নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৫৯ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার সালমান খান। ঘরোয়া আয়োজনে জন্মদিন উদ্যাপন করেন অভিনেতা। প্রতিবছরের মতো, সালমানের বোন অর্পিতা ভাই ও মেয়ে আয়াতের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করেন। আয়াতও ২৭ ডিসেম্বর জন্ম নেয়। একটি দারুণ গাড়িতে করে বোনের বাড়িতে পৌঁছান ভাইজান। পরনে ছিল বাদামি রঙের জ্যাকেট।
ভাইজানের পরিবারের সদস্য সোহেল খান, তাঁর ছেলে নিরবান খান এ আয়োজনে অংশ নেয়। সালমানের সাবেক প্রেমিকা সংগীতা বিজলানি, ইউলিয়া ভানটুর, বন্ধুদের মধ্যে প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি এবং ফিটনেস ট্রেনার ইয়াসমিন কারাচিওয়ালা। আরবাজ খান ও তাঁর স্ত্রী শুরি সম্প্রতি তাঁদের প্রথম বিবাহবার্ষিকী উদ্যাপন করেছেন। তাঁরাও জন্মদিনের পার্টিতে যোগ দেন।
পার্টির এক অন্দরের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সংগীতশিল্পী সাজিদ খান। ভিডিওতে সালমান খান, ইউলিয়া ভানটুর, অর্পিতা, তাঁর স্বামী আয়ুষ শর্মা এবং তাঁদের মেয়ে আয়াতকে দেখা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে সাজিদ লিখেছেন, `শুভ জন্মদিন বড় ভাই এবং আমাদের ছোট্ট পরি আয়াত, তোমাদের জন্য দোয়া। ‘
সালমান খান তাঁর পরবর্তী সিনেমা ‘সিকান্দর’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটির টিজার আজ প্রকাশের কথা ছিল, তবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে তা পেছানো হয়েছে।
সালমান খান এই সিনেমাতে প্রথমবারের মতো রাশ্মিকা মন্দান্নার সঙ্গে পর্দা ভাগ করবেন। ভাইজানকে সর্বশেষ টাইগার ৩ সিনেমায় ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছিলেন। যা ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন মানিশ শর্মা। সালমান খান শাহরুখ খানের ব্লকবাস্টার পাঠান সিনেমায় ক্যামিও করেছিলেন।
৫৯ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার সালমান খান। ঘরোয়া আয়োজনে জন্মদিন উদ্যাপন করেন অভিনেতা। প্রতিবছরের মতো, সালমানের বোন অর্পিতা ভাই ও মেয়ে আয়াতের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করেন। আয়াতও ২৭ ডিসেম্বর জন্ম নেয়। একটি দারুণ গাড়িতে করে বোনের বাড়িতে পৌঁছান ভাইজান। পরনে ছিল বাদামি রঙের জ্যাকেট।
ভাইজানের পরিবারের সদস্য সোহেল খান, তাঁর ছেলে নিরবান খান এ আয়োজনে অংশ নেয়। সালমানের সাবেক প্রেমিকা সংগীতা বিজলানি, ইউলিয়া ভানটুর, বন্ধুদের মধ্যে প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি এবং ফিটনেস ট্রেনার ইয়াসমিন কারাচিওয়ালা। আরবাজ খান ও তাঁর স্ত্রী শুরি সম্প্রতি তাঁদের প্রথম বিবাহবার্ষিকী উদ্যাপন করেছেন। তাঁরাও জন্মদিনের পার্টিতে যোগ দেন।
পার্টির এক অন্দরের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সংগীতশিল্পী সাজিদ খান। ভিডিওতে সালমান খান, ইউলিয়া ভানটুর, অর্পিতা, তাঁর স্বামী আয়ুষ শর্মা এবং তাঁদের মেয়ে আয়াতকে দেখা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে সাজিদ লিখেছেন, `শুভ জন্মদিন বড় ভাই এবং আমাদের ছোট্ট পরি আয়াত, তোমাদের জন্য দোয়া। ‘
সালমান খান তাঁর পরবর্তী সিনেমা ‘সিকান্দর’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটির টিজার আজ প্রকাশের কথা ছিল, তবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে তা পেছানো হয়েছে।
সালমান খান এই সিনেমাতে প্রথমবারের মতো রাশ্মিকা মন্দান্নার সঙ্গে পর্দা ভাগ করবেন। ভাইজানকে সর্বশেষ টাইগার ৩ সিনেমায় ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছিলেন। যা ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন মানিশ শর্মা। সালমান খান শাহরুখ খানের ব্লকবাস্টার পাঠান সিনেমায় ক্যামিও করেছিলেন।
গত সপ্তাহে প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয়েছে জিয়াউল ফারুক অপূর্বর। সিনেমাটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই এল সিনেমার সিকুয়েলের খবর। সেখানেও থাকছেন অপূর্ব। এমনটা জানিয়েছেন নির্মাতা।
৫ ঘণ্টা আগেক্রীড়াপ্রেমীদের মাঝে বিপিএল উন্মাদনা বাড়াতে তিন দিনের সংগীত উৎসবের আয়োজন করেছে বিসিবি। প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকাকেন্দ্রিক হলেও এবার সেটাকে তিন ভেন্যুতে ছড়িয়ে দেওয়া হয়েছে। ২৩ ডিসেম্বর ঢাকার মিরপুর স্টেডিয়ামে শুরু হয় এই আয়োজন। সিলেট ঘুরে আজ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শেষ হচ্ছে এই উৎসব
৬ ঘণ্টা আগেসাগর একজন বীর মুক্তিযোদ্ধা। সে যুদ্ধ করেছিল কক্সবাজারে। যুদ্ধ শেষে ফিরে এসে দেখে তার মা ও ছোট ভাই যুদ্ধে শহীদ হয়েছে। তখনো ছোট ভাইয়ের বুকে গোলাপ জড়ানো। এরপর সমুদ্রের পাড়ে ফুল বিক্রির কাজ নেয় সাগর। ছোট ভাইয়ের স্মরণে প্রতিদিন একটি করে গোলাপ তার মেয়ে ঢেউয়ের জন্য নিয়ে যায়। উচ্চশিক্ষায় শিক্ষিত যুবক সমুদ্র
৬ ঘণ্টা আগেবছরজুড়েই হত্যার হুমকি পেয়েছেন সালমান খান। গত ১৪ এপ্রিল তাঁর বাসার বাইরে গুলি চালান দুজন আততায়ী। অক্টোবরে সালমানের ঘনিষ্ঠ বন্ধু রাজনীতিবিদ বাবা সিদ্দিকীকে হত্যার পর বাড়ে হুমকির মাত্রা। তাই যেকোনো সময়ের তুলনায় এখন সালমানের নিরাপত্তা অনেকটা বেড়েছে।
৬ ঘণ্টা আগে