বিনোদন ডেস্ক
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের পরিচালক ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায়। এ সংবাদ নিজেই ফেসবুকে নিশ্চিত করেছেন পরিচালক সৃজিত। তাঁর পরিচালিত ‘অটোগ্রাফ’-এর সেই জনপ্রিয় গান, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর কথা বদলে দিয়ে, সেই পরিচালক লিখেছেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কম যায় তাই প্লাটিলেট...#নিশ্চিত।’
পরিচালক সৃজিতের এমন পোস্টে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। সৃজিতের পোস্টে মন্তব্য করছেন অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে এপার ওপারের অনেক তারকারা। অপর্ণা সেন লিখেছেন, ‘টেক কেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল তাই জানি এটা কতটা দুর্বল করে দেয়! নার্সিং হোমে ভর্তি হয়ে যাবেন আশি করি।’ তাঁর উত্তরে পরিচালক পাল্টা লিখেছেন, ‘এখনই নয়, কাল প্লাটিলেট চেক করে, স্যুটকেস গুছাব ভাবছি।’ বাংলাদেশি অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা লিখেছেন, ‘নিজের যত্ন নেবেন।’
কিছুদিন আগে নিজের ফেসবুকের পাতায় সৃজিত লিখেছিলেন ‘অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।’ ঠিক কী হয়েছে জানতে খোঁজ নিয়ে জানা যায় তিনি তখন অসুস্থ। তখন সৃজিতের স্ত্রী ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন, ‘বড় কিছু নয়, ফ্লু জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।’ তবে এখন জানা যাচ্ছ, তাঁর সেই জ্বর আসলে ডেঙ্গুর কারণেই হয়েছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের পরিচালক ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায়। এ সংবাদ নিজেই ফেসবুকে নিশ্চিত করেছেন পরিচালক সৃজিত। তাঁর পরিচালিত ‘অটোগ্রাফ’-এর সেই জনপ্রিয় গান, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর কথা বদলে দিয়ে, সেই পরিচালক লিখেছেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কম যায় তাই প্লাটিলেট...#নিশ্চিত।’
পরিচালক সৃজিতের এমন পোস্টে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। সৃজিতের পোস্টে মন্তব্য করছেন অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে এপার ওপারের অনেক তারকারা। অপর্ণা সেন লিখেছেন, ‘টেক কেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল তাই জানি এটা কতটা দুর্বল করে দেয়! নার্সিং হোমে ভর্তি হয়ে যাবেন আশি করি।’ তাঁর উত্তরে পরিচালক পাল্টা লিখেছেন, ‘এখনই নয়, কাল প্লাটিলেট চেক করে, স্যুটকেস গুছাব ভাবছি।’ বাংলাদেশি অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা লিখেছেন, ‘নিজের যত্ন নেবেন।’
কিছুদিন আগে নিজের ফেসবুকের পাতায় সৃজিত লিখেছিলেন ‘অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।’ ঠিক কী হয়েছে জানতে খোঁজ নিয়ে জানা যায় তিনি তখন অসুস্থ। তখন সৃজিতের স্ত্রী ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন, ‘বড় কিছু নয়, ফ্লু জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।’ তবে এখন জানা যাচ্ছ, তাঁর সেই জ্বর আসলে ডেঙ্গুর কারণেই হয়েছে।
শুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
১৭ মিনিট আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
২ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৩ ঘণ্টা আগেদীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
১৪ ঘণ্টা আগে