মাত্র ১৬ বছর বয়সে প্রথম পা রেখেছিলেন র্যাম্পে। তারপর আসা অভিনয়ের জগতে। ২০১০ থেকে তামিল, তেলুগু ও বেশ কয়েকটি হিন্দি ছবিতে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। তবে মডেল হিসাবেই তিনি বেশি পরিচিত মুখ। র্যাম্প থেকে শুরু করে সেনসেশনাল ফটোশুট সব জায়গায় সাড়া ফেলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই খোলামেলা ছবিতে উত্তাপ ছড়াতে দেখা যায় এমিকে।
গতকাল বুধবার এমি তাঁর ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নতুন কিছু ছবি। যুক্তরাজ্যের জনপ্রিয় পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে অংশ নেওয়ার আগে নতুন লুকে ধরা দিয়েছেন এমি, যা রীতিমতো ভাইরাল হয়েছে।
তবে এই লুকের জন্য এমি প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হচ্ছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন সার্জারি করেই এই হাল এমির, আবার অনেকের মতে ডায়েট করে এই হাল হয়েছে ব্রিটিশ মডেল-অভিনেত্রীর।
এই লুকে অনেকে এমিকে তুলনা করছেন জনপ্রিয় আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফির সঙ্গে আবার অনেকে মনে করছে অ্যাঞ্জেলিনা জোলির লুক নিতে গিয়ে এই হাল এমির। নেটিজেনদের কাছে এ যেন লেডি কিলিয়ান মার্ফি।
২০১২ সালে ‘এক থা দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন এমি। এরপর ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’-তে দেখা যায় তাঁকে। এরপর রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা গেছে তাঁকে।
মাত্র ১৬ বছর বয়সে প্রথম পা রেখেছিলেন র্যাম্পে। তারপর আসা অভিনয়ের জগতে। ২০১০ থেকে তামিল, তেলুগু ও বেশ কয়েকটি হিন্দি ছবিতে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। তবে মডেল হিসাবেই তিনি বেশি পরিচিত মুখ। র্যাম্প থেকে শুরু করে সেনসেশনাল ফটোশুট সব জায়গায় সাড়া ফেলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই খোলামেলা ছবিতে উত্তাপ ছড়াতে দেখা যায় এমিকে।
গতকাল বুধবার এমি তাঁর ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নতুন কিছু ছবি। যুক্তরাজ্যের জনপ্রিয় পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে অংশ নেওয়ার আগে নতুন লুকে ধরা দিয়েছেন এমি, যা রীতিমতো ভাইরাল হয়েছে।
তবে এই লুকের জন্য এমি প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হচ্ছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন সার্জারি করেই এই হাল এমির, আবার অনেকের মতে ডায়েট করে এই হাল হয়েছে ব্রিটিশ মডেল-অভিনেত্রীর।
এই লুকে অনেকে এমিকে তুলনা করছেন জনপ্রিয় আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফির সঙ্গে আবার অনেকে মনে করছে অ্যাঞ্জেলিনা জোলির লুক নিতে গিয়ে এই হাল এমির। নেটিজেনদের কাছে এ যেন লেডি কিলিয়ান মার্ফি।
২০১২ সালে ‘এক থা দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন এমি। এরপর ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’-তে দেখা যায় তাঁকে। এরপর রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা গেছে তাঁকে।
আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। নির্বাচিত এসব অনুষ্ঠানের খবর নিয়ে এই প্রতিবেদন।
৩ ঘণ্টা আগেআজ বাংলা পঞ্জিকাবর্ষের প্রথম দিন। বাংলা নববর্ষে সারা দেশ আনন্দ উৎসবে মেতে উঠবে। আয়োজন করা হয়েছে কনসার্ট আর সংগীতানুষ্ঠানের। এসব অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতাবেন দেশের খ্যাতিমান শিল্পী ও ব্যান্ড।
৪ ঘণ্টা আগে২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করে নাট্যদল ‘তাড়ুয়া’। এখন পর্যন্ত মঞ্চে তিনটি নাটক নিয়ে এসেছে দলটি। প্রতিষ্ঠার সাত বছরের মাথায় নতুন নাটক নিয়ে আসছে তাড়ুয়া। নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন...
৪ ঘণ্টা আগেবাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে ব্যান্ড নকশীকাঁথা। দলটির ইউটিউব চ্যানেলে গত শনিবার প্রকাশ পেয়েছে ‘জরিনা’ শিরোনামের গানটি। গানের গীতিকার, সুরকার ও গায়ক এবং নকশীকাঁথা ব্যান্ডের প্রধান সাজেদ ফাতেমী জানান, ২০ বছর আগে লেখা হয়েছিল জরিনা। নানা জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখল গানটি।
৪ ঘণ্টা আগে