ক্যাম্পাস ডেস্ক
১১ ফুট লম্বা অজগর! সেটি উদ্ধার করার মধ্য দিয়ে শুরু হয়েছিল গল্প। তারপর ছোট-বড় মিলিয়ে তিন শর বেশি সাপ উদ্ধার করেছেন তিনি। এ ছাড়া অসংখ্য টিয়া পাখি, শালিক, ঘুঘু, বনমোরগ, কচ্ছপ, গন্ধগোকুল, মেছো বিড়াল, চশমা হনুমান, বানর ইত্যাদি রেসকিউ করেছেন। সাপপ্রেমী এই তরুণের নাম মেহেরাজ হোসেন রাকিব। বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে। পটিয়া সরকারি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ছেন তিনি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান।
যেভাবে শুরু
স্নেক রেসকিউ টিমের জ্যেষ্ঠ সদস্য এমদাদ হোসেন নান্নু। তাঁর সাপ ধরা ও অবমুক্ত করা দেখে রাকিবের মনে ইচ্ছা জাগে, তিনিও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সাপ রেসকিউ করবেন। স্নেক রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান রাব্বী এবং জ্যেষ্ঠ উদ্ধারকারী এমদাদ হোসেন নান্নুর কাছ থেকে হাতেকলমে সাপ উদ্ধার শিখেছেন রাকিব। তাঁদের সঙ্গে অনেক উদ্ধার অভিযানে সঙ্গী ছিলেন তিনি। ফেনী, কক্সবাজার, চকরিয়া, বান্দরবান, পেকুয়া, বাঁশখালীসহ বিভিন্ন জায়গায় সাপ উদ্ধারের কাজে গিয়েছেন রাকিব। যথাযথ সতর্কতা মেনে উদ্ধারকাজ করেন তিনি। হাতে গ্লাভস আর পায়ে গামবুট পরে নেন। এরপরও জীবনে বহুবার নির্বিষ সাপের কামড় খেয়েছেন রাকিব।
২০২২ সালে নান্নুর সঙ্গে গাছের ওপর থেকে ১১ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেন রাকিব। এরপর আর থেমে থাকেননি। তাঁর উদ্ধার করা সাপের মধ্যে আছে অজগর, দাঁড়াশ, ঘরগিন্নী, দুধরাজ, জলঢোঁড়া, হেলে, লাউডগা, নোনাবোড়া, পদ্ম গোখরো, গ্রিন পিট ভাইপার, শঙ্খিনী, কিং কোবরা ইত্যাদি। বাংলাদেশে হাতে গোনা যে কজন কিং কোবরা রেসকিউ করেছেন, রাকিব তাঁদের অন্যতম। রাকিবের দাবি, তাঁর উদ্ধার করা সাপের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে।
ঘটনা ভয়ংকর
গত বছরের একটি ঘটনা রাকিবের মনে বেশ দাগ কেটে আছে। পটিয়ার এক বাড়ি থেকে সাপ উদ্ধারের জন্য সংবাদ এল। যথারীতি সেটি উদ্ধার করতে এলেন তিনি। কিন্তু ঘরে ঢুকে আর সাপ খুঁজে পাচ্ছেন না রাকিব। একপর্যায়ে মেঝে খুঁড়ে একে একে ২২টি পদ্ম গোখরোর বাচ্চাসহ ওই বাড়ি থেকে অন্য একটি সাপও উদ্ধার করেন তিনি।
রাকিব গত বছর বাঁশখালী উপজেলার প্রেমাশিয়া গ্রামে সকাল আটটার দিকে উপস্থিত হন সাপ উদ্ধার করতে। সারা দিন পুরো বাড়ির অনেক জায়গায় খোঁড়াখুঁড়ি করা হয় সাপের দেখা পেতে। কিন্তু সাপ নেই। এদিকে সবাই ক্লান্ত। বাড়ির মালিক শতভাগ নিশ্চিত, সাপ বাড়িতেই আছে। অবশেষে সন্ধ্যা সাতটার দিকে বিষধর পদ্ম গোখরো রেসকিউ করতে সফল হন রাকিব।
সাপ নিয়ে আতঙ্ক নয়
সাপ নিয়ে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। রাকিব জানান, বাংলাদেশে মাত্র কয়েকটি প্রজাতি বাদে প্রায় সব সাপ বিষধর নয়। এদের মধ্যে কালনাগিনী, লাউডগা, হেলে, দাঁড়াশ হাতে নিয়ে খেললেও ছোবল দেয় না। আবার পদ্ম গোখরোর মতো বিষধর সাপ অনেক সময় ছোবল দিয়ে বিষ ঢালে না; যেটাকে বলে ড্রাই বাইট। এ রকমই একটি ড্রাই বাইটের ঘটনা ঘটেছিল রাকিবের মামাতো ভাইয়ের জীবনে।
জাল, মাছ ধরার ফাঁদ ইত্যাদিতে সাপ আটকা পড়ে। তখন তাদের গায়ের চামড়া ছিঁড়ে যায় বা কেটে যায়। এই রকম ৫০টির বেশি সাপ অসুস্থ অবস্থায় উদ্ধার করেন রাকিব। তারপর চিকিৎসা দিয়ে সুস্থ করে ছেড়ে দেন। একবার একটি দাঁড়াশ প্রায় মৃত অবস্থায় উদ্ধার করেন তিনি। সেটিকে তিন মাস নিজের কাছে রেখে সুস্থ করে ছেড়ে দেন। এ বিষয়ে তাঁকে সর্বাত্মক সাহায্য করেন বিখ্যাত রেসকিউয়ার ও সাপ বিষয়ে অভিজ্ঞ সিদ্দিকুর রহমান। পড়াশোনার পাশাপাশি বন্য প্রাণী উদ্ধার কার্যক্রম চালিয়ে যাবেন—এটিই আপাতত রাকিবের ভবিষ্যৎ পরিকল্পনা।
১১ ফুট লম্বা অজগর! সেটি উদ্ধার করার মধ্য দিয়ে শুরু হয়েছিল গল্প। তারপর ছোট-বড় মিলিয়ে তিন শর বেশি সাপ উদ্ধার করেছেন তিনি। এ ছাড়া অসংখ্য টিয়া পাখি, শালিক, ঘুঘু, বনমোরগ, কচ্ছপ, গন্ধগোকুল, মেছো বিড়াল, চশমা হনুমান, বানর ইত্যাদি রেসকিউ করেছেন। সাপপ্রেমী এই তরুণের নাম মেহেরাজ হোসেন রাকিব। বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে। পটিয়া সরকারি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ছেন তিনি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান।
যেভাবে শুরু
স্নেক রেসকিউ টিমের জ্যেষ্ঠ সদস্য এমদাদ হোসেন নান্নু। তাঁর সাপ ধরা ও অবমুক্ত করা দেখে রাকিবের মনে ইচ্ছা জাগে, তিনিও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সাপ রেসকিউ করবেন। স্নেক রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান রাব্বী এবং জ্যেষ্ঠ উদ্ধারকারী এমদাদ হোসেন নান্নুর কাছ থেকে হাতেকলমে সাপ উদ্ধার শিখেছেন রাকিব। তাঁদের সঙ্গে অনেক উদ্ধার অভিযানে সঙ্গী ছিলেন তিনি। ফেনী, কক্সবাজার, চকরিয়া, বান্দরবান, পেকুয়া, বাঁশখালীসহ বিভিন্ন জায়গায় সাপ উদ্ধারের কাজে গিয়েছেন রাকিব। যথাযথ সতর্কতা মেনে উদ্ধারকাজ করেন তিনি। হাতে গ্লাভস আর পায়ে গামবুট পরে নেন। এরপরও জীবনে বহুবার নির্বিষ সাপের কামড় খেয়েছেন রাকিব।
২০২২ সালে নান্নুর সঙ্গে গাছের ওপর থেকে ১১ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেন রাকিব। এরপর আর থেমে থাকেননি। তাঁর উদ্ধার করা সাপের মধ্যে আছে অজগর, দাঁড়াশ, ঘরগিন্নী, দুধরাজ, জলঢোঁড়া, হেলে, লাউডগা, নোনাবোড়া, পদ্ম গোখরো, গ্রিন পিট ভাইপার, শঙ্খিনী, কিং কোবরা ইত্যাদি। বাংলাদেশে হাতে গোনা যে কজন কিং কোবরা রেসকিউ করেছেন, রাকিব তাঁদের অন্যতম। রাকিবের দাবি, তাঁর উদ্ধার করা সাপের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে।
ঘটনা ভয়ংকর
গত বছরের একটি ঘটনা রাকিবের মনে বেশ দাগ কেটে আছে। পটিয়ার এক বাড়ি থেকে সাপ উদ্ধারের জন্য সংবাদ এল। যথারীতি সেটি উদ্ধার করতে এলেন তিনি। কিন্তু ঘরে ঢুকে আর সাপ খুঁজে পাচ্ছেন না রাকিব। একপর্যায়ে মেঝে খুঁড়ে একে একে ২২টি পদ্ম গোখরোর বাচ্চাসহ ওই বাড়ি থেকে অন্য একটি সাপও উদ্ধার করেন তিনি।
রাকিব গত বছর বাঁশখালী উপজেলার প্রেমাশিয়া গ্রামে সকাল আটটার দিকে উপস্থিত হন সাপ উদ্ধার করতে। সারা দিন পুরো বাড়ির অনেক জায়গায় খোঁড়াখুঁড়ি করা হয় সাপের দেখা পেতে। কিন্তু সাপ নেই। এদিকে সবাই ক্লান্ত। বাড়ির মালিক শতভাগ নিশ্চিত, সাপ বাড়িতেই আছে। অবশেষে সন্ধ্যা সাতটার দিকে বিষধর পদ্ম গোখরো রেসকিউ করতে সফল হন রাকিব।
সাপ নিয়ে আতঙ্ক নয়
সাপ নিয়ে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। রাকিব জানান, বাংলাদেশে মাত্র কয়েকটি প্রজাতি বাদে প্রায় সব সাপ বিষধর নয়। এদের মধ্যে কালনাগিনী, লাউডগা, হেলে, দাঁড়াশ হাতে নিয়ে খেললেও ছোবল দেয় না। আবার পদ্ম গোখরোর মতো বিষধর সাপ অনেক সময় ছোবল দিয়ে বিষ ঢালে না; যেটাকে বলে ড্রাই বাইট। এ রকমই একটি ড্রাই বাইটের ঘটনা ঘটেছিল রাকিবের মামাতো ভাইয়ের জীবনে।
জাল, মাছ ধরার ফাঁদ ইত্যাদিতে সাপ আটকা পড়ে। তখন তাদের গায়ের চামড়া ছিঁড়ে যায় বা কেটে যায়। এই রকম ৫০টির বেশি সাপ অসুস্থ অবস্থায় উদ্ধার করেন রাকিব। তারপর চিকিৎসা দিয়ে সুস্থ করে ছেড়ে দেন। একবার একটি দাঁড়াশ প্রায় মৃত অবস্থায় উদ্ধার করেন তিনি। সেটিকে তিন মাস নিজের কাছে রেখে সুস্থ করে ছেড়ে দেন। এ বিষয়ে তাঁকে সর্বাত্মক সাহায্য করেন বিখ্যাত রেসকিউয়ার ও সাপ বিষয়ে অভিজ্ঞ সিদ্দিকুর রহমান। পড়াশোনার পাশাপাশি বন্য প্রাণী উদ্ধার কার্যক্রম চালিয়ে যাবেন—এটিই আপাতত রাকিবের ভবিষ্যৎ পরিকল্পনা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১ ঘণ্টা আগেজমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সামার-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৮৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন...
১ ঘণ্টা আগেবাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা–২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত ছেলেদের গ্রুপে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে ২–১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইংরেজি বিভাগ।
১ ঘণ্টা আগে২০২৪–২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ভর্তি পরীক্ষা–সম্পর্কিত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
৮ ঘণ্টা আগে