বিনোদন ডেস্ক
আজ বৃহস্পতিবার ৫৮ বছরে পা রাখলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। জন্মদিনের আগের রাত থেকেই ভিড় জমেছিল মান্নাতের সামনে। সবাই অপেক্ষায় ছিলেন কখন বাড়ির বেলকনিতে আসবেন বাদশাহ। হাত নাড়বেন, অপেক্ষমাণ জনতার উদ্দেশে ছুড়ে দেবেন চুমু। জন্মদিনে রাত ১২টা বাজতে না বাজতেই মান্নাতের বাইরে অপেক্ষমাণ ভক্তদের জন্য দেখা দেন শাহরুখ খান। আর আজ দুপুরে ভক্তদের জন্য প্রকাশ্যে আনলেন মুক্তি প্রতীক্ষিত ‘ডানকি’ সিনেমার প্রথম টিজার।
টিজারটি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘গল্পটা কিছু সাধারণ মানুষের। যারা নিজেদের ইচ্ছা ও স্বপ্ন পূরণ করতে চায় ভালোবাসার জন্য, বন্ধুত্বের জন্য এবং সবচেয়ে বড় কথা একসঙ্গে থাকার জন্য। সবশেষে নিজের ভিটে-মাটির সঙ্গেও বন্ধুত্বের কথা গল্প বলে এই সিনেমা। মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প বলেছেন রাজকুমার হিরানি। এই জার্নিতে অংশগ্রহণ করা আমার কাছে অনেক সম্মানের। আশা করছি, আপনারাও এই জার্নির সাক্ষী হবেন। ডানকির প্রথম টিজার আপনাদের জন্য। বিশ্বদরবারে এই সিনেমা মুক্তি পাবে বড়দিনের আবহে।’
টিজারে শাহরুখের লুক দেখে কেউ মিল পেতে পারেন ‘ফ্যান’ সিনেমার লুকের সঙ্গে, কেউ আবার ‘জিরো’র হিরোর লুকের প্রসঙ্গও টানতে পারেন। খুব স্বাভাবিকভাবেই সিনেমাটি চিত্রনাট্যে যে চমক রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
টিজারে দেখা যায়, বন্ধুরাই যেন হার্ডির (শাহরুখ) পরিবার। আর তাঁর চার বন্ধু মানু (তাপসী পান্নু), বগ্গু (বিক্রম কোচার), বাল্লি (সুনীল গ্রোভার), সুখী (ভিকি কৌশল)। আর হার্ডির এই চার বন্ধুই যেতে চায় লন্ডন। এই সিদ্ধান্তই বদলে দেয় তাঁদের জীবন। সকলের স্বপ্ন পূরণের ভার নিজের কাঁধে তুলে নেওয়া শাহরুখ ঠিক কোন কোন ঝুঁকি নিতে চলেছেন, তা নিয়েই সিনেমাটির গল্প বলে প্রাথমিকভাবে অনুমান করা যায়। এর পরবর্তী টিজারের অপেক্ষায় এখন শাহরুখ ভক্তরা।
পরিচালক রাজকুমার হিরানি টিজার শেয়ার করে লিখেছেন, ‘এই ছবির মূলমন্ত্র হচ্ছে বন্ধুত্ব, ভালোবাসা ও এক স্বপ্নের জার্নি।’
গৌরী খান, রাজকুমার হিরানি আর জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ডানকি’। আর তাতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন–ধর্মেন্দ্র, তাপসী পান্নু, ভিকি কৌশল, দিয়া মির্জা, বোমন ইরানি, সতীশ শাহ, পরীক্ষিত সাহনি।
‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজি, ‘সঞ্জু’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন রাজকুমার হিরানি। এমন পরিচালকের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে যে বলিউড বাদশা আবারও বক্স অফিসে দাপট দেখাবেন, তা টিজার দেখেই অনুমান করছেন শাহরুখের ভক্তরা।
উল্লেখ, ২০২৩ সালটা যেন স্বপ্নের মতো গেছে শাহরুখের। দুটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এ বছর তিনি। জিরোর ব্যর্থতার পর চার বছরের বিরতি নিয়ে ফিরেই দুটি সিনেমা আনলেন, যা ব্যবসা করেছে ১ হাজার কোটির ওপরে। শুধু চলতি বছরের নয়, ভারতের বাজারে বলিউডের সর্বাধিক উপার্জিত সিনেমার তালিকায় সবার ওপরে এখন ‘জওয়ান’, আর ৩ নম্বরে রয়েছে ‘পাঠান’।
আজ বৃহস্পতিবার ৫৮ বছরে পা রাখলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। জন্মদিনের আগের রাত থেকেই ভিড় জমেছিল মান্নাতের সামনে। সবাই অপেক্ষায় ছিলেন কখন বাড়ির বেলকনিতে আসবেন বাদশাহ। হাত নাড়বেন, অপেক্ষমাণ জনতার উদ্দেশে ছুড়ে দেবেন চুমু। জন্মদিনে রাত ১২টা বাজতে না বাজতেই মান্নাতের বাইরে অপেক্ষমাণ ভক্তদের জন্য দেখা দেন শাহরুখ খান। আর আজ দুপুরে ভক্তদের জন্য প্রকাশ্যে আনলেন মুক্তি প্রতীক্ষিত ‘ডানকি’ সিনেমার প্রথম টিজার।
টিজারটি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘গল্পটা কিছু সাধারণ মানুষের। যারা নিজেদের ইচ্ছা ও স্বপ্ন পূরণ করতে চায় ভালোবাসার জন্য, বন্ধুত্বের জন্য এবং সবচেয়ে বড় কথা একসঙ্গে থাকার জন্য। সবশেষে নিজের ভিটে-মাটির সঙ্গেও বন্ধুত্বের কথা গল্প বলে এই সিনেমা। মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প বলেছেন রাজকুমার হিরানি। এই জার্নিতে অংশগ্রহণ করা আমার কাছে অনেক সম্মানের। আশা করছি, আপনারাও এই জার্নির সাক্ষী হবেন। ডানকির প্রথম টিজার আপনাদের জন্য। বিশ্বদরবারে এই সিনেমা মুক্তি পাবে বড়দিনের আবহে।’
টিজারে শাহরুখের লুক দেখে কেউ মিল পেতে পারেন ‘ফ্যান’ সিনেমার লুকের সঙ্গে, কেউ আবার ‘জিরো’র হিরোর লুকের প্রসঙ্গও টানতে পারেন। খুব স্বাভাবিকভাবেই সিনেমাটি চিত্রনাট্যে যে চমক রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
টিজারে দেখা যায়, বন্ধুরাই যেন হার্ডির (শাহরুখ) পরিবার। আর তাঁর চার বন্ধু মানু (তাপসী পান্নু), বগ্গু (বিক্রম কোচার), বাল্লি (সুনীল গ্রোভার), সুখী (ভিকি কৌশল)। আর হার্ডির এই চার বন্ধুই যেতে চায় লন্ডন। এই সিদ্ধান্তই বদলে দেয় তাঁদের জীবন। সকলের স্বপ্ন পূরণের ভার নিজের কাঁধে তুলে নেওয়া শাহরুখ ঠিক কোন কোন ঝুঁকি নিতে চলেছেন, তা নিয়েই সিনেমাটির গল্প বলে প্রাথমিকভাবে অনুমান করা যায়। এর পরবর্তী টিজারের অপেক্ষায় এখন শাহরুখ ভক্তরা।
পরিচালক রাজকুমার হিরানি টিজার শেয়ার করে লিখেছেন, ‘এই ছবির মূলমন্ত্র হচ্ছে বন্ধুত্ব, ভালোবাসা ও এক স্বপ্নের জার্নি।’
গৌরী খান, রাজকুমার হিরানি আর জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ডানকি’। আর তাতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন–ধর্মেন্দ্র, তাপসী পান্নু, ভিকি কৌশল, দিয়া মির্জা, বোমন ইরানি, সতীশ শাহ, পরীক্ষিত সাহনি।
‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজি, ‘সঞ্জু’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন রাজকুমার হিরানি। এমন পরিচালকের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে যে বলিউড বাদশা আবারও বক্স অফিসে দাপট দেখাবেন, তা টিজার দেখেই অনুমান করছেন শাহরুখের ভক্তরা।
উল্লেখ, ২০২৩ সালটা যেন স্বপ্নের মতো গেছে শাহরুখের। দুটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এ বছর তিনি। জিরোর ব্যর্থতার পর চার বছরের বিরতি নিয়ে ফিরেই দুটি সিনেমা আনলেন, যা ব্যবসা করেছে ১ হাজার কোটির ওপরে। শুধু চলতি বছরের নয়, ভারতের বাজারে বলিউডের সর্বাধিক উপার্জিত সিনেমার তালিকায় সবার ওপরে এখন ‘জওয়ান’, আর ৩ নম্বরে রয়েছে ‘পাঠান’।
শাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
৮ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
১০ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
১৩ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
১৪ ঘণ্টা আগে