বিনোদন ডেস্ক
মুক্তির পর থেকেই বক্স অফিসে ধুঁকছে টাইগার শ্রফ এবং কৃতি শ্যানন অভিনীত ‘গণপথ’। দিন দিন আরও কমছে এই ছবির আয়। মুক্তি পাওয়ার পর ষষ্ঠ দিনে সিনেমাটির আয় মাত্র ১.১০ কোটি রুপি। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সচনিল্কের জানিয়েছে, ছয় দিনে সিনেমাটির মোট আয় মাত্র ১০.৯০ কোটি রুপি।
মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে তেমন ভাবে কোনও প্রভাবই ফেলতে পারেনি ‘গণপথ’। দিন দিন যেন সেটা আরও খারাপ হচ্ছে। মুক্তির প্রথম দিন এটি ২.৫ কোটি রুপি আয় করে, এরপর শনিবার ও রোববারও এর হাল একই থাকে। গত সোমবার সেটা কমে ১.৩ কোটি রুপিতে নামে। আর মঙ্গলবার সিনেমাটি আয় করে ১.৫ কোটি রুপি। কিন্তু দিন ঘুরতে না ঘুরতেই আবার কমে যায় সেই আয়। গতকাল বুধবার এটি ১.১০ কোটি রুপি ঘরে তোলে।
বলিউড বাণিজ্য বিশ্লেষকদের অনুমান ২০০ কোটি রুপি বাজেটে বানানো সিনেমাটি বছরের অন্যতম ফ্লপের তকমার পথে।
২০৭০ সালের প্রেক্ষাপটে বিকাশ বহেল নির্মাণ করেছেন ‘গণপথ’। অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি এ সিনেমায় উঠে আসবে ভবিষ্যৎ দুনিয়ার ধনী-গরিবের লড়াইয়ের গল্প। এতে গণপথ ওরফে গুড্ডুর ভূমিকায় অভিনয় করেছেন টাইগার শ্রফ। তাঁর নায়িকা হিসেবে রয়েছেন কৃতি শ্যানন। এ সিনেমা দিয়ে ‘হিরোপান্তি’র ৯ বছর পর একসঙ্গে ফিরেছেন টাইগার-কৃতি জুটি।
দুর্গাপূজা উপলক্ষে গত ২০ অক্টোবর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে গণপথ। ‘গণপথ’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন–গওহর খান, জামিল খান, শ্রুতি মেনন, জিয়াদ বকরি, প্রমুখ।
মুক্তির পর থেকেই বক্স অফিসে ধুঁকছে টাইগার শ্রফ এবং কৃতি শ্যানন অভিনীত ‘গণপথ’। দিন দিন আরও কমছে এই ছবির আয়। মুক্তি পাওয়ার পর ষষ্ঠ দিনে সিনেমাটির আয় মাত্র ১.১০ কোটি রুপি। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সচনিল্কের জানিয়েছে, ছয় দিনে সিনেমাটির মোট আয় মাত্র ১০.৯০ কোটি রুপি।
মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে তেমন ভাবে কোনও প্রভাবই ফেলতে পারেনি ‘গণপথ’। দিন দিন যেন সেটা আরও খারাপ হচ্ছে। মুক্তির প্রথম দিন এটি ২.৫ কোটি রুপি আয় করে, এরপর শনিবার ও রোববারও এর হাল একই থাকে। গত সোমবার সেটা কমে ১.৩ কোটি রুপিতে নামে। আর মঙ্গলবার সিনেমাটি আয় করে ১.৫ কোটি রুপি। কিন্তু দিন ঘুরতে না ঘুরতেই আবার কমে যায় সেই আয়। গতকাল বুধবার এটি ১.১০ কোটি রুপি ঘরে তোলে।
বলিউড বাণিজ্য বিশ্লেষকদের অনুমান ২০০ কোটি রুপি বাজেটে বানানো সিনেমাটি বছরের অন্যতম ফ্লপের তকমার পথে।
২০৭০ সালের প্রেক্ষাপটে বিকাশ বহেল নির্মাণ করেছেন ‘গণপথ’। অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি এ সিনেমায় উঠে আসবে ভবিষ্যৎ দুনিয়ার ধনী-গরিবের লড়াইয়ের গল্প। এতে গণপথ ওরফে গুড্ডুর ভূমিকায় অভিনয় করেছেন টাইগার শ্রফ। তাঁর নায়িকা হিসেবে রয়েছেন কৃতি শ্যানন। এ সিনেমা দিয়ে ‘হিরোপান্তি’র ৯ বছর পর একসঙ্গে ফিরেছেন টাইগার-কৃতি জুটি।
দুর্গাপূজা উপলক্ষে গত ২০ অক্টোবর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে গণপথ। ‘গণপথ’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন–গওহর খান, জামিল খান, শ্রুতি মেনন, জিয়াদ বকরি, প্রমুখ।
মেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি...
১৩ ঘণ্টা আগেবিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। আর ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল...
১৫ ঘণ্টা আগেভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
১৬ ঘণ্টা আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
১৮ ঘণ্টা আগে