বিনোদন ডেস্ক
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আমির খানের ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। এই মুহূর্তে বন্ধুর পাশে দাঁড়াতে তাই গুজরাটে উড়ে গেলেন তিনি। সেখানকার কচ্ছ জেলার ভূজ শহরের কোতাই গ্রামে তাঁর সেই বন্ধুর বাড়ি। যেখানে বিখ্যাত ‘লগান’ ছবির শুটিং হয়েছিল। আর শুটিংয়ের মাধ্যমেই কচ্ছ জেলার কোতাই গ্রামের বাসিন্দা মহাবীর চাঁদের সঙ্গে আমিরের বন্ধুত্ব।
ভারতীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে আমির খান বলেন, ‘আমি এই খারাপ খবর পেয়ে হঠাৎ এখানে চলে এসেছি। আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু দানা ভাই, ভূজের কাছে কোতাই গ্রামের বাসিন্দা। লগানের সময় আমরা এখানে প্রায় এক বছর ছিলাম। সে সময় এখানে ছয় মাস শুটিং করেছি। দানা ভাই তখন আমাদের অনেক সাহায্য করেছিলেন। এটা একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে উঠেছিল। গতকাল (সোমবার) আমি তাঁর পরিবারে ঘটে যাওয়া এই খারাপ খবরটা জানতে পারি। তাঁর মেয়ে এক দুর্ঘটনায় মারা গেছে। আমি শুনে হতবাক হয়েছি, তাই আমি তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে এখানে এসেছি।’
যোগ করে অভিনেতা আরও বলেন, ‘আমি যখন এই খারাপ খবর শুনি, তখন আমি দক্ষিণে, সঙ্গে সঙ্গেই আমি আমার অন্য পরিকল্পনা পরিবর্তন করে এখানে চলে এসেছি। জীবন অনিশ্চিত এবং সবাইকে অবশেষে এই দুঃখজনক মুহূর্তের মুখোমুখি হতে হয়। দুঃখের সময়ে, আমি আমার বন্ধুর পাশে দাঁড়াতে, তাঁর কাছে থাকতে চেয়েছিলাম। সন্তান হারানো যেকোনো বাবা-মায়ের কাছেই অবিশ্বাস্যভাবে কঠিন।’
প্রসঙ্গত, বর্তমানে আমির খানের ব্যস্ততা পরবর্তী সিনেমা ‘লাহোর: ১৯৪৭’ নিয়ে। রাজকুমার সন্তোষী পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের কথা রয়েছে সানি দেওলের।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আমির খানের ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। এই মুহূর্তে বন্ধুর পাশে দাঁড়াতে তাই গুজরাটে উড়ে গেলেন তিনি। সেখানকার কচ্ছ জেলার ভূজ শহরের কোতাই গ্রামে তাঁর সেই বন্ধুর বাড়ি। যেখানে বিখ্যাত ‘লগান’ ছবির শুটিং হয়েছিল। আর শুটিংয়ের মাধ্যমেই কচ্ছ জেলার কোতাই গ্রামের বাসিন্দা মহাবীর চাঁদের সঙ্গে আমিরের বন্ধুত্ব।
ভারতীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে আমির খান বলেন, ‘আমি এই খারাপ খবর পেয়ে হঠাৎ এখানে চলে এসেছি। আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু দানা ভাই, ভূজের কাছে কোতাই গ্রামের বাসিন্দা। লগানের সময় আমরা এখানে প্রায় এক বছর ছিলাম। সে সময় এখানে ছয় মাস শুটিং করেছি। দানা ভাই তখন আমাদের অনেক সাহায্য করেছিলেন। এটা একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে উঠেছিল। গতকাল (সোমবার) আমি তাঁর পরিবারে ঘটে যাওয়া এই খারাপ খবরটা জানতে পারি। তাঁর মেয়ে এক দুর্ঘটনায় মারা গেছে। আমি শুনে হতবাক হয়েছি, তাই আমি তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে এখানে এসেছি।’
যোগ করে অভিনেতা আরও বলেন, ‘আমি যখন এই খারাপ খবর শুনি, তখন আমি দক্ষিণে, সঙ্গে সঙ্গেই আমি আমার অন্য পরিকল্পনা পরিবর্তন করে এখানে চলে এসেছি। জীবন অনিশ্চিত এবং সবাইকে অবশেষে এই দুঃখজনক মুহূর্তের মুখোমুখি হতে হয়। দুঃখের সময়ে, আমি আমার বন্ধুর পাশে দাঁড়াতে, তাঁর কাছে থাকতে চেয়েছিলাম। সন্তান হারানো যেকোনো বাবা-মায়ের কাছেই অবিশ্বাস্যভাবে কঠিন।’
প্রসঙ্গত, বর্তমানে আমির খানের ব্যস্ততা পরবর্তী সিনেমা ‘লাহোর: ১৯৪৭’ নিয়ে। রাজকুমার সন্তোষী পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের কথা রয়েছে সানি দেওলের।
শাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
৫ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
৭ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
৯ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
১১ ঘণ্টা আগে