Ajker Patrika

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার বোনের সঙ্গে ২০ বছর কথাই হয় না নার্গিস ফাখরির

আলিফা ফাখরি ও নার্গিস ফাখরি। ছবি: সংগৃহীত
আলিফা ফাখরি ও নার্গিস ফাখরি। ছবি: সংগৃহীত

নিউইয়র্কের কুইন্সে সাবেক প্রেমিক ও তাঁর বান্ধবীকে খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন ‘রকস্টার’ অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে জনপ্রিয় এই অভিনেত্রীকে। তবে সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ২০ বছর ধরে ওই বোনের সঙ্গে কোনোরকম যোগাযোগ নেই নার্গিসের!

তাঁদের মা বিশ্বাস করতে পারছেন না যে, আলিয়া কাউকে হত্যা করতে পারেন। তিনি বলেন, আলিয়া এমন একটা মেয়ে যে সবাইকে সাহায্য করার চেষ্টা করে।

তিনি জানান, দাঁতের সমস্যার পর থেকে আলিয়া আফিমে আসক্তি হয়ে পড়েছিলেন। এই মাদকাসক্তির থেকে মুক্তির জন্য তিনি লড়াই করে যাচ্ছিলেন। এটি হয়তো তাঁর আচরণে প্রভাব ফেলেছে।

আলিয়া ফাখরির (৪৩) বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি দোতলা একটি গ্যারেজে আগুন ধরিয়ে দেন, এতে অ্যাডওয়ার্ড জ্যাকবস (৩৫) ও আনাস্তাসিয়া ইত্তিয়েনের (৩৩) মৃত্যু হয়।

জেলা অ্যাটর্নি মেলিন্ডা কাটজ সংবাদমাধ্যমকে জানান, গ্যারেজের ওপর তলায় বাস করতেন জ্যাকবস। আলিয়া ফাখরি গত ২ নভেম্বর ভোরে গ্যারেজে এসে তাঁকে লক্ষ্য করে ‘আজ সবাই মরবে’ বলে চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে এক প্রত্যক্ষদর্শী বাইরে আসেন এবং দেখেন ভবনটি দাউ দাউ করে জ্বলছে।

ঘটনার সময় জ্যাকবস ঘুমাচ্ছিলেন। বান্ধবী ইত্তিয়েন আলিয়াকে সতর্ক করার জন্য নেমে এলেও জ্যাকবসকে বাঁচাতে আবার ভেতরে যান। কিন্তু পরে আর কেউই নিরাপদে ভবন থেকে বের হতে পারেননি।

মেলিন্ডা কাটজের অফিস থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্যাকবস এবং ইত্তিয়েনের শ্বাসনালি পুড়ে যায়, তাপজনিত কারণেই তাঁরা মারা যান।

আলিয়া ফাখরির বিরুদ্ধে সরাসরি হত্যার চারটি এবং হত্যার সঙ্গে সম্পৃক্ততার চারটি অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, একটি গ্র্যান্ড জুরি তাঁকে অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত করেছে। সরাসরি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হলে, আলিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি।

এ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।

মেলিন্ডা কাটজ সাংবাদিকদের বলেন, ‘এই মামলায় অভিযোগ করা হয়েছে, আসামি আগুন লাগিয়ে দুজন মানুষের জীবন নৃশংসভাবে শেষ করেছেন। ওই আগুনে আটকা পড়ে একজন পুরুষ এবং একজন নারী পুড়ে মারা যান।’

ঘটনাস্থলের একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বিবরণ দেন। তিনি জানান, পোড়ার গন্ধ পেয়ে তিনি বাইরে বেরিয়ে দেখেন সিঁড়িতে রাখা একটি সোফায় আগুন জ্বলছে। তিনি আগুনের ওপর দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শী বলেন, ইত্তিয়েনও তাঁর সঙ্গে লাফিয়ে পার হলেও, জ্যাকবসকে বাঁচানোর জন্য আবার ভেতরে যান।

প্রত্যক্ষদর্শী আরও জানান, জ্যাকবস ও আলিয়ার সম্পর্ক সুখের ছিল না। আলিয়া আগে একবার জ্যাকবসের বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

জ্যাকবসের মা জ্যানেট নিউইয়র্ক পোস্টকে জানান, প্রায় এক বছর আগে জ্যাকবস আলিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। কিন্তু আলিয়া সেটি মেনে নিতে পারছিলেন না। তিনি আরও বলেন, তাঁর ছেলে প্লাম্বার ছিলেন। গ্যারেজটি একটি অ্যাপার্টমেন্টে রূপান্তরিত করার প্রকল্পে কাজ করছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত