Ajker Patrika

টাইগার-পাঠান-ওয়ার ও সিআইডি যার সৃষ্টি, কে এই রাঘবন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৮: ২৯
টাইগার-পাঠান-ওয়ার ও সিআইডি যার সৃষ্টি, কে এই রাঘবন

মুক্তির মাত্র তিন দিনেই আয় ২০০ কোটি রুপি পেরিয়েছে সালমান খান অভিনীত যশরাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’। ‘পাঠান’ ও ‘জওয়ানে’র পর তৃতীয় সিনেমা হিসেবে মাত্র দুই দিনেই ১০০ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। এর মধ্যে শাহরুখের পাঠান ও সালমানের টাইগার থ্রি উভয়ই আদিত্য চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের। যশরাজ স্পাই ইউনিভার্সের এই সিনেমার সবগুলো ব্লকবাস্টার। এই স্পাই ইউনিভার্সের পরিকল্পনা এল কার মাথা থেকে?

শাহরুখের পাঠান সিনেমায় টাইগার চরিত্রে সালমানের ক্যামিও, সালমানের টাইগার থ্রির শাহরুখ ও কবির চরিত্রে হৃতিক রোশনের অন্তর্ভুক্তি এসেছে একজনের মাথা থেকেই। তাঁর নাম শ্রীধর রাঘবন। তিনি ভারতের জনপ্রিয় চিত্রনাট্যকারদের একজন।

প্রযুক্তিগতভাবে, স্পাই ইউনিভার্স ২০১১ সালের টাইগার ফ্র‍্যাঞ্চাইজির ‘টাইগার জিন্দা হ্যায়’ দিয়ে শুরু হয়েছিল। সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটির ‘এক থা টাইগার’ ব্যবসায়িক সফলতা পাওয়ার পাঁচ বছর পর মুক্তি পায় এর সিক্যুয়াল, আরেক ব্যবসাসফল সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’।

আর টাইগার থ্রি পাইপলাইনে থাকার সময়ই প্রযোজক আদিত্য চোপড়া পাঠান বানানোর পরিকল্পনা করেন। এর সঙ্গে স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে টাইগার এবং পাঠান চরিত্রের বিকাশ ঘটানোর কথাও ভেবেছিলেন তিনি।

চিত্রনাট্যকার শ্রীধর রাঘবন।টাইগার থ্রি ও পাঠানের প্লট আদিত্য চোপড়া নিজে লিখেছিলেন। পরে এই দুই সিনেমার চিত্রনাট্যের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেন শ্রীধর রাঘবনকে। যিনি এরই মধ্যে ‘ওয়ার’-এর চিত্রনাট্য লিখে ফেলেছিলেন। হৃতিক রোশন অভিনীত এই সিনেমা মুক্তি পায় ২০১৯ সালে। ফলে রাঘবন একমাত্র ব্যক্তি যিনি ওয়ার সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রগুলো সম্পর্কে আগে থেকেই ভালোভাবে জানতেন।

সেই কারণেই যখন রাঘবন পাঠানের চিত্রনাট্য লিখতে শুরু করেন, তখন তিনি ওয়ার থেকে কয়েকটি চরিত্র ধার করেছিলেন এবং পাঠানের চিত্রনাট্যে সেগুলো যুক্ত করেন। টাইগার থ্রির সঙ্গে তিনি একইভাবে ‘পাঠান ও ওয়ারের চরিত্রগুলোকে ‘থ্রিকুয়েলে’ যুক্ত করেন, যার ফলে একটি স্পাই ইউনিভার্স তৈরি হয় যা যশরাজের তিনটি আইকনিক স্পাইকে এক পর্দায় এনেছে।

শ্রীধর রাঘবন সিনেমা জগতে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। ‘ব্লাফমাস্টার’, ‘চাঁদনি চক টু চায়না’ এবং ‘অপহরণ’-এর মতো সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। এ ছাড়া তিনি ৯১ পর্বের বিখ্যাত টিভি গোয়েন্দা সিরিয়াল সিআইডির ক্রিয়েটিভ প্রোডিউসার ছিলেন তিনি। তাঁর তত্ত্বাবধানে নতুন নতুন চরিত্র যোগ করা হয় এতে। ২০১৯ সালে তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য অনিল কাপুর ও আদিত্য রায় কাপুর অভিনীত ‘দ্য নাইট ম্যানেজার অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস’-এর চিত্রনাট্যও লেখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত