বিনোদন ডেস্ক
অনেক কিছু ঘটে গেছে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে। আমির খান যখন ঘোষণা দেন, কালজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি করবেন; চমকে গিয়েছিল ভক্তরা। পক্ষে বিপক্ষে নানা মতামত এসেছিল। সিনেমাটি মুক্তির পর নেতিবাচক প্রতিক্রিয়ার পাল্লাই ভারি ছিল।
দর্শক একেবারেই পছন্দ করেননি লাল সিং চাড্ডা। সমালোচিত হয় এ সিনেমায় আমির খানের অভিনয়ও। সিনেমার ব্যর্থতার পরে প্রায় এক বছর নিজেকে আড়ালে রেখেছিলেন আমির। অভিনয় থেকেও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট।
লাল সিং চাড্ডায় অনেক ভুল করেছেন, পরবর্তী সময় এটা নিজেও বুঝতে পেরেছিলেন আমির খান। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এ সিনেমায় কিছু ভুল ছিল, সে কারণে দর্শক সিনেমাটি পছন্দ করেননি। আমি আমার পারফরম্যান্সকে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলাম, তবে পুরো সিনেমায় তা ধরে রাখতে পারিনি। একজন অভিনয়শিল্পী হিসেবে এটা আমার ঘাটতি ছিল। এটা আমার জন্য বড় শিক্ষা।’
তবে লাল সিং চাড্ডা নিয়ে উল্টো কথা জানালেন ফরেস্ট গাম্প অভিনেতা টম হ্যাঙ্কস। সিনেমাটি তিনি দেখেছেন। তাঁর মতে, ফরেস্ট গাম্পের রিমেকে আমির খান অনেক ভালো করেছেন। সিনেমাটিকে অসাধারণ বলে মন্তব্য করেছেন টম হ্যাঙ্কস।
টম হ্যাঙ্কসের নতুন সিনেমা ‘হেয়ার’ মুক্তি পেয়েছে ১ নভেম্বর। এতে তিন দশক পর একসঙ্গে অভিনয় করেছেন ফরেস্ট গাম্পের জুটি টম হ্যাঙ্কস ও রবিন রাইট। হেয়ারের প্রচারে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। এক সাক্ষাৎকারে তাঁর কাছে জানতে চাওয়া হয়, আমির খান অভিনীত ফরেস্ট গাম্পের রিমেকটি তিনি দেখেছেন কিনা!
জবাবে টম হ্যাঙ্কস বলেন, ‘আমি দেখেছি। অসাধারণ। একটি সিনেমাকে ভিত্তি করে কীভাবে আরেকটি সিনেমা তৈরি হয়, এটা তার উজ্জল উদাহরণ। আমরা এমন অনেক সিনেমা দেখেছি, যাতে আরও অনেক সিনেমার ক্রিয়েটিভ প্রসেস অনুসরণ করা হয়েছে। প্রত্যেকটি সিনেমা বিশ্বব্যাপী মানুষের চেতনায় প্রভাব ফেলে, আপনি না পারবেন পালাতে, না পারবেন ভুলতে।’
টম হ্যাঙ্কস আরও বলেন, ‘ফরেস্ট গাম্প ও লাল সিং চাড্ডা—দুই সিনেমার পার্থক্য ও মিলগুলো খেয়াল করুন। দুটি সিনেমা তৈরি হয়েছে সম্পূর্ণ আলাদা সাংস্কৃতিক প্রেক্ষাপটে। দুটি সিনেমাই একই গল্প বলছে, অথচ এমন নতুন কিছু বিষয় যুক্ত করা হয়েছে লাল সিং চাড্ডায়, যা নতুন সম্ভাবনা তৈরি করেছে। আমি মনে করি, এটিকে উদ্যাপন করা উচিত।’
অনেক কিছু ঘটে গেছে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে। আমির খান যখন ঘোষণা দেন, কালজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি করবেন; চমকে গিয়েছিল ভক্তরা। পক্ষে বিপক্ষে নানা মতামত এসেছিল। সিনেমাটি মুক্তির পর নেতিবাচক প্রতিক্রিয়ার পাল্লাই ভারি ছিল।
দর্শক একেবারেই পছন্দ করেননি লাল সিং চাড্ডা। সমালোচিত হয় এ সিনেমায় আমির খানের অভিনয়ও। সিনেমার ব্যর্থতার পরে প্রায় এক বছর নিজেকে আড়ালে রেখেছিলেন আমির। অভিনয় থেকেও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট।
লাল সিং চাড্ডায় অনেক ভুল করেছেন, পরবর্তী সময় এটা নিজেও বুঝতে পেরেছিলেন আমির খান। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এ সিনেমায় কিছু ভুল ছিল, সে কারণে দর্শক সিনেমাটি পছন্দ করেননি। আমি আমার পারফরম্যান্সকে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলাম, তবে পুরো সিনেমায় তা ধরে রাখতে পারিনি। একজন অভিনয়শিল্পী হিসেবে এটা আমার ঘাটতি ছিল। এটা আমার জন্য বড় শিক্ষা।’
তবে লাল সিং চাড্ডা নিয়ে উল্টো কথা জানালেন ফরেস্ট গাম্প অভিনেতা টম হ্যাঙ্কস। সিনেমাটি তিনি দেখেছেন। তাঁর মতে, ফরেস্ট গাম্পের রিমেকে আমির খান অনেক ভালো করেছেন। সিনেমাটিকে অসাধারণ বলে মন্তব্য করেছেন টম হ্যাঙ্কস।
টম হ্যাঙ্কসের নতুন সিনেমা ‘হেয়ার’ মুক্তি পেয়েছে ১ নভেম্বর। এতে তিন দশক পর একসঙ্গে অভিনয় করেছেন ফরেস্ট গাম্পের জুটি টম হ্যাঙ্কস ও রবিন রাইট। হেয়ারের প্রচারে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। এক সাক্ষাৎকারে তাঁর কাছে জানতে চাওয়া হয়, আমির খান অভিনীত ফরেস্ট গাম্পের রিমেকটি তিনি দেখেছেন কিনা!
জবাবে টম হ্যাঙ্কস বলেন, ‘আমি দেখেছি। অসাধারণ। একটি সিনেমাকে ভিত্তি করে কীভাবে আরেকটি সিনেমা তৈরি হয়, এটা তার উজ্জল উদাহরণ। আমরা এমন অনেক সিনেমা দেখেছি, যাতে আরও অনেক সিনেমার ক্রিয়েটিভ প্রসেস অনুসরণ করা হয়েছে। প্রত্যেকটি সিনেমা বিশ্বব্যাপী মানুষের চেতনায় প্রভাব ফেলে, আপনি না পারবেন পালাতে, না পারবেন ভুলতে।’
টম হ্যাঙ্কস আরও বলেন, ‘ফরেস্ট গাম্প ও লাল সিং চাড্ডা—দুই সিনেমার পার্থক্য ও মিলগুলো খেয়াল করুন। দুটি সিনেমা তৈরি হয়েছে সম্পূর্ণ আলাদা সাংস্কৃতিক প্রেক্ষাপটে। দুটি সিনেমাই একই গল্প বলছে, অথচ এমন নতুন কিছু বিষয় যুক্ত করা হয়েছে লাল সিং চাড্ডায়, যা নতুন সম্ভাবনা তৈরি করেছে। আমি মনে করি, এটিকে উদ্যাপন করা উচিত।’
দীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
৭ ঘণ্টা আগেপারিশ্রমিক বিষয়ক জটিলতার কারণে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় আইটেম গানে পারফর্মের প্রস্তাব ফিরিয়ে দেন শ্রদ্ধা কাপুর। এবার খবর পাওয়া গেল, ‘ওয়ার ২’ সিনেমার আইটেম গানে নাচবেন তিনি।
৭ ঘণ্টা আগেবলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। তাঁরা বরাবরই তাঁদের সম্পর্কের রসায়ন ও পারস্পরিক সমর্থনের মাধ্যমে ‘কাপল গোলস’ তৈরি করেছেন। তবে সম্প্রতি তাঁদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছে। আম্বানি পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে দুজন পৃথকভাবে উপস্থিত হওয়ার পর থেকে সেই গুজব আরও ডালাপালা...
১০ ঘণ্টা আগেশুটিং সেটে আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ তুলেছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। বুধবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এমন অভিযোগ তোলেন এই অভিনেত্রী...
১১ ঘণ্টা আগে