Ajker Patrika

অনুদানের সাত বছর পর ‘দায়মুক্তি’র মুক্তি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সাইমন সাদিক ও সুম্মি রহমান। ছবি: সংগৃহীত
সাইমন সাদিক ও সুম্মি রহমান। ছবি: সংগৃহীত

সরকারি অনুদান পাওয়ার পর এক বছরের মধ্যে সিনেমা মুক্তি দেওয়ার নির্দেশনা থাকে। কিন্তু সময়মতো অনুদান পেলেও বেশির ভাগ ক্ষেত্রেই নির্ধারিত সময়ের মধ্যে সিনেমা মুক্তি দিতে ব্যর্থ হন অনেক নির্মাতা। ২০১৭ সালে অনুদান পেয়েছিল ‘দায়মুক্তি’। অনুদানের সাত বছর পর আলোর মুখ দেখছে সিনেমাটি। আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে দায়মুক্তি সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন সহপ্রযোজক জসিম উদ্দিন।

বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে দায়মুক্তি। বানিয়েছেন বদিউল আলম খোকন। এতে জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুম্মি রহমান। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। আরও আছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

দায়মুক্তি নিয়ে পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘জন্মদাতা মা-বাবার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কী, সেই গল্পটাই তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি ভালো লাগবে সবার।’

‘দায়মুক্তি’ সিনেমায় দিলারা জামান ও আবুল হায়াত। ছবি: সংগৃহীত
‘দায়মুক্তি’ সিনেমায় দিলারা জামান ও আবুল হায়াত। ছবি: সংগৃহীত

আবুল হায়াত বলেন, ‘প্রযোজক ও পরিচালকের আগ্রহের কারণেই এই সিনেমায় আমার কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আমি আর দিলারা জামান অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি।’

দিলারা জামান বলেন, ‘গল্পনির্ভর সিনেমা দায়মুক্তি। সবাই মিলেই চেষ্টা করেছেন একটি ভালো কাজ উপহার দেওয়ার। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শকের আগ্রহ আর ভালো লাগার ওপর নির্ভর করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত