Ajker Patrika

জবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের কমিটি ঘোষণা, দায়িত্বে যারা

জবি প্রতিনিধি 
কমিটির আহ্বায়ক মাসুদ রানা ও সদস্যসচিব সিফাত হাসান সাকিব। ছবি: সংগৃহীত
কমিটির আহ্বায়ক মাসুদ রানা ও সদস্যসচিব সিফাত হাসান সাকিব। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা ও সদস্যসচিব ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত হাসান সাকিব।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে আছেন মোহাম্মদ মাহিন ও মুখপাত্র নওশীন নাওয়ার জয়া।

এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ আরাফ, মো. ফেরদাউস শেখ, মো. শাহিন মিয়া। যুগ্ম আহ্বায়ক সুমন আলী, মো: সোলেমান হোসেন, সাকিবুল হাসান, আমিনুল ইসলাম, আকরামুল হক আলী, আহমেদ আরাফ, শাহপরান আহমেদ শ্রাবণ, মো. স্বপন মিয়া, আম্মার বিন আসাদ ও তাহমিদুর রহমান

এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুশফিকুর রহমান ও যুগ্ম সদস্যসচিব আশরাফ আরেফিন, কামরুল হাসান রিয়াজ, সাখাওয়াত হোসেন, মাসুদ রানা মাসুম, ইব্রাহিম খলিল, মাশরুর মাহমুদ শাকের। সিনিয়র মুখ্য সংগঠক জুনায়েদ মাসুদ ও সংগঠক ওমর ফারুক শ্রাবণ, আতিকুর রহমান, রাকিব হোসেইন তুষার, তুষার আহমেদ সিয়াম, মো: রাকিবুল হাসান, মেহেদী হাসান এবং সহ মুখপাত্র সিয়াম হোসাইন। এছাড়াও সদস্য হিসেবে আছেন, পূজা মদক, তাফহিম রাফি, মেহেদী হাসান, মোহাম্মদ কায়েপ, বায়েজিদ হোসেইন, মো: রাজিব হোসেইন, মমিতা রাণী সূত্রধর, ফারজানা আক্তার, আব্দুর রহমান, মোহাম্মাদ নাহিদ, মুজাহিদুল ইসলাম, সিদরাতুল মুনতাহা তাওহিদাল, জাকির হোসেন, সুমাইয়া আফরিন, তৈমুর রহমান, মেহরাজ হোসেন তাইমুর, মুজাহিদুল হক জিহাদ, মাহিদ হাসান, সাজ্জাদুল ইসলাম নাঈম এবং উপদেষ্টা সদস্য নূর নবী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১ কিমি খোঁড়ার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

ডিবিপ্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত