Ajker Patrika

‘কখনো কারও অন্ধ সমর্থক ছিলাম না’

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৯: ৫১
‘কখনো কারও অন্ধ সমর্থক ছিলাম না’

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামীপন্থী অনেক তারকার মতো নুসরাত ফারিয়াকে নিয়েও সমালোচনা হয়েছে। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেষ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। মূলত এটিকে ঘিরেই ট্রলের শিকার হতে হয়েছে ফারিয়াকে। অনেক দিন চুপচাপ থাকার পর সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তিনি।

ট্রলের বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘আমার ক্যারিয়ার ১২ বছরের। ক্যারিয়ার শুরুর পর থেকেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখেছি। তারা যখন যে ধরনের কাজে ডেকেছে সাড়া দিয়েছি। আসলে আমি তো এখানে টাইম পাসের জন্য আসিনি। এটা রুটি-রুজির জায়গা। কাজের প্রস্তাব এলে করব, এটাই তো নিয়ম। এখন কেউ যদি আমাকে আওয়ামী সমর্থক ভেবে দূরে ঠেলে দেন, কী করতে পারি?’নুসরাত ফারিয়া। ছবি: ইনস্টাগ্রামমুজিব সিনেমায় অভিনয় করলেও তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন না বলে জানালেন ফারিয়া। তিনি বলেন, ‘আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া। সেটাই করে গেছি। কখনো কারও অন্ধ সমর্থক ছিলাম না। যদি সেটা করতাম, মনে সামান্যতম সংকীর্ণতা থাকত, দেশেই আসতাম না। এখন যদি নতুন সরকার তাদের কাজে আমাকে ডাকে, অবশ্যই সাড়া দেব। শিল্পীদের কাজ দলাদলি করা নয়, নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শক মনে জায়গা করে নেওয়া।’নুসরাত ফারিয়া। ছবি: ইনস্টাগ্রামদেশের রাজনৈতিক পটপরিবর্তনের বিষয়ে ফারিয়ার বক্তব্য, ‘দেশের ছাত্র-জনতা চেয়েছিল বলেই তো পরিবর্তনটা এসেছে। একজন নাগরিক হিসেবে চাইব, যেটা হয়েছে সেটা যেন মঙ্গলের জন্য হয়। আমার বিশ্বাস, মানুষের মৌলিক চাহিদাগুলোর পাশাপাশি বিনোদনও যেন হারানো গৌরব ফিরে পায়, সেদিকে খেয়াল রাখবে বর্তমান সরকার।’নুসরাত ফারিয়া। ছবি: ইনস্টাগ্রামবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে কানাডায় গিয়েছিলেন ফারিয়া। সেখানে দেড় মাস ছিলেন। কয়েকটি শোতে অংশ নিয়েছেন। এরপর ১৭ আগস্ট দেশে ফেরেন বলে জানালেন অভিনেত্রী।নুসরাত ফারিয়া। ছবি: ইনস্টাগ্রামঅস্থিরতা কাটিয়ে এখনো স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি বিনোদন অঙ্গন। নেই নতুন সিনেমার খবর। ফারিয়াও নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেননি এখনো। অভিনেত্রী বলেন, ‘ক্যারিয়ার শুরুর পর এত দীর্ঘ সময় শুটিং ফ্লোরের বাইরে থাকিনি। দেশে যখনই কিছু হয়, সবার আগে প্রতিক্রিয়াটা পড়ে বিনোদন অঙ্গনের ওপর। আমাদের মতো অভিনেতা-অভিনেত্রীদের কথা বাদই দিলাম; যারা লাইট, ক্যামেরা, প্রোডাকশনে কাজ করে কিংবা যারা দিন চুক্তিতে কাজ করে তাদের কথা ভাবুন। তারা কেউ ভালো আছে বলে মনে হয় না। বর্তমান সরকারের এ দিকটায় নজর দেওয়া উচিত। সাধারণ শিল্পী-কলাকুশলীদের জন্য ভাতার ব্যবস্থা করলে অন্তত পরিবার নিয়ে তারা বেঁচে থাকতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত