এবার নিজেকে নিয়েই মজা করলেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক
Thumbnail image

গতমাসেই সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে ট্রোলের মুখে পড়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অনলাইনে খাবার অর্ডার দিয়ে তা না পেয়ে ফুড ডেলিভারি সংস্থার বিরুদ্ধে চটেছিলেন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়টি জানিয়ে খোলা চিঠি লিখেছিলেন বুম্বাদা। সে জন্য অনলাইনে ট্রোলড হতে হয়েছিল তাঁকে।

সেই ঘটনার রেশ ধরে এবার নিজেকে নিয়েই মজা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একটি কেকের বিজ্ঞাপনে দেখা গেল খাবার অর্ডার করে তা না পাওয়ার আক্ষেপ করছেন প্রসেনজিৎ। বাণিজ্যিক ছবির ডায়লগের মতো করে নালিশ জানাচ্ছেন মাকে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়বাণিজ্যিক ছবিতে যে ঢঙে সংলাপ বলতে শোনা যেত প্রসেনজিৎকে, সেই স্বরই ফিরিয়ে আনলেন টালিউডের মহাতারকা। এরপর দেখা যায়, তাঁর এই কেক না পাওয়ার ঘটনাটি ‘ব্রেকিং নিউজ’ হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিরাট হট্টগোল।

বিভিন্ন নিউজ চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে ‘বুম্বাদা ক্ষুধার্ত’ ট্যাগ। ঠিক যেমন গত মাসে হয়েছিল। শেষে মুশকিল আসান হয়ে অবতীর্ণ হন সান্তাক্লজ। এরপর প্রসেনজিৎ বাড়ি থেকে বেরুতেই একঝাঁক কেক এসে হাজির হয়।

ভিডিওটি শেয়ার করছেন অনেকেই। তারকাদের ট্রোল করা হলে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা ক্ষিপ্ত হন। কিন্তু তা না করে, বরং নিজের ট্রোলের ঘটনায় নিজেই মজা করে, যেন এক নতুন ট্রেন্ডের সূচনা করলেন প্রসেনজিৎ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত