২০২৪ সালটা বলিউডের জন্য ছিল বেশ কঠিন। একের পর এক ফ্লপ সিনেমা, বক্স অফিসে আশানুরূপ ব্যবসার অভাব—চলচ্চিত্র জগতের রঙিন পর্দা যেন মলিন হয়ে পড়েছিল। দর্শকদের মনে ক্ষণিকের বিনোদন দেওয়ার এই রমরমা ইন্ডাস্ট্রি যেন থমকে গিয়েছিল। কিন্তু বলিউডে পট বদলাতে দেরি হয় না। নতুন বছর মানেই নতুন আশা, আর সেই আশা নিয়েই প্রস্তুত ২০২৫-এর এক ঝাঁক প্রতীক্ষিত সিনেমা। অ্যাকশন, ড্রামা, ইতিহাস ও থ্রিলের মিশেলে সাজানো এই সিনেমাগুলো। কেবল বক্স অফিসই নয়, দর্শকদের হৃদয়ও জয় করার প্রতিশ্রুতি দিচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন সিনেমাগুলোকে বলা হচ্ছে সবচেয়ে সম্ভাবনাময়।
সিকান্দার: এবার ঈদে সালমান খান বড় পর্দায় ফিরছেন চমক নিয়ে। এ আর মুরুগাদোস পরিচালিত অ্যাকশন, থ্রিলারে সালমানের সঙ্গে থাকছেন রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমান জোশি এবং প্রতীক বাব্বর।
ইমারজেন্সি: কঙ্গনা রানাউতের পরিচালনায় ও অভিনীত এই বায়োপিকটি ভারতে ইন্দিরা গান্ধী সরকারের জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপটে নির্মিত। কঙ্গনা এখানে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম ভূমিকায় অভিনয় করেছেন। অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মাহিমা চৌধুরী এবং মিলিন্দ সোমানও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।
দেবা: রোশন অ্যান্ড্রুজ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে শহিদ কাপুর ও পূজা হেগড়ে জুটির নতুন রসায়ন দেখা যাবে।
ছাভা: শিবাজী সাওয়ান্তের মারাঠি উপন্যাস ছাভা অবলম্বনে নির্মিত এই ঐতিহাসিক সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। ছবিতে ছত্রপতি শম্ভাজি মহারাজের ভূমিকায় থাকছেন ভিকি কৌশল। এ ছাড়াও রাশমিকা মান্দানা যশুবাই ভোসলে এবং অক্ষয় খান্না সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন।
অক্ষয় কুমার, আর মাধবন এবং অনন্যা পান্ডের সিনেমা
সিনেমাটির নামকরণ করা হয়নি। অক্ষয় কুমার, আর মাধবন এবং অনন্যা পান্ডের অভিনীত এই সিনেমাটি বিখ্যাত আইনজীবী সি শঙ্করণ নায়ারের জীবনী অবলম্বনে নির্মিত। করণ সিং তিয়াগির পরিচালনায় এটি রঘু পালট এবং পুষ্পা পালটের বই ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার’ থেকে অনুপ্রাণিত।
স্কাই ফোর্স: অভিষেক অনিল কাপুর ও সন্দীপ কেওলানি পরিচালিত এই সিনেমাটি ১৯৬৫ সালে ভারত–পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। অভিনয়ে রয়েছেন অক্ষয় কুমার, নিমরাত কৌর, সারা আলি খান ও নতুন মুখ বীর পাহাড়িয়া।
রেড ২: ব্যবসা সফল সিনেমা ছিল রেড। ছয় বছর পর আসছে সিক্যুয়েল। অফিসার অময় পট্টনায়েকের চরিত্রে অজয় দেবগন। পরিচালক রাজকুমার গুপ্ত এবার অজয়ের বিপরীতে রেখেছেন রীতেশ দেশমুখকে। ছবিটি মুক্তি পাবে ১ মে।
হাউসফুল ৫: অন্যান্য বছরের মতো এ বছরেও অক্ষয় কুমারের একাধিক সিনেমা মুক্তির কথা রয়েছে। এর মধ্যে ‘হাউসফুল ৫’ নিয়ে দর্শকের উৎসাহ তুঙ্গে। প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা এবার সিনেমাটিকে তারকা ঠাসা করবেন। একঝাঁক তারকার মধ্যে থাকছেন— অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, নারগিস ফাখরি প্রমুখ। তরুণ মনসুখানি পরিচালিত সিনেমাটি ৬ জুন মুক্তি পেতে পারে।
লাহোর ১৯৪৭: ‘গদর’–এর সিক্যুয়াল ‘গদর ২’ ছিল ২০২৩ সালের ব্যবসা সফল সিনেমা। এর সাফল্য সানি দেওলকে নিয়ে নতুন করে ভাবিয়েছে বলিউডকে। এর ফলাফল এই সিনেমা। ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে সময়কাল এই সিনেমা। সানির বিপরীতে রয়েছেন প্রীতি জিন্তা। আমির খান প্রযোজিত সিনেমাটির পরিচালক রাজকুমার সন্তোষী। সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বক্স অফিসে এই সিমেনা অনন্য এক নজির গড়তে পারে।
ওয়ার ২: ২০১৯ সালে ‘ওয়ার’–এ কবীর চরিত্রে আলোড়ন তোলেন হৃতিক রোশন। এই সিনেমার সিক্যুয়েল আসছে ভারতের স্বাধীনতা দিবসে। তবে এবার চমক হিসেবে থাকছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটি আর। নায়কের ভূমিকায় নয়, তিনি হাজির হবেন খল চরিত্রে। তবে সিদ্ধার্থ আনন্দের পরিবর্তে পরিচালক থাকছেন অয়ন মুখোপাধ্যায়। প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা, সেটি সময়ই বলে দেবে।
থামা: বর্তমানে জনপ্রিয়তা বেড়েছে হরর কমেডি সিনেমার। গত বছর বলিউডে ‘স্ত্রী ২’ বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এবার হরর কমেডি সিনেমায় কাজ করছেন আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা। আদিত্য সরপোতদার পরিচালিত এ সিনেমা দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা।
১২০ বাহাদুর: দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন ফারহান আখতার। ১৯৬২ সালের ভারত–চীন যুদ্ধের সেনার চরিত্রে থাকছেন তিনি। সিনেমাটির প্রেক্ষাপট রেজাংলা উপত্যকার (বর্তমান রেচিংলা) যুদ্ধ। ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। রজনীশ ঘাই পরিচালিত এ সিনেমা মুক্তি পাবে ২১ নভেম্বর।
আলফা: যশরাজ ফিল্মসের গুপ্তচর ঘরানায় এ–ই প্রথম কেন্দ্র চরিত্রে নারী। থাকছেন আলিয়া ভাট ও শর্বরী ওয়াগ। সিনেমার অন্যতম আকর্ষণ— খল চরিত্রে ববি দেওল। সিনেমাটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর। জানা গেছে, সিনেমার প্রযোজনা সংস্থার একই ঘরানার অন্য ছবির তারকারা ক্যামিয়ো থাকতে পারেন।
গেম চেঞ্জার: এস শঙ্কর পরিচালিত এই প্যান–ইন্ডিয়া রাজনৈতিক অ্যাকশন থ্রিলারে রামচরণ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও রয়েছেন কিয়ারা আদভানি। আজাদ অভিষেক কাপুর পরিচালিত এই ছবিতে অজয় দেবগনের ভাগনে আমান এবং রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা ঠাডানি আত্মপ্রকাশ করছেন। ছবিটি ভারতের প্রাক–স্বাধীনতার প্রেক্ষাপটে নির্মিত।
২০২৪ সালটা বলিউডের জন্য ছিল বেশ কঠিন। একের পর এক ফ্লপ সিনেমা, বক্স অফিসে আশানুরূপ ব্যবসার অভাব—চলচ্চিত্র জগতের রঙিন পর্দা যেন মলিন হয়ে পড়েছিল। দর্শকদের মনে ক্ষণিকের বিনোদন দেওয়ার এই রমরমা ইন্ডাস্ট্রি যেন থমকে গিয়েছিল। কিন্তু বলিউডে পট বদলাতে দেরি হয় না। নতুন বছর মানেই নতুন আশা, আর সেই আশা নিয়েই প্রস্তুত ২০২৫-এর এক ঝাঁক প্রতীক্ষিত সিনেমা। অ্যাকশন, ড্রামা, ইতিহাস ও থ্রিলের মিশেলে সাজানো এই সিনেমাগুলো। কেবল বক্স অফিসই নয়, দর্শকদের হৃদয়ও জয় করার প্রতিশ্রুতি দিচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন সিনেমাগুলোকে বলা হচ্ছে সবচেয়ে সম্ভাবনাময়।
সিকান্দার: এবার ঈদে সালমান খান বড় পর্দায় ফিরছেন চমক নিয়ে। এ আর মুরুগাদোস পরিচালিত অ্যাকশন, থ্রিলারে সালমানের সঙ্গে থাকছেন রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমান জোশি এবং প্রতীক বাব্বর।
ইমারজেন্সি: কঙ্গনা রানাউতের পরিচালনায় ও অভিনীত এই বায়োপিকটি ভারতে ইন্দিরা গান্ধী সরকারের জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপটে নির্মিত। কঙ্গনা এখানে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম ভূমিকায় অভিনয় করেছেন। অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মাহিমা চৌধুরী এবং মিলিন্দ সোমানও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।
দেবা: রোশন অ্যান্ড্রুজ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে শহিদ কাপুর ও পূজা হেগড়ে জুটির নতুন রসায়ন দেখা যাবে।
ছাভা: শিবাজী সাওয়ান্তের মারাঠি উপন্যাস ছাভা অবলম্বনে নির্মিত এই ঐতিহাসিক সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। ছবিতে ছত্রপতি শম্ভাজি মহারাজের ভূমিকায় থাকছেন ভিকি কৌশল। এ ছাড়াও রাশমিকা মান্দানা যশুবাই ভোসলে এবং অক্ষয় খান্না সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন।
অক্ষয় কুমার, আর মাধবন এবং অনন্যা পান্ডের সিনেমা
সিনেমাটির নামকরণ করা হয়নি। অক্ষয় কুমার, আর মাধবন এবং অনন্যা পান্ডের অভিনীত এই সিনেমাটি বিখ্যাত আইনজীবী সি শঙ্করণ নায়ারের জীবনী অবলম্বনে নির্মিত। করণ সিং তিয়াগির পরিচালনায় এটি রঘু পালট এবং পুষ্পা পালটের বই ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার’ থেকে অনুপ্রাণিত।
স্কাই ফোর্স: অভিষেক অনিল কাপুর ও সন্দীপ কেওলানি পরিচালিত এই সিনেমাটি ১৯৬৫ সালে ভারত–পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। অভিনয়ে রয়েছেন অক্ষয় কুমার, নিমরাত কৌর, সারা আলি খান ও নতুন মুখ বীর পাহাড়িয়া।
রেড ২: ব্যবসা সফল সিনেমা ছিল রেড। ছয় বছর পর আসছে সিক্যুয়েল। অফিসার অময় পট্টনায়েকের চরিত্রে অজয় দেবগন। পরিচালক রাজকুমার গুপ্ত এবার অজয়ের বিপরীতে রেখেছেন রীতেশ দেশমুখকে। ছবিটি মুক্তি পাবে ১ মে।
হাউসফুল ৫: অন্যান্য বছরের মতো এ বছরেও অক্ষয় কুমারের একাধিক সিনেমা মুক্তির কথা রয়েছে। এর মধ্যে ‘হাউসফুল ৫’ নিয়ে দর্শকের উৎসাহ তুঙ্গে। প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা এবার সিনেমাটিকে তারকা ঠাসা করবেন। একঝাঁক তারকার মধ্যে থাকছেন— অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, নারগিস ফাখরি প্রমুখ। তরুণ মনসুখানি পরিচালিত সিনেমাটি ৬ জুন মুক্তি পেতে পারে।
লাহোর ১৯৪৭: ‘গদর’–এর সিক্যুয়াল ‘গদর ২’ ছিল ২০২৩ সালের ব্যবসা সফল সিনেমা। এর সাফল্য সানি দেওলকে নিয়ে নতুন করে ভাবিয়েছে বলিউডকে। এর ফলাফল এই সিনেমা। ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে সময়কাল এই সিনেমা। সানির বিপরীতে রয়েছেন প্রীতি জিন্তা। আমির খান প্রযোজিত সিনেমাটির পরিচালক রাজকুমার সন্তোষী। সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বক্স অফিসে এই সিমেনা অনন্য এক নজির গড়তে পারে।
ওয়ার ২: ২০১৯ সালে ‘ওয়ার’–এ কবীর চরিত্রে আলোড়ন তোলেন হৃতিক রোশন। এই সিনেমার সিক্যুয়েল আসছে ভারতের স্বাধীনতা দিবসে। তবে এবার চমক হিসেবে থাকছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটি আর। নায়কের ভূমিকায় নয়, তিনি হাজির হবেন খল চরিত্রে। তবে সিদ্ধার্থ আনন্দের পরিবর্তে পরিচালক থাকছেন অয়ন মুখোপাধ্যায়। প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা, সেটি সময়ই বলে দেবে।
থামা: বর্তমানে জনপ্রিয়তা বেড়েছে হরর কমেডি সিনেমার। গত বছর বলিউডে ‘স্ত্রী ২’ বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এবার হরর কমেডি সিনেমায় কাজ করছেন আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা। আদিত্য সরপোতদার পরিচালিত এ সিনেমা দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা।
১২০ বাহাদুর: দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন ফারহান আখতার। ১৯৬২ সালের ভারত–চীন যুদ্ধের সেনার চরিত্রে থাকছেন তিনি। সিনেমাটির প্রেক্ষাপট রেজাংলা উপত্যকার (বর্তমান রেচিংলা) যুদ্ধ। ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। রজনীশ ঘাই পরিচালিত এ সিনেমা মুক্তি পাবে ২১ নভেম্বর।
আলফা: যশরাজ ফিল্মসের গুপ্তচর ঘরানায় এ–ই প্রথম কেন্দ্র চরিত্রে নারী। থাকছেন আলিয়া ভাট ও শর্বরী ওয়াগ। সিনেমার অন্যতম আকর্ষণ— খল চরিত্রে ববি দেওল। সিনেমাটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর। জানা গেছে, সিনেমার প্রযোজনা সংস্থার একই ঘরানার অন্য ছবির তারকারা ক্যামিয়ো থাকতে পারেন।
গেম চেঞ্জার: এস শঙ্কর পরিচালিত এই প্যান–ইন্ডিয়া রাজনৈতিক অ্যাকশন থ্রিলারে রামচরণ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও রয়েছেন কিয়ারা আদভানি। আজাদ অভিষেক কাপুর পরিচালিত এই ছবিতে অজয় দেবগনের ভাগনে আমান এবং রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা ঠাডানি আত্মপ্রকাশ করছেন। ছবিটি ভারতের প্রাক–স্বাধীনতার প্রেক্ষাপটে নির্মিত।
আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। নির্বাচিত এসব অনুষ্ঠানের খবর নিয়ে এই প্রতিবেদন।
৩ ঘণ্টা আগেআজ বাংলা পঞ্জিকাবর্ষের প্রথম দিন। বাংলা নববর্ষে সারা দেশ আনন্দ উৎসবে মেতে উঠবে। আয়োজন করা হয়েছে কনসার্ট আর সংগীতানুষ্ঠানের। এসব অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতাবেন দেশের খ্যাতিমান শিল্পী ও ব্যান্ড।
৩ ঘণ্টা আগে২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করে নাট্যদল ‘তাড়ুয়া’। এখন পর্যন্ত মঞ্চে তিনটি নাটক নিয়ে এসেছে দলটি। প্রতিষ্ঠার সাত বছরের মাথায় নতুন নাটক নিয়ে আসছে তাড়ুয়া। নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন...
৩ ঘণ্টা আগেবাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে ব্যান্ড নকশীকাঁথা। দলটির ইউটিউব চ্যানেলে গত শনিবার প্রকাশ পেয়েছে ‘জরিনা’ শিরোনামের গানটি। গানের গীতিকার, সুরকার ও গায়ক এবং নকশীকাঁথা ব্যান্ডের প্রধান সাজেদ ফাতেমী জানান, ২০ বছর আগে লেখা হয়েছিল জরিনা। নানা জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখল গানটি।
৪ ঘণ্টা আগে