ থেকে প্রশ্ন এসেছে ৩৬টি। এ থেকে প্রতিবছর ৩টি করে প্রশ্ন থাকে। স্কয়ার বা কিউবের সূত্র দিয়ে মান নির্ণয় থেকে প্রশ্ন এসেছে ২৮টি। এর সূত্র দিয়ে মান নির্ণয় থেকে প্রতিবছর ২টি করে প্রশ্ন থাকে। বাস্তব সমস্যা সমাধান থেকে প্রশ্ন এসেছে ২৪টি। এই অংশে প্রতিবছর ২টি করে প্রশ্ন থাকে। এ ছাড়া মান নির্ণয়, উৎপাদক, অনুপাত থেকে ১টি করে প্রশ্ন থাকে। জ্যামিতি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে ত্রিভুজ অংশে। ত্রিভুজ থেকে প্রশ্ন এসেছে মোট ৩০টি। ত্রিভুজ থেকে প্রতিবছর ৩টি করে প্রশ্ন থাকে। চতুর্ভুজে মোট প্রশ্ন এসেছে ২৫টি। চতুর্ভুজ থেকে প্রতিবছর ২টি করে প্রশ্ন থাকে। বৃত্ত থেকে প্রতিবছর ১টি বা ২টি করে প্রশ্ন থাকে। ত্রিকোণমিতি থেকে প্রতিবছর ১টি করে প্রশ্ন থাকে। রেখা, কোণ, সূত্র থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে।
ইংরেজি প্রস্তুতি
ইংরেজি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে Verbs/Right Form of Verbs থেকে। Verbs/Right Form of Verbs থেকে ৬-১৭তম নিবন্ধনে মোট প্রশ্ন এসেছে ৫৫টি। এই অংশ থেকে প্রতিবছর ৪ বা ৫টি করে প্রশ্ন থাকে। Parts of Speech থেকে ৬-১৭তম নিবন্ধনে মোট প্রশ্ন এসেছে ৪০টি। এই অংশ থেকে প্রতিবছর ৩টি করে প্রশ্ন থাকে। Synonym/ Antonym, Translation, Preposition থেকে প্রতিবছর ২ বা ৩টি করে প্রশ্ন থাকে। Spelling Mistakes, Idoms & Phrase, Sentence transformation থেকে প্রতিবছর ২টি করে প্রশ্ন থাকে। এ ছাড়াও Voice, Tense, Narration, Number, Substitution দেখে নিতে হবে।
সাধারণ জ্ঞান প্রস্তুতি
বাংলাদেশ বিষয়াবলি: বাংলাদেশ বিষয়াবলি থেকে ১২-১৩টি প্রশ্ন থাকে। এতে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে সংবিধান ও প্রশাসনিক কাঠামো অংশে। সংবিধান ও প্রশাসনিক কাঠামো থেকে ৬-১৭তম নিবন্ধনে মোট প্রশ্ন এসেছে ৩২টি। সংবিধান ও প্রশাসনিক কাঠামো থেকে প্রতিবছর ৩টি করে প্রশ্ন থাকে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, এখান থেকে প্রতিবছর ২-৩টি করে প্রশ্ন থাকে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং জাতীয় অর্জন, স্থাপত্য থেকে প্রতিবছর ২টি করে প্রশ্ন থাকে। এ ছাড়া প্রাচীন বাংলা থেকে ব্রিটিশ শাসন এবং জনপদ, নদ-নদী থেকে ১টি করে প্রশ্ন থাকে। পাশাপাশি জনসংখ্যা, উপজাতি কৃষি, বাংলাদেশের সম্পদ দেখে যেতে হবে।
আন্তর্জাতিক বিষয়াবলি: আন্তর্জাতিক বিষয়াবলি থেকে ৮-৯টি প্রশ্ন থাকে। এতে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে সংগঠন (জাতিসংঘ, ন্যাটো, ব্রিকস, জি২০, বিশ্বব্যাংক, ইইউ) অংশে। সংগঠন থেকে ৬-১৭তম নিবন্ধনে মোট প্রশ্ন এসেছে ৩১টি। সংগঠন থেকে প্রতিবছর ৩টি করে প্রশ্ন থাকে। মহাদেশ ও দেশভিত্তিক আলোচনা (চীন, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, মিয়ানমার...) থেকে প্রতিবছর ২টি করে প্রশ্ন থাকে। যুদ্ধ, চুক্তি, সম্মেলন থেকে ২টি করে প্রশ্ন থাকে।
মহাসাগর, সাগর, প্রণালি, সীমারেখা, উপনাম থেকে ১টি প্রশ্ন থাকে।
জাতীয় এবং আন্তর্জাতিক দিবস থেকে ১টি প্রশ্ন থাকে। সাম্প্রতিক বাংলাদেশ এবং আন্তর্জাতিক তথ্য থেকে ১টি প্রশ্ন থাকে। বিজ্ঞান থেকে ২-৩টি এবং কম্পিউটার থেকে ২-৩টি প্রশ্ন থাকে। বিজ্ঞান কম্পিউটার থেকে বিগত বছরের প্রশ্ন সমাধান করবেন। ভালো প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্ন সমাধান করার কোনো বিকল্প নেই।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন শেষ হলো গত ৩০ নভেম্বর। কম সময়ে ভালো প্রস্তুতি নিতে হলে সাজেশনভিত্তিক পড়াশোনা করতে হবে। প্রিলিমিনারিতে কলেজ লেভেলের পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি ও পরামর্শ দিয়েছেন ৩৬তম বিসিএসের কৃষি ক্যাডার কৃষিবিদ এম এ মান্নান।
প্রিলিমিনারিতে মোট ১০০টি প্রশ্নের জন্য ১০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। বাংলাতে ২৫ নম্বর, ইংরেজিতে ২৫ নম্বর, গণিতে ২৫ নম্বর, সাধারণ জ্ঞান ও বিজ্ঞানে ২৫ নম্বর। সময় ৬০ মিনিট। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। প্রিলিতে ১০০-এর মধ্যে ৪০ নম্বর পেলেই প্রিলিমিনারি পাস।
বাংলা প্রস্তুতি
বাংলাতে ২৫ নম্বরের মধ্যে বেশির ভাগ প্রশ্ন আসে ব্যাকরণ থেকে। তবে ২-৩টি প্রশ্ন সাহিত্য থেকেও থাকতে পারে। আর বাকি সব প্রশ্ন ব্যাকরণ থেকে আসবে। সুতরাং ব্যাকরণ ভালো করে পড়তে হবে। বিশেষ করে সাজেশনের প্রথম কয়েকটি। বিগত ৬-১৭তম নিবন্ধনে সমাস থেকে মোট প্রশ্ন এসেছে ৩৮টি। ১৮তম নিবন্ধনে সমাস থেকে প্রশ্ন থাকবে ৩টি। ভাষা বা ভাষারীতি থেকে মোট প্রশ্ন এসেছে ৩৫টি। ১৮তম নিবন্ধনে ভাষা বা ভাষারীতি থেকে প্রশ্ন থাকবে ৩টি। সমার্থক শব্দ থেকে মোট প্রশ্ন এসেছে ৩০টি। ১৮তম নিবন্ধনে সমার্থক শব্দ থেকে প্রশ্ন থাকবে ২-৩টি। বাগ্ধারা থেকে বিগত পরীক্ষায় মোট প্রশ্ন এসেছে ২৫টি। এবার বাগ্ধারা থেকে প্রশ্ন থাকবে ২টি। শুদ্ধিকরণ থেকে বিগত পরীক্ষায় মোট প্রশ্ন এসেছে ২৪টি। এবার শুদ্ধিকরণ থেকে প্রশ্ন থাকবে ২টি। শব্দ থেকে প্রশ্ন থাকবে ২টি। বিরাম চিহ্ন থেকে প্রশ্ন থাকবে ১টি। সন্ধি থেকে প্রশ্ন থাকবে ১টি। কারক থেকে ১টি, বিপরীত শব্দ থেকে ১টি প্রশ্ন থাকবে।
গণিত প্রস্তুতি
গণিতে ২৫ নম্বরের মধ্যে পাটিগণিত থেকে ৭টি, বীজগণিত থেকে ৯টি, জ্যামিতি থেকে ৯টি প্রশ্ন থাকবে। পাটিগণিত থেকে ৬-১৭তম নিবন্ধনে সংখ্যার ধারণা থেকে মোট প্রশ্ন এসেছে ৩২টি। সংখ্যার ধারণা অধ্যায় থেকে প্রতিবছর ২টি করে প্রশ্ন থাকে। এরপর লসাগু বা গসাগু থেকে ৬-১৭তম নিবন্ধনে মোট প্রশ্ন এসেছে ১৬টি। লসাগু বা গসাগু থেকে প্রতিবছর ১টি করে প্রশ্ন থাকে। এ ছাড়া ঐকিক নিয়ম, শতকরা, সুদ-কষা থেকে ১টি করে প্রশ্ন থাকবে। গড় এবং লাভ-ক্ষতি অংশটিও একটু দেখে রাখতে হবে। বীজগণিত অংশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে সূচক বা লগ থেকে। সূচক বা লগ থেকে প্রশ্ন এসেছে ৩৬টি। এ থেকে প্রতিবছর ৩টি করে প্রশ্ন থাকে। স্কয়ার বা কিউবের সূত্র দিয়ে মান নির্ণয় থেকে প্রশ্ন এসেছে ২৮টি। এর সূত্র দিয়ে মান নির্ণয় থেকে প্রতিবছর ২টি করে প্রশ্ন থাকে। বাস্তব সমস্যা সমাধান থেকে প্রশ্ন এসেছে ২৪টি। এই অংশে প্রতিবছর ২টি করে প্রশ্ন থাকে। এ ছাড়া মান নির্ণয়, উৎপাদক, অনুপাত থেকে ১টি করে প্রশ্ন থাকে। জ্যামিতি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে ত্রিভুজ অংশে। ত্রিভুজ থেকে প্রশ্ন এসেছে মোট ৩০টি। ত্রিভুজ থেকে প্রতিবছর ৩টি করে প্রশ্ন থাকে। চতুর্ভুজে মোট প্রশ্ন এসেছে ২৫টি। চতুর্ভুজ থেকে প্রতিবছর ২টি করে প্রশ্ন থাকে। বৃত্ত থেকে প্রতিবছর ১টি বা ২টি করে প্রশ্ন থাকে। ত্রিকোণমিতি থেকে প্রতিবছর ১টি করে প্রশ্ন থাকে। রেখা, কোণ, সূত্র থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে।
ইংরেজি প্রস্তুতি
ইংরেজি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে Verbs/Right Form of Verbs থেকে। Verbs/Right Form of Verbs থেকে ৬-১৭তম নিবন্ধনে মোট প্রশ্ন এসেছে ৫৫টি। এই অংশ থেকে প্রতিবছর ৪ বা ৫টি করে প্রশ্ন থাকে। Parts of Speech থেকে ৬-১৭তম নিবন্ধনে মোট প্রশ্ন এসেছে ৪০টি। এই অংশ থেকে প্রতিবছর ৩টি করে প্রশ্ন থাকে। Synonym/ Antonym, Translation, Preposition থেকে প্রতিবছর ২ বা ৩টি করে প্রশ্ন থাকে। Spelling Mistakes, Idoms & Phrase, Sentence transformation থেকে প্রতিবছর ২টি করে প্রশ্ন থাকে। এ ছাড়াও Voice, Tense, Narration, Number, Substitution দেখে নিতে হবে।
সাধারণ জ্ঞান প্রস্তুতি
বাংলাদেশ বিষয়াবলি: বাংলাদেশ বিষয়াবলি থেকে ১২-১৩টি প্রশ্ন থাকে। এতে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে সংবিধান ও প্রশাসনিক কাঠামো অংশে। সংবিধান ও প্রশাসনিক কাঠামো থেকে ৬-১৭তম নিবন্ধনে মোট প্রশ্ন এসেছে ৩২টি। সংবিধান ও প্রশাসনিক কাঠামো থেকে প্রতিবছর ৩টি করে প্রশ্ন থাকে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, এখান থেকে প্রতিবছর ২-৩টি করে প্রশ্ন থাকে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং জাতীয় অর্জন, স্থাপত্য থেকে প্রতিবছর ২টি করে প্রশ্ন থাকে। এ ছাড়া প্রাচীন বাংলা থেকে ব্রিটিশ শাসন এবং জনপদ, নদ-নদী থেকে ১টি করে প্রশ্ন থাকে। পাশাপাশি জনসংখ্যা, উপজাতি কৃষি, বাংলাদেশের সম্পদ দেখে যেতে হবে।
আন্তর্জাতিক বিষয়াবলি: আন্তর্জাতিক বিষয়াবলি থেকে ৮-৯টি প্রশ্ন থাকে। এতে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে সংগঠন (জাতিসংঘ, ন্যাটো, ব্রিকস, জি২০, বিশ্বব্যাংক, ইইউ) অংশে। সংগঠন থেকে ৬-১৭তম নিবন্ধনে মোট প্রশ্ন এসেছে ৩১টি। সংগঠন থেকে প্রতিবছর ৩টি করে প্রশ্ন থাকে। মহাদেশ ও দেশভিত্তিক আলোচনা (চীন, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, মিয়ানমার...) থেকে প্রতিবছর ২টি করে প্রশ্ন থাকে। যুদ্ধ, চুক্তি, সম্মেলন থেকে ২টি করে প্রশ্ন থাকে।
মহাসাগর, সাগর, প্রণালি, সীমারেখা, উপনাম থেকে ১টি প্রশ্ন থাকে।
জাতীয় এবং আন্তর্জাতিক দিবস থেকে ১টি প্রশ্ন থাকে। সাম্প্রতিক বাংলাদেশ এবং আন্তর্জাতিক তথ্য থেকে ১টি প্রশ্ন থাকে। বিজ্ঞান থেকে ২-৩টি এবং কম্পিউটার থেকে ২-৩টি প্রশ্ন থাকে। বিজ্ঞান কম্পিউটার থেকে বিগত বছরের প্রশ্ন সমাধান করবেন। ভালো প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্ন সমাধান করার কোনো বিকল্প নেই।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
মাইলস্টোন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে নবম শ্রেণির সকল বালিকা। এ সময় তারা উচ্চ লাফ, দীর্ঘ লাফ, দড়ি লাফ, সাইক্লিং, হ্যান্ডবল, দৌড় প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন একক ও দলগত প্রতিযোগিতায়
৪ ঘণ্টা আগেনর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্টার্টআপস নেক্সট গত বুধবার দেশের শীর্ষস্থানীয় অনলাইন ভ্রমণ প্রযুক্তি নির্ভর স্টার্টআপ ‘শেয়ার ট্রিপ’-এর সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সফল স্টার্টআপ প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করার কৌশল তুলে ধরেন শেয়ার ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক। অনুষ্
১৩ ঘণ্টা আগেইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের উদ্যোগে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়।
১৪ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১ দিন আগে