Ajker Patrika

বন্ধুর কন্যার মৃত্যুর খবরে লগান খ্যাত কোতাই গ্রামে আমির

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৭: ১১
বন্ধুর কন্যার মৃত্যুর খবরে লগান খ্যাত কোতাই গ্রামে আমির

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আমির খানের ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। এই মুহূর্তে বন্ধুর পাশে দাঁড়াতে তাই গুজরাটে উড়ে গেলেন তিনি। সেখানকার কচ্ছ জেলার ভূজ শহরের কোতাই গ্রামে তাঁর সেই বন্ধুর বাড়ি। যেখানে বিখ্যাত ‘লগান’ ছবির শুটিং হয়েছিল। আর শুটিংয়ের মাধ্যমেই কচ্ছ জেলার কোতাই গ্রামের বাসিন্দা মহাবীর চাঁদের সঙ্গে আমিরের বন্ধুত্ব।

ভারতীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে আমির খান বলেন, ‘আমি এই খারাপ খবর পেয়ে হঠাৎ এখানে চলে এসেছি। আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু দানা ভাই, ভূজের কাছে কোতাই গ্রামের বাসিন্দা। লগানের সময় আমরা এখানে প্রায় এক বছর ছিলাম। সে সময় এখানে ছয় মাস শুটিং করেছি। দানা ভাই তখন আমাদের অনেক সাহায্য করেছিলেন। এটা একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে উঠেছিল। গতকাল (সোমবার) আমি তাঁর পরিবারে ঘটে যাওয়া এই খারাপ খবরটা জানতে পারি। তাঁর মেয়ে এক দুর্ঘটনায় মারা গেছে। আমি শুনে হতবাক হয়েছি, তাই আমি তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে এখানে এসেছি।’

যোগ করে অভিনেতা আরও বলেন, ‘আমি যখন এই খারাপ খবর শুনি, তখন আমি দক্ষিণে, সঙ্গে সঙ্গেই আমি আমার অন্য পরিকল্পনা পরিবর্তন করে এখানে চলে এসেছি। জীবন অনিশ্চিত এবং সবাইকে অবশেষে এই দুঃখজনক মুহূর্তের মুখোমুখি হতে হয়। দুঃখের সময়ে, আমি আমার বন্ধুর পাশে দাঁড়াতে, তাঁর কাছে থাকতে চেয়েছিলাম। সন্তান হারানো যেকোনো বাবা-মায়ের কাছেই অবিশ্বাস্যভাবে কঠিন।’

কচ্ছরের কোতাই গ্রামে বন্ধু মহাবীর চাঁদের সঙ্গে আমির।প্রসঙ্গত, বর্তমানে আমির খানের ব্যস্ততা পরবর্তী সিনেমা ‘লাহোর: ১৯৪৭’ নিয়ে। রাজকুমার সন্তোষী পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের কথা রয়েছে সানি দেওলের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত