বলিউডের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী সোনু নিগম। তিনি দীর্ঘদিন সুরকার-গায়ক এ আর রহমানের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি এই সংগীত কিংবদন্তির ব্যক্তিগত বৈশিষ্ট্য ও আচরণ নিয়ে কথা বলেছেন।
সোনু নিগম বলেছেন, এ আর রহমান একজন আপাদমস্তক পেশাদার। তিনি কখনো তাঁর কাজের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ককে প্রভাবিত হতে দেন না। সোনু নিগম স্মরণ করেন, এ আর রহমানের সঙ্গে তাঁর প্রথম কাজ ‘দৌড়’ সিনেমায়। ওই সিনেমায় গান রেকর্ড করার সময় সৃজনশীলতার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন এ আর রহমান।
ওটু ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সোনু নিগম।
সোনু নিগম বলেন, ‘তিনি (এ আর রহমান) ব্যক্তিগত সম্পর্ক রাখেন না। তিনি একান্ত ব্যক্তিগত সম্পর্ক রাখার মতো মানুষই নন। তিনি কারও সামনে সহজে খোলামেলা কথা বলেন না। অন্তত আমি তাঁকে তেমনটি দেখিনি। হয়তো তিনি তাঁর পুরোনো বন্ধুদের সামনে খোলামেলা কথা বলেন, যাঁরা তাঁকে দিলীপ নামে চেনেন।’
চাপা স্বভাবের এ আর রহমান সম্পর্কে সোনু নিগম আরও বলেন, ‘কিন্তু আমি তাঁকে কারও সঙ্গে সহজে খোলামেলা হতে কিংবা কারও সঙ্গে গভীর সম্পর্কে জড়াতে দেখিনি। তিনি খুব বন্ধুবৎসল ব্যক্তি নন। তিনি শুধুই তাঁর কাজের মধ্যে ডুবে থাকেন।’
অন্যের সম্পর্কে মন্তব্য করতে পছন্দ করেন না এ আর রহমান। কারও সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ তাঁর ধাতে নেই। সোনু নিগম বলেন, ‘এ আর রহমান কারও সম্পর্কে খারাপ কথা বলেন না। তিনি তাঁর কাজ আর প্রার্থনার মধ্যেই ডুবে থাকেন। তিনি কাজ করেন আর প্রার্থনা করেন। তিনি কারও সঙ্গে খারাপ আচরণ করেন না। তিনি কারও মনে আঘাত দেন না। তিনি কারও সম্পর্কে খারাপ কথা বলেন না।’
এ আর রহমানকে বলিউড ইন্ডাস্ট্রিতে এক অনন্য ব্যক্তিত্ব উল্লেখ করে সোনু নিগম বলেন, ‘তিনি আলাদা। হয়তো তিনি তাঁর পরিবারের প্রতি নিবেদিত, তবে আমি তাঁকে অন্যদের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ হতে দেখিনি। তিনি কাউকে তাঁর খুব কাছাকাছি আসতে দেন না।’
যুক্তরাষ্ট্রে একটি সফরের কথা স্মরণ করে সোনু নিগম বলেন, ওই সফলে দুজনের সৌজন্য বিনিময় হয়েছিল। সোনু বলেন, ‘তিনি গসিপ (খোশগল্প) করতে জানেন না। এটা তাঁর কোনো ত্রুটি নয়। তিনি এমনই। তিনি আমার বা অন্য কারও সম্পর্কে কিছু জানতে চান না এবং তিনি চান না কেউ তাঁর সম্পর্কে কিছু জানুক। তিনি অনন্য ব্যক্তিত্ব।’
এ আর রহমানের ব্যক্তিগত জীবন আলোচনায় আসে গত নভেম্বরে, যখন স্ত্রী সায়রা বানুর সঙ্গে তিন দশকের সম্পর্কের বিচ্ছেদের ঘোষণা আসে। সেই সময় এ আর রহমানের ভগ্নিপতির একটি পুরোনো সাক্ষাৎকার আবারও অনলাইনে ছড়িয়ে পড়ে। যেখানে এ আর রহমান সম্পর্কে তিনি বলেন, এই সংগীত কিংবদন্তি খুব বেশি কথা বলতে পছন্দ করেন না। তিনি গসিপে আগ্রহী নন।
এ আর রহমান ও সোনু নিগম ‘সাতরঙ্গি রে’ (দিল সে), ‘আয়ো রে সখী’ (ওয়াটার)-এর মতো গান তৈরিতে একসঙ্গে কাজ করেছেন।
বলিউডের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী সোনু নিগম। তিনি দীর্ঘদিন সুরকার-গায়ক এ আর রহমানের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি এই সংগীত কিংবদন্তির ব্যক্তিগত বৈশিষ্ট্য ও আচরণ নিয়ে কথা বলেছেন।
সোনু নিগম বলেছেন, এ আর রহমান একজন আপাদমস্তক পেশাদার। তিনি কখনো তাঁর কাজের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ককে প্রভাবিত হতে দেন না। সোনু নিগম স্মরণ করেন, এ আর রহমানের সঙ্গে তাঁর প্রথম কাজ ‘দৌড়’ সিনেমায়। ওই সিনেমায় গান রেকর্ড করার সময় সৃজনশীলতার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন এ আর রহমান।
ওটু ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সোনু নিগম।
সোনু নিগম বলেন, ‘তিনি (এ আর রহমান) ব্যক্তিগত সম্পর্ক রাখেন না। তিনি একান্ত ব্যক্তিগত সম্পর্ক রাখার মতো মানুষই নন। তিনি কারও সামনে সহজে খোলামেলা কথা বলেন না। অন্তত আমি তাঁকে তেমনটি দেখিনি। হয়তো তিনি তাঁর পুরোনো বন্ধুদের সামনে খোলামেলা কথা বলেন, যাঁরা তাঁকে দিলীপ নামে চেনেন।’
চাপা স্বভাবের এ আর রহমান সম্পর্কে সোনু নিগম আরও বলেন, ‘কিন্তু আমি তাঁকে কারও সঙ্গে সহজে খোলামেলা হতে কিংবা কারও সঙ্গে গভীর সম্পর্কে জড়াতে দেখিনি। তিনি খুব বন্ধুবৎসল ব্যক্তি নন। তিনি শুধুই তাঁর কাজের মধ্যে ডুবে থাকেন।’
অন্যের সম্পর্কে মন্তব্য করতে পছন্দ করেন না এ আর রহমান। কারও সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ তাঁর ধাতে নেই। সোনু নিগম বলেন, ‘এ আর রহমান কারও সম্পর্কে খারাপ কথা বলেন না। তিনি তাঁর কাজ আর প্রার্থনার মধ্যেই ডুবে থাকেন। তিনি কাজ করেন আর প্রার্থনা করেন। তিনি কারও সঙ্গে খারাপ আচরণ করেন না। তিনি কারও মনে আঘাত দেন না। তিনি কারও সম্পর্কে খারাপ কথা বলেন না।’
এ আর রহমানকে বলিউড ইন্ডাস্ট্রিতে এক অনন্য ব্যক্তিত্ব উল্লেখ করে সোনু নিগম বলেন, ‘তিনি আলাদা। হয়তো তিনি তাঁর পরিবারের প্রতি নিবেদিত, তবে আমি তাঁকে অন্যদের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ হতে দেখিনি। তিনি কাউকে তাঁর খুব কাছাকাছি আসতে দেন না।’
যুক্তরাষ্ট্রে একটি সফরের কথা স্মরণ করে সোনু নিগম বলেন, ওই সফলে দুজনের সৌজন্য বিনিময় হয়েছিল। সোনু বলেন, ‘তিনি গসিপ (খোশগল্প) করতে জানেন না। এটা তাঁর কোনো ত্রুটি নয়। তিনি এমনই। তিনি আমার বা অন্য কারও সম্পর্কে কিছু জানতে চান না এবং তিনি চান না কেউ তাঁর সম্পর্কে কিছু জানুক। তিনি অনন্য ব্যক্তিত্ব।’
এ আর রহমানের ব্যক্তিগত জীবন আলোচনায় আসে গত নভেম্বরে, যখন স্ত্রী সায়রা বানুর সঙ্গে তিন দশকের সম্পর্কের বিচ্ছেদের ঘোষণা আসে। সেই সময় এ আর রহমানের ভগ্নিপতির একটি পুরোনো সাক্ষাৎকার আবারও অনলাইনে ছড়িয়ে পড়ে। যেখানে এ আর রহমান সম্পর্কে তিনি বলেন, এই সংগীত কিংবদন্তি খুব বেশি কথা বলতে পছন্দ করেন না। তিনি গসিপে আগ্রহী নন।
এ আর রহমান ও সোনু নিগম ‘সাতরঙ্গি রে’ (দিল সে), ‘আয়ো রে সখী’ (ওয়াটার)-এর মতো গান তৈরিতে একসঙ্গে কাজ করেছেন।
আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। নির্বাচিত এসব অনুষ্ঠানের খবর নিয়ে এই প্রতিবেদন।
৩ ঘণ্টা আগেআজ বাংলা পঞ্জিকাবর্ষের প্রথম দিন। বাংলা নববর্ষে সারা দেশ আনন্দ উৎসবে মেতে উঠবে। আয়োজন করা হয়েছে কনসার্ট আর সংগীতানুষ্ঠানের। এসব অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতাবেন দেশের খ্যাতিমান শিল্পী ও ব্যান্ড।
৪ ঘণ্টা আগে২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করে নাট্যদল ‘তাড়ুয়া’। এখন পর্যন্ত মঞ্চে তিনটি নাটক নিয়ে এসেছে দলটি। প্রতিষ্ঠার সাত বছরের মাথায় নতুন নাটক নিয়ে আসছে তাড়ুয়া। নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন...
৪ ঘণ্টা আগেবাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে ব্যান্ড নকশীকাঁথা। দলটির ইউটিউব চ্যানেলে গত শনিবার প্রকাশ পেয়েছে ‘জরিনা’ শিরোনামের গানটি। গানের গীতিকার, সুরকার ও গায়ক এবং নকশীকাঁথা ব্যান্ডের প্রধান সাজেদ ফাতেমী জানান, ২০ বছর আগে লেখা হয়েছিল জরিনা। নানা জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখল গানটি।
৪ ঘণ্টা আগে