বিনোদন ডেস্ক
দীপাবলিতে মেয়ের নাম প্রকাশ করেছেন রণবীর-দীপিকা দম্পতি। ইনস্টাগ্রামে মেয়ের পায়ের একটি ছবি দিয়ে সন্তানের নাম জানিয়েছেন তাঁরা। দীপবীর মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং।
কেন এই নাম, তার ব্যাখ্যাও দিয়েছেন তারকা দম্পতি। লিখেছেন, ‘দুয়া অর্থ প্রার্থনা। কারণ, ও আমাদের অনেক প্রার্থনার ফল।’ সন্তানের নাম প্রকাশের পর তারকা দম্পতি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। ভক্ত থেকে শুরু করে তারকা—সবাই তাঁদের শুভকামনা জানিয়েছেন।
তবে কটাক্ষ করার লোকের সংখ্যাও কম নয়। নেটিজেনদের একাংশ তাঁদের এই নাম বেছে নেওয়ার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। অনেকের অভিযোগ, রণবীর-দীপিকা হিন্দু হয়েও কেন সন্তানের মুসলিম নাম রাখলেন!
নেটিজেনদের এ অংশের দাবি, দুয়া কোনো ভারতীয় সন্তানের সঠিক নাম হতে পারে না। অনেকে আবার একাধিক নামের সাজেশনও দিয়েছেন কমেন্ট বক্সে। একজন লেখেন, ‘দুয়া? কোনো হিন্দু নাম ভালো লাগল না? কেন দুয়া? প্রার্থনা কেন নয়? আপনারা দুজনেই হিন্দু, ভুলে গেছেন নাকি?’
আরেকজনের মন্তব্য, ‘হিন্দির বদলে উর্দু কেন?’ অনেকে তো আগ বাড়িয়ে এটাও বলছেন, ‘প্রার্থনাও তো রাখতে পারতেন। কেন মুসলিম নাম? বলিউড ইচ্ছাকৃত এমন করে। সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত হানছেন ওরা।’ এমন অনেক মন্তব্যে ভরে গেছে দীপিকার পোস্টের কমেন্ট বক্স।
যতই নেতিবাচক মন্তব্য আসুক, ইতিবাচক চিন্তার মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। অনেকে তাই পাল্টা প্রশ্ন রেখেছেন, এ নামে কেন কারো সমস্যা থাকবে? মা-বাবা তাঁদের সন্তানের কী নাম রাখবেন, সেটা একেবারেই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটাতে ধর্মের সিল দেওয়া কোনো সুস্থ মানসিকতা নয়।
দীপাবলিতে মেয়ের নাম প্রকাশ করেছেন রণবীর-দীপিকা দম্পতি। ইনস্টাগ্রামে মেয়ের পায়ের একটি ছবি দিয়ে সন্তানের নাম জানিয়েছেন তাঁরা। দীপবীর মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং।
কেন এই নাম, তার ব্যাখ্যাও দিয়েছেন তারকা দম্পতি। লিখেছেন, ‘দুয়া অর্থ প্রার্থনা। কারণ, ও আমাদের অনেক প্রার্থনার ফল।’ সন্তানের নাম প্রকাশের পর তারকা দম্পতি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। ভক্ত থেকে শুরু করে তারকা—সবাই তাঁদের শুভকামনা জানিয়েছেন।
তবে কটাক্ষ করার লোকের সংখ্যাও কম নয়। নেটিজেনদের একাংশ তাঁদের এই নাম বেছে নেওয়ার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। অনেকের অভিযোগ, রণবীর-দীপিকা হিন্দু হয়েও কেন সন্তানের মুসলিম নাম রাখলেন!
নেটিজেনদের এ অংশের দাবি, দুয়া কোনো ভারতীয় সন্তানের সঠিক নাম হতে পারে না। অনেকে আবার একাধিক নামের সাজেশনও দিয়েছেন কমেন্ট বক্সে। একজন লেখেন, ‘দুয়া? কোনো হিন্দু নাম ভালো লাগল না? কেন দুয়া? প্রার্থনা কেন নয়? আপনারা দুজনেই হিন্দু, ভুলে গেছেন নাকি?’
আরেকজনের মন্তব্য, ‘হিন্দির বদলে উর্দু কেন?’ অনেকে তো আগ বাড়িয়ে এটাও বলছেন, ‘প্রার্থনাও তো রাখতে পারতেন। কেন মুসলিম নাম? বলিউড ইচ্ছাকৃত এমন করে। সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত হানছেন ওরা।’ এমন অনেক মন্তব্যে ভরে গেছে দীপিকার পোস্টের কমেন্ট বক্স।
যতই নেতিবাচক মন্তব্য আসুক, ইতিবাচক চিন্তার মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। অনেকে তাই পাল্টা প্রশ্ন রেখেছেন, এ নামে কেন কারো সমস্যা থাকবে? মা-বাবা তাঁদের সন্তানের কী নাম রাখবেন, সেটা একেবারেই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটাতে ধর্মের সিল দেওয়া কোনো সুস্থ মানসিকতা নয়।
এক রাত থানা হাজতে কাটিয়ে জামিনে মুক্তি পেলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। শনিবার সকালে জেল থেকে বের হন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। জেল থেকে বেরোনোর সময় উপস্থিত সকলের উদ্দেশে হাত নাড়েন এ তারকা..
১৩ ঘণ্টা আগেভারতের পর বাংলাদেশের ওটিটিতেও নাম লিখিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। গত মার্চেই ঘোষণা এসেছিল, আশফাক নিপুনের পরিচালনায় ‘জিম্মি’ ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। অবশেষে শুটিং ফ্লোরে গড়াচ্ছে সিরিজটি। বিষয়টি নিশ্চিত করেছেন জয়া নিজেই। জানালেন, চলতি সপ্তাহে শুরু হবে শুটিং।
১৪ ঘণ্টা আগেগতকাল সকালে ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের শুটিং চলাকালে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেল। একটি ড্রাইভিং দৃশ্যের শুটিং করতে গিয়ে স্কুটি থেকে পড়ে যান তাঁরা। দুর্ঘটনার পর দ্রুত তাঁদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এখন তিনজনই ভ
১৪ ঘণ্টা আগেবিজয় দিবসে রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে প্রচারিত হবে নাটক ‘ছবি কথা বলে’। ইতিমধ্যেই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। কাজী আসাদের রচনায় এটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। অভিনয় করেছেন কাজী আসাদ, মোমেনা চৌধুরী, এ কে আজাদ সেতু, সালহা খানম নাদিয়া, সাব্বির আহমেদ প্রমুখ।
১৪ ঘণ্টা আগে